বিনোদন ডেস্ক:
অক্ষয় কুমার ও বানী কাপুর অভিনীত ছবি ‘বেল বটম’ মুক্তি পাচ্ছে আগামী ১৯ আগস্ট। টুইটারে অক্ষয় নিজেই ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছেন। ২উ-র পাশাপাশি ৩উ-তে মুক্তি পাবে এই পিরিয়ড ছবি। আশির দশকের প্রেক্ষাপটে সাজানো পরিচালক রণজিত এম তিওয়ারির স্পাই থ্রিলার বেল বটম। ছবিতে প্রথমবার ফুটে উঠবে অক্ষয় কুমার ও বাণী কাপুরের রোম্যান্স। ছবিটিতে আরও অভিনয় করেছেন লারা দত্ত, হুমা কুরেশি। বলিউডে বেশ কয়েক বছর ধরে রিমেকের প্রবণতা বাড়ছে। বড় বড় তারকারা অন্য ইন্ডাস্ট্রিতে নির্মিত ছবির রিমেকে কাজ করছেন। তবে অক্ষয় দাবি করেছেন, ‘বেল বটম’ কোনও ফিল্মের রিমেক নয়। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। পূজা এন্টারটেনমেন্ট ও এমিনি এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।