ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

১শ’৮ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ : আটক-৬

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯
  • / ৩৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশের পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জেলার বিভিন্ন স্থান থেকে পৃথক সময়ে তাদের আটক করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১শ’ ৮ বোতল ফেনসিডিল ও ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- শরিফুল ইসলাম শরিফ (৪০), রমজান আলী (৩০), সাইফুল ইসলাম (২৮), ফজলে রাব্বি (২০), আজমল (২০) ও তুহিনুল ইসলাম (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জনাতে পারে, চুয়াডাঙ্গা শহরতলী আলুকদিয়া বাজার এলাকায় বিসমিল্লাহ ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে বেশ কিছু ফেনসিডিলসহ দুইজন ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই জসিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার রিয়াদ নামে ওই প্রতিষ্ঠানের মালিক পালিয়ে গেলেও সাজ্জাদ হোসেনের ছেলে তুহিনুল ইসলামকে আটক করা হয়। এসময় ওই গোডাউন তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে থেকে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গতকাল বিকাল ৪টার পর দামুড়হুদা উপজেলার ছয়ঘরীয়া গ্রামে জনৈক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার রবিউল ইসলামের ছেলে সাইফুল ইসলামকে আমদানি ও বিক্রয় নিষিদ্ধ ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করেন। এছাড়াও গতকাল রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসলাম পারভেজসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা পৌর কলেজ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রেলপাড়ার শেখ নাহিদ হোসেনেরে ছেলে ফজলে রাব্বি ও পৌর কলেজপাড়ার রাইহান আলীর ছেলে আজমলকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করেন।
এর আগে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স গতকাল ২টার পর দামুড়হুদা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথিমিক বিদ্যালয়ের সামনে থেকে জয়রামপুর বাগানী পাড়ার শাহাদৎ হোসেনের ছেলে শরিফুল ইসলামকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করেন। পরে বিকাল ৫টার দিকে কাঁঠালতলা রাস্তার উপর থেকে জয়রামপুর নতুন পাড়ার সবুর মন্ডলের ছেলে রমজান আলীকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে গ্রেফতারকৃত এসকল আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ এসকল আসামীদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় থানা পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

১শ’৮ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ : আটক-৬

আপলোড টাইম : ১১:২১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯

চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশের পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জেলার বিভিন্ন স্থান থেকে পৃথক সময়ে তাদের আটক করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১শ’ ৮ বোতল ফেনসিডিল ও ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- শরিফুল ইসলাম শরিফ (৪০), রমজান আলী (৩০), সাইফুল ইসলাম (২৮), ফজলে রাব্বি (২০), আজমল (২০) ও তুহিনুল ইসলাম (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জনাতে পারে, চুয়াডাঙ্গা শহরতলী আলুকদিয়া বাজার এলাকায় বিসমিল্লাহ ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে বেশ কিছু ফেনসিডিলসহ দুইজন ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই জসিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার রিয়াদ নামে ওই প্রতিষ্ঠানের মালিক পালিয়ে গেলেও সাজ্জাদ হোসেনের ছেলে তুহিনুল ইসলামকে আটক করা হয়। এসময় ওই গোডাউন তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে থেকে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গতকাল বিকাল ৪টার পর দামুড়হুদা উপজেলার ছয়ঘরীয়া গ্রামে জনৈক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার রবিউল ইসলামের ছেলে সাইফুল ইসলামকে আমদানি ও বিক্রয় নিষিদ্ধ ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করেন। এছাড়াও গতকাল রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসলাম পারভেজসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা পৌর কলেজ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রেলপাড়ার শেখ নাহিদ হোসেনেরে ছেলে ফজলে রাব্বি ও পৌর কলেজপাড়ার রাইহান আলীর ছেলে আজমলকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করেন।
এর আগে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স গতকাল ২টার পর দামুড়হুদা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথিমিক বিদ্যালয়ের সামনে থেকে জয়রামপুর বাগানী পাড়ার শাহাদৎ হোসেনের ছেলে শরিফুল ইসলামকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করেন। পরে বিকাল ৫টার দিকে কাঁঠালতলা রাস্তার উপর থেকে জয়রামপুর নতুন পাড়ার সবুর মন্ডলের ছেলে রমজান আলীকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে গ্রেফতারকৃত এসকল আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ এসকল আসামীদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় থানা পুলিশ।