ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

৮০৯ বোতল ফেন্সিডিলসহ গাঁজা ও বিটলবন উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
  • / ৩৮২ বার পড়া হয়েছে

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, গাঁজা ও বিটলবন উদ্ধার করেছে বিজিবি। গতকাল রবিবার ও গত শনিবার ভিন্ন ভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমা-ার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছয়ঘড়িয়া গ্রামের মাঠে অভিযান চালিয়ে উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মৃত মেনহাজ উদ্দিন ম-লের ছেলে জামাত আলীকে (৪০) আটক করে। এসময় তার কাছ থেকে ২৩৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৪ হাজার ৮শ’ টাকা। আটককৃত আসামীসহ ফেন্সিডিল দামুড়হুদা থানায় সোর্পদ করে হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
একইদিন রবিবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমা-ার হাবিলদার মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছোটবলদিয়া গ্রামের মাঠ থেকে ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা।
এদিকে, গতকাল রবিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ি বিওপির টহল কমা-ার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত সদাবাড়ি গ্রামের মাঠ থেকে ২৭৩ কেজি ভারতীয় বিট লবণ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ১১০ টাকা।
অপরদিকে, গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমা-ার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের নদীর পাড় থেকে ৫৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ২৮ হাজার ৮শ’ টাকা।
একইদিন শনিবার রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ি বিওপির টহল কমা-ার নায়েব সুবেদার মোক্তার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বুচিতলা গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ৬৫ কেজি ভারতীয় বিটলবণ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৯শ’ টাকা।
উদ্ধারকৃত ৮০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১২ কেজি গাঁজা ও ৩৩৮ কেজি বিটলবনের সর্বমোট মূল্য ৩ লাখ ৮৮ হাজার ৬১০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বিটলবন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস ও কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

৮০৯ বোতল ফেন্সিডিলসহ গাঁজা ও বিটলবন উদ্ধার

আপলোড টাইম : ০৯:৫১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, গাঁজা ও বিটলবন উদ্ধার করেছে বিজিবি। গতকাল রবিবার ও গত শনিবার ভিন্ন ভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমা-ার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছয়ঘড়িয়া গ্রামের মাঠে অভিযান চালিয়ে উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মৃত মেনহাজ উদ্দিন ম-লের ছেলে জামাত আলীকে (৪০) আটক করে। এসময় তার কাছ থেকে ২৩৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৪ হাজার ৮শ’ টাকা। আটককৃত আসামীসহ ফেন্সিডিল দামুড়হুদা থানায় সোর্পদ করে হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
একইদিন রবিবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমা-ার হাবিলদার মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছোটবলদিয়া গ্রামের মাঠ থেকে ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা।
এদিকে, গতকাল রবিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ি বিওপির টহল কমা-ার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত সদাবাড়ি গ্রামের মাঠ থেকে ২৭৩ কেজি ভারতীয় বিট লবণ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ১১০ টাকা।
অপরদিকে, গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমা-ার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের নদীর পাড় থেকে ৫৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ২৮ হাজার ৮শ’ টাকা।
একইদিন শনিবার রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ি বিওপির টহল কমা-ার নায়েব সুবেদার মোক্তার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বুচিতলা গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ৬৫ কেজি ভারতীয় বিটলবণ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৯শ’ টাকা।
উদ্ধারকৃত ৮০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১২ কেজি গাঁজা ও ৩৩৮ কেজি বিটলবনের সর্বমোট মূল্য ৩ লাখ ৮৮ হাজার ৬১০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বিটলবন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস ও কাস্টমস অফিসে জমা করা হয়েছে।