ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হুমকির মুখে বুমরাহ’র ক্যারিয়ার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
  • / ৩২০ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: আসন্ন বিশ্বকাপে ভারতীয় বোলিংয়ের অন্যতম শক্তির নাম নিঃসন্দেহে জশপ্রীত বুমরাহ। সাম্প্রিতককালে ভারতের সাফল্যের অন্যতম কারিগর ২৫ বছর বয়সী এই পেসার। শুরুর দিকেই বুমবার ‘অদ্ভুত’ বোলিং অ্যাকশন নিয়ে নানা কথা বলেছিলেন সমালোচকরা। নিন্দুকদের ভুল প্রমান করে বাইশ গজে স্বমহিমায় এই আলাদা বোলিং অ্যাকশন নিয়ে এগিয়ে চলেছেন বুমরাহ। কিন্তু যে কোনও সময়ে চোটের কবলে পড়তে পারেন বুমরাহ। শুধুমাত্র এই ধরণের বোলিং অ্যাকশনের জন্য। বোলিং করার সময় বুমরাহর পা সোজা মাটিতে গিয়ে পড়ে, কোনও রকম ভাঁজ হয় না। তার ফলে হাঁটু এবং শিরদাঁড়ায় চাপ পড়ছে। ফলে শিরদাঁড়া ও কোমরের দিকে চোট প্রবণতা বাড়তে পারে বুমরাহর। লাম্বার ভার্টিব্রায় অর্থাৎ রিপকেজ এবং পেলভিসের মধ্যে পাঁচটি ভার্টিব্রায় চোট পেতে পারেন বুমরাহ। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার ক্রীড়াবিজ্ঞানী সিমোন ফেরোস। ভিক্টোরিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিজ্ঞানী সিমোন ফেরোস এবং ফিজিওথেরাপিস্ট জন গ্লস্টার দুজনেই বুমরাহর বোলিং অ্যাকশন খুঁটিয়ে দেখার পরেই এমন মন্তব্য করেছেন। বুমরার বোলিং অ্যাকশন নিয়ে খুঁটিয়ে গবেষণা করার পর ফেরোস বলেন, “ফ্রন্ট ফুট লাইনের অনেকটা বাইরে থেকে হাত টেনে এনে বল রিলিজ করে বুমরাহ। ডান হাতি ব্যাটসম্যানের কাছে যা ইনসুইং হয়ে দাঁড়ায়। কিছু কিছু ক্ষেত্রে বাড়িতি সুইং আদায় করার জন্য বুমরা গোটা শরীরকে ৪৫ ডিগ্রি বাঁকিয়েও বল ছাড়ে। আর এটা করতে গিয়েই মেরুদন্ডের লাম্বার অংশে চোট পাওয়ার সম্ভাবনা বাড়াচ্ছে বুমরাহ।”

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হুমকির মুখে বুমরাহ’র ক্যারিয়ার

আপলোড টাইম : ০৯:০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯

খেলাধুলা ডেস্ক: আসন্ন বিশ্বকাপে ভারতীয় বোলিংয়ের অন্যতম শক্তির নাম নিঃসন্দেহে জশপ্রীত বুমরাহ। সাম্প্রিতককালে ভারতের সাফল্যের অন্যতম কারিগর ২৫ বছর বয়সী এই পেসার। শুরুর দিকেই বুমবার ‘অদ্ভুত’ বোলিং অ্যাকশন নিয়ে নানা কথা বলেছিলেন সমালোচকরা। নিন্দুকদের ভুল প্রমান করে বাইশ গজে স্বমহিমায় এই আলাদা বোলিং অ্যাকশন নিয়ে এগিয়ে চলেছেন বুমরাহ। কিন্তু যে কোনও সময়ে চোটের কবলে পড়তে পারেন বুমরাহ। শুধুমাত্র এই ধরণের বোলিং অ্যাকশনের জন্য। বোলিং করার সময় বুমরাহর পা সোজা মাটিতে গিয়ে পড়ে, কোনও রকম ভাঁজ হয় না। তার ফলে হাঁটু এবং শিরদাঁড়ায় চাপ পড়ছে। ফলে শিরদাঁড়া ও কোমরের দিকে চোট প্রবণতা বাড়তে পারে বুমরাহর। লাম্বার ভার্টিব্রায় অর্থাৎ রিপকেজ এবং পেলভিসের মধ্যে পাঁচটি ভার্টিব্রায় চোট পেতে পারেন বুমরাহ। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার ক্রীড়াবিজ্ঞানী সিমোন ফেরোস। ভিক্টোরিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিজ্ঞানী সিমোন ফেরোস এবং ফিজিওথেরাপিস্ট জন গ্লস্টার দুজনেই বুমরাহর বোলিং অ্যাকশন খুঁটিয়ে দেখার পরেই এমন মন্তব্য করেছেন। বুমরার বোলিং অ্যাকশন নিয়ে খুঁটিয়ে গবেষণা করার পর ফেরোস বলেন, “ফ্রন্ট ফুট লাইনের অনেকটা বাইরে থেকে হাত টেনে এনে বল রিলিজ করে বুমরাহ। ডান হাতি ব্যাটসম্যানের কাছে যা ইনসুইং হয়ে দাঁড়ায়। কিছু কিছু ক্ষেত্রে বাড়িতি সুইং আদায় করার জন্য বুমরা গোটা শরীরকে ৪৫ ডিগ্রি বাঁকিয়েও বল ছাড়ে। আর এটা করতে গিয়েই মেরুদন্ডের লাম্বার অংশে চোট পাওয়ার সম্ভাবনা বাড়াচ্ছে বুমরাহ।”