ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

১৩৮ বোতল ফেনসিডিল ও ৩০ হাজার টাকাসহ শুকুর আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
  • / ২০৮ বার পড়া হয়েছে

জীবননগর ভাই ভাই মার্কেটে অবস্থিত ফয়সালের অফিসে র‌্যাবের অভিযান
জীবননগর অফিস:
জীবননগরে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিল ও নগদ ৩০ হাজারসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত যুবকের নাম শুকুর আলী। সে জীবননগর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের শওকত আলীর ছেলে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মাসুদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় জীবননগর পৌর শহরের ভাই ভাই মার্কেটের ব্যবসায়ী ও পৌর যুবলীগের সহ-সভাপতি ফয়সালের অফিস কক্ষে অভিযান পরিচালনা করে। এ সময় অফিস কক্ষের ভিতর থেকে ১৩৮ বোতল ফেনসিডিল ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করাসহ আটক করা হয় ফয়সালের দোকানের কর্মচারী শুকুর আলীকে।
এ ব্যাপারে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মাসুদ আলম বলেন, বেশ কিছুদিন যাবৎ ফয়সালের নিকট থেকে ক্রেতা সেজে ফেনসিডিল ক্রয় করা হয়। একইভাবে গত সোমবার ফেনসিডিল নেওয়ার কথা বললে সে আসতে বলে এবং তার দোকানে থাকা কর্মচারীর নিকট থেকে ফেনসিডিল নিয়ে যেতে বলে। এ সময় র‌্যাবের সদস্যরা তার নিকট ফেনসিডিল নিতে আসলে দোকানের কর্মচারী শুকুর আলীকে ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে ফয়সালের ব্যক্তিগত অফিস ও তার মার্কেটের ছাদের উপর অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রি করার নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এদিকে, ঘটনাস্থল থেকে র‌্যাব দু’টি মোটরসাইকেল উদ্ধার করলেও জীবননগর থানার এএসআই বিশ্বনাথ ও এএসআই মাসুদ একটি মোটরসাইকেল তাদের দাবি করে সেখান থেকে মোটরসাইকেলটি নিয়ে যায়।
এ ঘটনায় মোটরসাইকেল মালিক ওই পুলিশ সদস্যের কোন সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখতে দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেলকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম (বার)। তিনি আরও বলেন, তদন্তে কোন প্রকার জড়িত থাকার প্রমাণ পেলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

১৩৮ বোতল ফেনসিডিল ও ৩০ হাজার টাকাসহ শুকুর আটক

আপলোড টাইম : ১১:২৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯

জীবননগর ভাই ভাই মার্কেটে অবস্থিত ফয়সালের অফিসে র‌্যাবের অভিযান
জীবননগর অফিস:
জীবননগরে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিল ও নগদ ৩০ হাজারসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত যুবকের নাম শুকুর আলী। সে জীবননগর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের শওকত আলীর ছেলে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মাসুদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় জীবননগর পৌর শহরের ভাই ভাই মার্কেটের ব্যবসায়ী ও পৌর যুবলীগের সহ-সভাপতি ফয়সালের অফিস কক্ষে অভিযান পরিচালনা করে। এ সময় অফিস কক্ষের ভিতর থেকে ১৩৮ বোতল ফেনসিডিল ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করাসহ আটক করা হয় ফয়সালের দোকানের কর্মচারী শুকুর আলীকে।
এ ব্যাপারে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মাসুদ আলম বলেন, বেশ কিছুদিন যাবৎ ফয়সালের নিকট থেকে ক্রেতা সেজে ফেনসিডিল ক্রয় করা হয়। একইভাবে গত সোমবার ফেনসিডিল নেওয়ার কথা বললে সে আসতে বলে এবং তার দোকানে থাকা কর্মচারীর নিকট থেকে ফেনসিডিল নিয়ে যেতে বলে। এ সময় র‌্যাবের সদস্যরা তার নিকট ফেনসিডিল নিতে আসলে দোকানের কর্মচারী শুকুর আলীকে ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে ফয়সালের ব্যক্তিগত অফিস ও তার মার্কেটের ছাদের উপর অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রি করার নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এদিকে, ঘটনাস্থল থেকে র‌্যাব দু’টি মোটরসাইকেল উদ্ধার করলেও জীবননগর থানার এএসআই বিশ্বনাথ ও এএসআই মাসুদ একটি মোটরসাইকেল তাদের দাবি করে সেখান থেকে মোটরসাইকেলটি নিয়ে যায়।
এ ঘটনায় মোটরসাইকেল মালিক ওই পুলিশ সদস্যের কোন সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখতে দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেলকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম (বার)। তিনি আরও বলেন, তদন্তে কোন প্রকার জড়িত থাকার প্রমাণ পেলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।