ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

৩য় দিনে মেহেরপুরে সওজ শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭
  • / ৩২৪ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি: সড়ক ও জনপদ অধিপ্তরের ৭ হাজার ২শত ৬জন ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারিদেরকে ওয়ার্কচার্জড সংস্থাপন হতে নিয়মিত আনয়ন করার ৭ দফা দাবিতে ৩য় দিনে কর্মচারীর কর্মবিরতি, বিক্ষোভ , প্রতিবাদ সভা, অবস্থান ধর্মঘট পালন করেছে মেহেরপুর  জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিকরা। গতকাল মঙ্গলবার জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফ হোসেনের নেতৃত্বে অফিস কার্যালয়ে এ কর্মবিরতি পালন করা হয়। এসময় সেখানে জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ আবু শাহীন সালাউদ্দিন, সহ সভাপতি সোহেল রানা, রাশেদুল ইসলাম রনি, সাংগঠানিক সম্পাদক গহর আলী, প্রচার সম্পাদক হাতেম আলী, কোষাধ্যক্ষ আবুল বাকি জোয়ার্দ্দার, অফিস সম্পাদক আখতার আলী, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুন নুর, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য মফিজুর রহমান, , দুদ্দু শেখ, সিদ্দিক আলী, আব্দুল মান্নান, জামাল আলী, আবু তালেব, আমজাাদ হোসেনসহ সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন। অবস্থান ধর্মঘটে ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকুরির বয়সসীমা ৬০ এর স্থলে ৬২ করতে হবে, বিনা পেনশনে যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে তাদের উপযুক্ত অনুদানের ব্যবস্থ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যাচাইকৃত ২ হাজার ৬শ ৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে দ্রুততম সময়ের মধ্যে শুন্য পদের বরাবরে নিয়মিত ও অবশিষ্ট ৪ হাজার ৩শ ৯২ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে শর্ত শিথিল করে নিয়মিত প্রজ্ঞাপন/এসআরও জারী করা সহ ৭টি দাবি জানানো হয়। আগামী ১২ই নভেম্বর মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

৩য় দিনে মেহেরপুরে সওজ শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি

আপলোড টাইম : ১০:৪৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭

মেহেরপুর প্রতিনিধি: সড়ক ও জনপদ অধিপ্তরের ৭ হাজার ২শত ৬জন ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারিদেরকে ওয়ার্কচার্জড সংস্থাপন হতে নিয়মিত আনয়ন করার ৭ দফা দাবিতে ৩য় দিনে কর্মচারীর কর্মবিরতি, বিক্ষোভ , প্রতিবাদ সভা, অবস্থান ধর্মঘট পালন করেছে মেহেরপুর  জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিকরা। গতকাল মঙ্গলবার জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফ হোসেনের নেতৃত্বে অফিস কার্যালয়ে এ কর্মবিরতি পালন করা হয়। এসময় সেখানে জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ আবু শাহীন সালাউদ্দিন, সহ সভাপতি সোহেল রানা, রাশেদুল ইসলাম রনি, সাংগঠানিক সম্পাদক গহর আলী, প্রচার সম্পাদক হাতেম আলী, কোষাধ্যক্ষ আবুল বাকি জোয়ার্দ্দার, অফিস সম্পাদক আখতার আলী, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুন নুর, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য মফিজুর রহমান, , দুদ্দু শেখ, সিদ্দিক আলী, আব্দুল মান্নান, জামাল আলী, আবু তালেব, আমজাাদ হোসেনসহ সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন। অবস্থান ধর্মঘটে ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকুরির বয়সসীমা ৬০ এর স্থলে ৬২ করতে হবে, বিনা পেনশনে যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে তাদের উপযুক্ত অনুদানের ব্যবস্থ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যাচাইকৃত ২ হাজার ৬শ ৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে দ্রুততম সময়ের মধ্যে শুন্য পদের বরাবরে নিয়মিত ও অবশিষ্ট ৪ হাজার ৩শ ৯২ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে শর্ত শিথিল করে নিয়মিত প্রজ্ঞাপন/এসআরও জারী করা সহ ৭টি দাবি জানানো হয়। আগামী ১২ই নভেম্বর মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীরা।