প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার উপজেলার সুবলপুর গ্রামের এক ব্যক্তি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হওয়ায় টিন ও নগদ টাকা দিয়ে সহয়তা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শহিদুল ইসলাম সুবলপুর গ্রামের মৃত তাহাজউদ্দীনের ছেলে। গতকাল রোববার তাকে এই সহায়তা প্রদান করেন ইউএনও।
জানা যায়, গত শুক্রবার দুপুরে দামুড়হুদা উপজেলার কার্পাডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামে শহিদুল ইসলামের বসত ঘরে আগুন লেগে যায়। তাতে ঘরে যা জিনিসপত্র ছিল তা আগুনে পুড়ে যায়। পরে তিনি শনিবার উপজেলা পিআইও অফিসে একটি ফরম পূরণ করে অফিসে জমা দেয় সাহায্যের জন্য। পরে ঘটনা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন ও) দিলারা রহমার অগ্নিকান্ডে ওই ব্যক্তিকে এক বান্ডিল টিন এবং নগদ তিন হাজার টাকা প্রদান করেন।
হোম আজকের পত্রিকা শেষের পাতা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দামুড়হুদার সুবলপুরের শহিদুলকে নগদ টাকা ও টিন প্রদান