ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

২৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
  • / ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে দর্শনা থানার সুলতানপুর গ্রামের একটি কাঠাল বাগান থেকে তাঁকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম ওরফে আমিন (৪০) দর্শনা থানার সুলতানপুর গ্রামের হক মোহাম্মদের ছেলে। এ ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ একটি মামলা করেছে গোয়েন্দা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার সুলতানপুরের খোকনের কাঠাল বাগানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম ওরফে আমিনকে আটক করা হয় এবং অপর এক সহযোগী মাদক ব্যবসায়ী পালিয়ে যান। পরে আমিনের কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে গোয়েন্দা পুলিশ।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুলতানপুরে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেনসিডিলসহ আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে একটি মামলা করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

২৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড টাইম : ১০:৩৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে দর্শনা থানার সুলতানপুর গ্রামের একটি কাঠাল বাগান থেকে তাঁকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম ওরফে আমিন (৪০) দর্শনা থানার সুলতানপুর গ্রামের হক মোহাম্মদের ছেলে। এ ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ একটি মামলা করেছে গোয়েন্দা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার সুলতানপুরের খোকনের কাঠাল বাগানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম ওরফে আমিনকে আটক করা হয় এবং অপর এক সহযোগী মাদক ব্যবসায়ী পালিয়ে যান। পরে আমিনের কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে গোয়েন্দা পুলিশ।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুলতানপুরে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেনসিডিলসহ আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে একটি মামলা করে।