অগ্রণী ব্যাংকের চুয়াডাঙ্গার কেদারগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) থেকে অ্যাসিস্টেন্ট জেনারেল অফিসার (এজিএম) পদে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়েছেন নুরুন্নাহার পরী। গতকাল মঙ্গলবার সকালে ব্যাংকের কেদারগঞ্জ শাখার সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ তাঁকে ফুলেল ফুভেচ্ছা জানান। এর আগে গত সোমবার রাতে ব্যাংকের হেড অফিস থেকে নুরুন্নাহার পরীকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার থেকে এজিএম পদে পদোন্নতি দেওয়া হয়েছে মর্মে অবগত করা হয়। তিনি গত দুই মাস আগে আলমডাঙ্গা শাখা থেকে চুয়াডাঙ্গার কেদারগঞ্জ শাখায় বদলী হয়ে আসেন। সদ্য পদন্নোতি পাওয়া নুরুন্নাহার পরী শাখার সেবার মান বাড়াতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। -বিজ্ঞপ্তি

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।