ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হয়নি পরিস্কার : আবর্জনার দুর্গন্ধে অতিষ্ট জনজীবন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭
  • / ৩৩৪ বার পড়া হয়েছে

দর্শনা তেঁতুলতলার পৌর ডাস্টবিনটি দেড় বছরেও

ওয়াসিম রয়েল: দর্শনা পৌরসভার উদ্যোগে শহর পরিষ্কার পরিছন্নতা রাখার উদ্যেশ্যে পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয় ২নং ওয়ার্ডের হল্ট চাঁদপুর তেঁতুলতলা মেইন সড়ক সংলগ্ন পৌর ডাস্টবিনটি। কিন্তু দেড়বছরেও এ ডাস্টবিনটি পরিস্কার করা হয়নি। ময়লা আবর্জনার পচা দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে এলাকার জনজীবন।
দর্শনা থেকে হিজলগাড়ী যাওয়ার অভিমুখে তেঁতুলতলা সংলগ্ন মেইন সড়কের পাশে নির্মিত পৌর ডাস্টবিনটি দির্ঘ দেড় বছরে পরিস্কার হয়নি। এলাকাবাসী জানায়, বিগত দিনে ১ থেকে ২ মাস পরপর এ ডাস্টবিনটি পরিস্কার করা হতো। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ডাসবিনটি পরিস্কার না করায় পৌরসভার নির্দেশে নির্ধারিত স্থানে এলাকাবাসী ময়লা আবর্জনা ফেলতে ফেলতে ডাস্টবিনটি তো ভরেই গেছে, তাছাড়া সড়কে বেশকিছু জায়গা জুড়ে ময়লা আবর্জনার স্তুপ গড়ে উঠেছে।
এছাড়া টানা বর্ষার মৌসুমে ওই স্থানে পানি পড়ে আবর্জনা পচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। যার ফলে পার্শবর্তী এলাকায় বসবাসকারী মানুষের জনজীবন হয়ে পড়েছে অতিষ্ঠ। এ বিষয়ে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সায়াকুল আলম অপু বলেন, বিষয়টি আমি দেখেছি। পৌরসভার আবর্জনা ফেলার মিনি ট্রাকটি বিকল হয়ে জীবননগরে মেরামত করা হচ্ছে। মেরামত শেষে ট্রাকটি দর্শনায় আসলে সর্বপ্রথম এ কাজটি করার কথা বলেছেন পৌর মেয়র মতিয়ার রহমান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হয়নি পরিস্কার : আবর্জনার দুর্গন্ধে অতিষ্ট জনজীবন

আপলোড টাইম : ১১:২৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭

দর্শনা তেঁতুলতলার পৌর ডাস্টবিনটি দেড় বছরেও

ওয়াসিম রয়েল: দর্শনা পৌরসভার উদ্যোগে শহর পরিষ্কার পরিছন্নতা রাখার উদ্যেশ্যে পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয় ২নং ওয়ার্ডের হল্ট চাঁদপুর তেঁতুলতলা মেইন সড়ক সংলগ্ন পৌর ডাস্টবিনটি। কিন্তু দেড়বছরেও এ ডাস্টবিনটি পরিস্কার করা হয়নি। ময়লা আবর্জনার পচা দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে এলাকার জনজীবন।
দর্শনা থেকে হিজলগাড়ী যাওয়ার অভিমুখে তেঁতুলতলা সংলগ্ন মেইন সড়কের পাশে নির্মিত পৌর ডাস্টবিনটি দির্ঘ দেড় বছরে পরিস্কার হয়নি। এলাকাবাসী জানায়, বিগত দিনে ১ থেকে ২ মাস পরপর এ ডাস্টবিনটি পরিস্কার করা হতো। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ডাসবিনটি পরিস্কার না করায় পৌরসভার নির্দেশে নির্ধারিত স্থানে এলাকাবাসী ময়লা আবর্জনা ফেলতে ফেলতে ডাস্টবিনটি তো ভরেই গেছে, তাছাড়া সড়কে বেশকিছু জায়গা জুড়ে ময়লা আবর্জনার স্তুপ গড়ে উঠেছে।
এছাড়া টানা বর্ষার মৌসুমে ওই স্থানে পানি পড়ে আবর্জনা পচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। যার ফলে পার্শবর্তী এলাকায় বসবাসকারী মানুষের জনজীবন হয়ে পড়েছে অতিষ্ঠ। এ বিষয়ে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সায়াকুল আলম অপু বলেন, বিষয়টি আমি দেখেছি। পৌরসভার আবর্জনা ফেলার মিনি ট্রাকটি বিকল হয়ে জীবননগরে মেরামত করা হচ্ছে। মেরামত শেষে ট্রাকটি দর্শনায় আসলে সর্বপ্রথম এ কাজটি করার কথা বলেছেন পৌর মেয়র মতিয়ার রহমান।