ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

১৫ ঘন্টা পর চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে যান চলাচল স্বাভাবিক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪০:০২ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭
  • / ৩৪২ বার পড়া হয়েছে

দর্শনা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের দর্শনা ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে প্রায় ১৫ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে জন-সাধারণের চরম দুভোর্গ পোহাতে হয়। পরে গতকাল দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
দর্শনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার (এসও) ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের সময় হটাৎ বিকট শব্দ শুনে দ্রুত ফায়ার ষ্টেশন থেকে বেরিয়ে দেখতে পায় দর্শনা তালতলা ব্রীজের নিকট বাঁশ বোঝাই ট্রাক (যশোর ট-০৭২০) ও ধান বোঝাই ট্রাকের (যশোর-ট-০৩৮৯) মুখোমুখি সংঘর্ষে মহা-সড়কের উপর উল্টে গিয়ে মহা-সড়ক ব্লক হয়ে যায়। এসময় আমাদের ফায়ায় সর্ভিসের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ট্রাকের ড্রাইভার আলতাফ হোসেন (৫০), হেলপার রাসেলসহ (২৫) ৪ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। রাত থেকে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে। এরপর সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলা নিবার্হী অফিসার রফিকুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মহসড়ক থেকে ট্রাক দুইট সরিয়ে ফেলার নির্দেশ দিলে বেলা সাড়ে ১০টার দিকে ট্রাক দুইটি উদ্ধার কাজ শুরু করে পৌনে ১টার দিকে সড়ক থেকে ট্রাক সরিয়ে নেয়ার পর যানবহন চলাচল স্বাভাবিক হয়। ট্রাক দুইটি সরাতে দেরী হওয়ায় চুয়াডাঙ্গা-দর্শনা মহসড়কে প্রায় ১৫ ঘন্টা ধরে যানবহন চলাচল বন্ধ থাকে বলে জানা গেছে। চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে যানবহন বন্ধ থাকায় দর্শনার পরানপুর-লোকনাথপুর সড়ক দিয়ে চলাচল করতে দেখা যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

১৫ ঘন্টা পর চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে যান চলাচল স্বাভাবিক

আপলোড টাইম : ১১:৪০:০২ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭

দর্শনা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের দর্শনা ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে প্রায় ১৫ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে জন-সাধারণের চরম দুভোর্গ পোহাতে হয়। পরে গতকাল দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
দর্শনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার (এসও) ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের সময় হটাৎ বিকট শব্দ শুনে দ্রুত ফায়ার ষ্টেশন থেকে বেরিয়ে দেখতে পায় দর্শনা তালতলা ব্রীজের নিকট বাঁশ বোঝাই ট্রাক (যশোর ট-০৭২০) ও ধান বোঝাই ট্রাকের (যশোর-ট-০৩৮৯) মুখোমুখি সংঘর্ষে মহা-সড়কের উপর উল্টে গিয়ে মহা-সড়ক ব্লক হয়ে যায়। এসময় আমাদের ফায়ায় সর্ভিসের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ট্রাকের ড্রাইভার আলতাফ হোসেন (৫০), হেলপার রাসেলসহ (২৫) ৪ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। রাত থেকে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে। এরপর সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলা নিবার্হী অফিসার রফিকুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মহসড়ক থেকে ট্রাক দুইট সরিয়ে ফেলার নির্দেশ দিলে বেলা সাড়ে ১০টার দিকে ট্রাক দুইটি উদ্ধার কাজ শুরু করে পৌনে ১টার দিকে সড়ক থেকে ট্রাক সরিয়ে নেয়ার পর যানবহন চলাচল স্বাভাবিক হয়। ট্রাক দুইটি সরাতে দেরী হওয়ায় চুয়াডাঙ্গা-দর্শনা মহসড়কে প্রায় ১৫ ঘন্টা ধরে যানবহন চলাচল বন্ধ থাকে বলে জানা গেছে। চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে যানবহন বন্ধ থাকায় দর্শনার পরানপুর-লোকনাথপুর সড়ক দিয়ে চলাচল করতে দেখা যায়।