ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • / ৮৫০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের সাংগঠনিক আলোচনা ও প্রতিনিধি সভায় বক্তারা
আলমডাঙ্গা অফিস:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমিউনিটি সেন্টারে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ-উর-জামান সিজারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আলী আকবার চুন্নু।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আলী আকবার চুন্নু বলেন, ‘আওয়ামী সরকার গণতন্ত্রকে অনেক আগেই হরণ করেছে। ৩০ ডিসেম্বর প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন নামক নাটক মঞ্চায়ন করে অবৈধ সরকার ক্ষমতা দখলে রেখেছে। এ সরকার বিশ্বের বুকে অগণতান্ত্রিক, ভোট ডাকাত, স্বৈরাচারী সরকার হিসেবে পরিচিত পেয়েছে। দেশ ও জাতির কাছে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে আওয়ামী সরকার। মিথ্যা, গায়েবি মামলা দিয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের কারাবন্দি করে রেখেছে। দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রেখে মানসিক নির্যাতন করছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম শক্তি হচ্ছে যুবদল। বর্তমান সরকার বিএনপির মতো যুবদলের নেতা-কর্মীদের নামেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাই সরকারের সব দমন নিপীড়নকে উপেক্ষা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমরা এখন বিরোধী দলে অবস্থান করছি, তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করতে হবে। মনে রাখবেন, এই স্বৈরাচারী সরকার দেশের গণতন্ত্রকে ধুলিস্যাৎ করে দিয়েছে, মানুষ তাঁদের ভোটের অধিকার হারিয়েছে। আমাদের জাতীয়তাবাদে বিশ্বাসী সব সংগঠনকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন আনা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই। নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো প্রকার বিশৃংঙ্খলা নয়।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় যুবদলের সহসভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মোল্লা, জব্বার খান, নুরুজ্জামান লিটন, কফিল উদ্দিন ভুইয়া, শামীম কবির ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিল্পব। চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টুর উপস্থাপনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান মধু, মাগরিবুর রহমান, রোকনুজ্জামান, আবুল কালাম আজাদ, রহিদ, রফিকুল ইসলাম, লিখন, বাপ্পি, ডালিম প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে

আপলোড টাইম : ১১:০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০

আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের সাংগঠনিক আলোচনা ও প্রতিনিধি সভায় বক্তারা
আলমডাঙ্গা অফিস:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমিউনিটি সেন্টারে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ-উর-জামান সিজারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আলী আকবার চুন্নু।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আলী আকবার চুন্নু বলেন, ‘আওয়ামী সরকার গণতন্ত্রকে অনেক আগেই হরণ করেছে। ৩০ ডিসেম্বর প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন নামক নাটক মঞ্চায়ন করে অবৈধ সরকার ক্ষমতা দখলে রেখেছে। এ সরকার বিশ্বের বুকে অগণতান্ত্রিক, ভোট ডাকাত, স্বৈরাচারী সরকার হিসেবে পরিচিত পেয়েছে। দেশ ও জাতির কাছে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে আওয়ামী সরকার। মিথ্যা, গায়েবি মামলা দিয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের কারাবন্দি করে রেখেছে। দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রেখে মানসিক নির্যাতন করছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম শক্তি হচ্ছে যুবদল। বর্তমান সরকার বিএনপির মতো যুবদলের নেতা-কর্মীদের নামেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাই সরকারের সব দমন নিপীড়নকে উপেক্ষা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমরা এখন বিরোধী দলে অবস্থান করছি, তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করতে হবে। মনে রাখবেন, এই স্বৈরাচারী সরকার দেশের গণতন্ত্রকে ধুলিস্যাৎ করে দিয়েছে, মানুষ তাঁদের ভোটের অধিকার হারিয়েছে। আমাদের জাতীয়তাবাদে বিশ্বাসী সব সংগঠনকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন আনা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই। নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো প্রকার বিশৃংঙ্খলা নয়।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় যুবদলের সহসভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মোল্লা, জব্বার খান, নুরুজ্জামান লিটন, কফিল উদ্দিন ভুইয়া, শামীম কবির ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিল্পব। চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টুর উপস্থাপনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান মধু, মাগরিবুর রহমান, রোকনুজ্জামান, আবুল কালাম আজাদ, রহিদ, রফিকুল ইসলাম, লিখন, বাপ্পি, ডালিম প্রমুখ।