ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

১ লাখ ৩৬ হাজার শিশুকে ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন
প্রতিবেদক, হাসপাতাল: চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. খায়রুল আলম ভিটামিন ক্যাম্পেইনের ব্রিফিং উদ্বোধন করেন। আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৩৫ হাজার ৭৬৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সভায় জানানো হয়েছে।
গণমাধ্যমকর্মীদের সাথে ব্রিফিংয়ে অংশগ্রহন করেন সিভিল সার্জন ডা. খায়রুল আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. আব্দুল্লাহ সাজিদ ইমাম, ইপিআই সুপাররেন্টেন্ড আব্দুল ওহাব, স্বাস্থ্য কর্মকর্তা রবজেল হোসেন এবং জেলা স্যানিটারী পরিদর্শক গোলাম ফারুক। এ সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাবেক সভাপতি আজাদ মালিতা ও সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলামসহ সাংবাদিকরা অংশগ্রহন করেন।
সিভিল সার্জন ডা. খায়রুল আলম বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর সময় কোন সমস্যা হলে প্রথমেই স্বাস্থ্য বিভাগের নজরে আনার অনুরোধ করেন। বিষয়টি স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
চুয়াডাঙ্গা জেলায় মোট জনসংখ্যা রয়েছে ১২ লাখ ৩৪ হাজার ৯৫৮ জন। ভিটামিন এ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৭৬৪ জন শিশুকে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৫ হাজার ৬৬২ জন শিশুকে নীল রঙের এবং ১ থেকে ৫ বছর বয়সী ১ লাখ ২০ হাজার ১০২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। ভিটামিনের মুখ কেটে খাওয়াতে হবে। এজন্য মোট ৯৬৯টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৮৮৮টি আউটরিচ কেন্দ্র রয়েছে। স্থায়ী কেন্দ্র রয়েছে ৭টি, অতিরিক্ত কেন্দ্র ১৯টি, ভ্রাম্যমাণ কেন্দ্র ২০টি কাজ করবে। একাজে সহযোগিতা করবেন স্বাস্থ্য সহকারী ১৪২ জন, পরিবার পরিকল্পনা সহকারী ১৪৮ জন, স্বেচ্ছাসেবক ১৮৬৮ জন এবং ১ম সারির তত্ত্বাবধায়ক ১১৩ জন।
জেলা ইপিআই তত্ত্বাবধায়ক আব্দুল ওহাব জানান, আগামী ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা পৌরসভায় আনুষ্ঠানিকভাবে ভিটামিন কার্যক্রমের উদ্বোধন করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

১ লাখ ৩৬ হাজার শিশুকে ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে

আপলোড টাইম : ১০:৩৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯

চুয়াডাঙ্গায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন
প্রতিবেদক, হাসপাতাল: চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. খায়রুল আলম ভিটামিন ক্যাম্পেইনের ব্রিফিং উদ্বোধন করেন। আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৩৫ হাজার ৭৬৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সভায় জানানো হয়েছে।
গণমাধ্যমকর্মীদের সাথে ব্রিফিংয়ে অংশগ্রহন করেন সিভিল সার্জন ডা. খায়রুল আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. আব্দুল্লাহ সাজিদ ইমাম, ইপিআই সুপাররেন্টেন্ড আব্দুল ওহাব, স্বাস্থ্য কর্মকর্তা রবজেল হোসেন এবং জেলা স্যানিটারী পরিদর্শক গোলাম ফারুক। এ সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাবেক সভাপতি আজাদ মালিতা ও সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলামসহ সাংবাদিকরা অংশগ্রহন করেন।
সিভিল সার্জন ডা. খায়রুল আলম বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর সময় কোন সমস্যা হলে প্রথমেই স্বাস্থ্য বিভাগের নজরে আনার অনুরোধ করেন। বিষয়টি স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
চুয়াডাঙ্গা জেলায় মোট জনসংখ্যা রয়েছে ১২ লাখ ৩৪ হাজার ৯৫৮ জন। ভিটামিন এ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৭৬৪ জন শিশুকে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৫ হাজার ৬৬২ জন শিশুকে নীল রঙের এবং ১ থেকে ৫ বছর বয়সী ১ লাখ ২০ হাজার ১০২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। ভিটামিনের মুখ কেটে খাওয়াতে হবে। এজন্য মোট ৯৬৯টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৮৮৮টি আউটরিচ কেন্দ্র রয়েছে। স্থায়ী কেন্দ্র রয়েছে ৭টি, অতিরিক্ত কেন্দ্র ১৯টি, ভ্রাম্যমাণ কেন্দ্র ২০টি কাজ করবে। একাজে সহযোগিতা করবেন স্বাস্থ্য সহকারী ১৪২ জন, পরিবার পরিকল্পনা সহকারী ১৪৮ জন, স্বেচ্ছাসেবক ১৮৬৮ জন এবং ১ম সারির তত্ত্বাবধায়ক ১১৩ জন।
জেলা ইপিআই তত্ত্বাবধায়ক আব্দুল ওহাব জানান, আগামী ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা পৌরসভায় আনুষ্ঠানিকভাবে ভিটামিন কার্যক্রমের উদ্বোধন করা হবে।