ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

২-১ গোলের খেলায় টানটান উত্তেজনা : আজ লড়াই ফরিদপুর-রাজশাহীর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
  • / ৩৫৬ বার পড়া হয়েছে

গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ৪র্থ ম্যাচ
এগিয়ে থেকেও জয়পুরহাটের কাছে নওগাঁর করুন হার

নিজস্ব প্রতিবেদক: গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মাঠে হাজারো দর্শক; আক্রমণ যেদিকে দর্শকের সমর্থন যেন সেদিকেই। বৃষ্টি¯œাত টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দু’দলের আক্রমণ ছিল দেখার মত। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ৪র্থ ম্যাচে গতকাল সোমবার এগিয়ে থেকেও জয়পুরহাটের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে নওগাঁ জেলা একাদশ।
বিকাল ৩টা ১০ মিনিটে শুরু হওয়া ম্যাচটিতে প্রথমার্ধে কোন গোল হয়নি। ফলে একে অপরের আক্রমণ সামলে খালিহাতে বিরতিতে যেতে হয় দু’দলকেই। দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে নওগাঁ জেলা একাদশের ১২ নম্বর জার্সিধারী বড় শামিমের কর্ণার কিক কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেয় আক্রমণ ভাগের অন্যতম খেলোয়াড় রানা। জবাবে মাঠ দখলে না নিতে পারলেও ১ম গোলের ১০ মিনিটের মাথায় প্রতিপক্ষের শিবিরে পাল্টা আক্রমণ চালিয়ে দলে সমতা ফেরায় জয়পুরহাটের ২০ নম্বর জার্সিধারী ডিফেন্ডার রাঙ্গা। এরপরই উষ্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে চলতে থাকা ম্যাচটিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একটু পরপরই খেলার পটপরিবর্তনের সাথে দর্শকদের মুখে আওয়াজ শোনা যায় গোল……গোল……..গো….ও….ল। হতাশা কাটিয়ে দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে জয়পুরহাট দলের হয়ে জয়সূচক গোলটি করেন ১৭ নম্বর জার্সিধারী স্ট্রাইকার রোকন। তবে প্রথম থেকেই জয়পুরহাটকে বেশ চাপে রেখেছিল নওগাঁ একাদশ। শেষ মুহূর্তে সমতায় ফিরতে পারত তারা। কিন্তু স্ট্রাইকার সোহাগের গোলমুখে বাড়ানো ক্রসে সতীর্থ কেউই দরকারি টোকাটা দিতে পারেননি। উল্টে রাকিবের লম্বা শটে তা বারপোস্ট ছাপিয়ে দর্শক গ্যালারীতে চলে যায়। এজন্য নওগাঁকে হটিয়ে জয়পুরহাটের ঘরে জয়টি যাওয়ার আগে চৌকস গোলরক্ষক রুবেল মিয়াকে সামলাতে হয় ডজন খানেক শক্তিশালী আক্রমণ। তাই ম্যাচ সেরা খেতাবটি এদিন তাকেই দেওয়া হয়।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের টিম ম্যানেজার এবং সেরা খোলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ।
এ ছাড়াও জেলা প্রশাসনে নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার, জাতীয় গোয়েন্দা সংস্থা- চুয়াডাঙ্গা জোনের উপ-পরিচালক জাফর ইকবাল, সাবেক কৃতি ফুটবলার গিয়াসউদ্দীন পিনা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, দৈনিক সময়ের সমীকরণ’র বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ সাবেক কৃতি ফুটবলার ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একমাত্র ভেন্যু জাফরপুর-নূরনগর জেলা স্টেডিয়াম মাঠে বল গড়াবে শক্তিশালী ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী জেলা ফুটবল একাদশ। আগামী ১৭ই অক্টোবরের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নাটোরের মুখোমুখি দেখা যাবে জয়পুরহাট জেলা ফুটবল একাদশকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

২-১ গোলের খেলায় টানটান উত্তেজনা : আজ লড়াই ফরিদপুর-রাজশাহীর

আপলোড টাইম : ১২:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭

গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ৪র্থ ম্যাচ
এগিয়ে থেকেও জয়পুরহাটের কাছে নওগাঁর করুন হার

নিজস্ব প্রতিবেদক: গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মাঠে হাজারো দর্শক; আক্রমণ যেদিকে দর্শকের সমর্থন যেন সেদিকেই। বৃষ্টি¯œাত টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দু’দলের আক্রমণ ছিল দেখার মত। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ৪র্থ ম্যাচে গতকাল সোমবার এগিয়ে থেকেও জয়পুরহাটের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে নওগাঁ জেলা একাদশ।
বিকাল ৩টা ১০ মিনিটে শুরু হওয়া ম্যাচটিতে প্রথমার্ধে কোন গোল হয়নি। ফলে একে অপরের আক্রমণ সামলে খালিহাতে বিরতিতে যেতে হয় দু’দলকেই। দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে নওগাঁ জেলা একাদশের ১২ নম্বর জার্সিধারী বড় শামিমের কর্ণার কিক কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেয় আক্রমণ ভাগের অন্যতম খেলোয়াড় রানা। জবাবে মাঠ দখলে না নিতে পারলেও ১ম গোলের ১০ মিনিটের মাথায় প্রতিপক্ষের শিবিরে পাল্টা আক্রমণ চালিয়ে দলে সমতা ফেরায় জয়পুরহাটের ২০ নম্বর জার্সিধারী ডিফেন্ডার রাঙ্গা। এরপরই উষ্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে চলতে থাকা ম্যাচটিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একটু পরপরই খেলার পটপরিবর্তনের সাথে দর্শকদের মুখে আওয়াজ শোনা যায় গোল……গোল……..গো….ও….ল। হতাশা কাটিয়ে দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে জয়পুরহাট দলের হয়ে জয়সূচক গোলটি করেন ১৭ নম্বর জার্সিধারী স্ট্রাইকার রোকন। তবে প্রথম থেকেই জয়পুরহাটকে বেশ চাপে রেখেছিল নওগাঁ একাদশ। শেষ মুহূর্তে সমতায় ফিরতে পারত তারা। কিন্তু স্ট্রাইকার সোহাগের গোলমুখে বাড়ানো ক্রসে সতীর্থ কেউই দরকারি টোকাটা দিতে পারেননি। উল্টে রাকিবের লম্বা শটে তা বারপোস্ট ছাপিয়ে দর্শক গ্যালারীতে চলে যায়। এজন্য নওগাঁকে হটিয়ে জয়পুরহাটের ঘরে জয়টি যাওয়ার আগে চৌকস গোলরক্ষক রুবেল মিয়াকে সামলাতে হয় ডজন খানেক শক্তিশালী আক্রমণ। তাই ম্যাচ সেরা খেতাবটি এদিন তাকেই দেওয়া হয়।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের টিম ম্যানেজার এবং সেরা খোলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ।
এ ছাড়াও জেলা প্রশাসনে নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার, জাতীয় গোয়েন্দা সংস্থা- চুয়াডাঙ্গা জোনের উপ-পরিচালক জাফর ইকবাল, সাবেক কৃতি ফুটবলার গিয়াসউদ্দীন পিনা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, দৈনিক সময়ের সমীকরণ’র বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ সাবেক কৃতি ফুটবলার ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একমাত্র ভেন্যু জাফরপুর-নূরনগর জেলা স্টেডিয়াম মাঠে বল গড়াবে শক্তিশালী ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী জেলা ফুটবল একাদশ। আগামী ১৭ই অক্টোবরের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নাটোরের মুখোমুখি দেখা যাবে জয়পুরহাট জেলা ফুটবল একাদশকে।