ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ণমিলনীকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
  • / ৩৫৮ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগর হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ে পুর্ণমিলনীকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে জীবননগরে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের হবি বিশ্বাসের ছেলে সাব্বির আহম্মেদ (২৮) জীবননগর বাজারে আসে। এ সময় জীবননগর আশতলা পাড়ার শাহাজামালের ছেলে মুরাদ (১৮) জামাল হোসেনের ছেলে ইব্রাহিম (২২) সহ অজ্ঞাত বেশ কয়েকজন তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করতে থাকে। এক পর্যায় সাব্বির জীবন বাঁচাতে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে এবং সাব্বিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। এ ব্যাপারে আহত সাব্বির অভিযোগ করে বলেন, হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ে পুর্ণমিলনী অনুষ্ঠানে ওরা দুইজন মাতাল অবস্থায় স্কুলে গান শুনতে যায় এবং সেখানে সাধারন জনগনের সাথে অসদাচরন করে এবং গালিগালাজ করে। এমনকি স্থানীয় লোকজন তাদের নিষেধ করলে তাদের মারধর করতে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেয়। সেই সুত্রে তারা আমাকে মারধর করে। এ ব্যাপারে মুরাদ ও ইব্রাহিমের সাথে কথা বললে তারা বলেন, আমরা কোন মাতাল ছিলাম না। ওরা কমিটিতে যারা ছিল তারা বলেছিল নামীদামী শিল্প আনবে অথচ সেখানে কোন নামীদামী শিল্পী আনেনি। তা হলে যে শিল্পীদের আনার জন্য এত টাকা তুললো সেই টাকা কোথায় গেল? এই কথা বললে সাব্বিরসহ ওই কমিটির দায়িত্বরত যারা ছিল তারা আমাদের মারধর করে। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, বুধবার দুপুরে একজনকে পিটিয়ে জখম করার ঘটনায় এ বিষয়ে বিকালে হাসাদহ গ্রামের হবি বিশ্বাস বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠান এবং শিল্পীদের আনা নিয়ে জনসাধারনের মধ্যে একটি আলোচনা সমলোচনা সৃষ্টি হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ণমিলনীকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে জখম

আপলোড টাইম : ০৯:২৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮

জীবননগর অফিস: জীবননগর হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ে পুর্ণমিলনীকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে জীবননগরে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের হবি বিশ্বাসের ছেলে সাব্বির আহম্মেদ (২৮) জীবননগর বাজারে আসে। এ সময় জীবননগর আশতলা পাড়ার শাহাজামালের ছেলে মুরাদ (১৮) জামাল হোসেনের ছেলে ইব্রাহিম (২২) সহ অজ্ঞাত বেশ কয়েকজন তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করতে থাকে। এক পর্যায় সাব্বির জীবন বাঁচাতে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে এবং সাব্বিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। এ ব্যাপারে আহত সাব্বির অভিযোগ করে বলেন, হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ে পুর্ণমিলনী অনুষ্ঠানে ওরা দুইজন মাতাল অবস্থায় স্কুলে গান শুনতে যায় এবং সেখানে সাধারন জনগনের সাথে অসদাচরন করে এবং গালিগালাজ করে। এমনকি স্থানীয় লোকজন তাদের নিষেধ করলে তাদের মারধর করতে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেয়। সেই সুত্রে তারা আমাকে মারধর করে। এ ব্যাপারে মুরাদ ও ইব্রাহিমের সাথে কথা বললে তারা বলেন, আমরা কোন মাতাল ছিলাম না। ওরা কমিটিতে যারা ছিল তারা বলেছিল নামীদামী শিল্প আনবে অথচ সেখানে কোন নামীদামী শিল্পী আনেনি। তা হলে যে শিল্পীদের আনার জন্য এত টাকা তুললো সেই টাকা কোথায় গেল? এই কথা বললে সাব্বিরসহ ওই কমিটির দায়িত্বরত যারা ছিল তারা আমাদের মারধর করে। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, বুধবার দুপুরে একজনকে পিটিয়ে জখম করার ঘটনায় এ বিষয়ে বিকালে হাসাদহ গ্রামের হবি বিশ্বাস বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠান এবং শিল্পীদের আনা নিয়ে জনসাধারনের মধ্যে একটি আলোচনা সমলোচনা সৃষ্টি হয়েছে।