ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হার্ট অ্যাটাকে নয়, পানিতে ডুবে শ্রীদেবীর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩৭৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বরেণ্য অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে। শনিবার দুবাইয়ের একটি হোটেলের বাথরুমের বাথটাব থেকে অচেতন অবস্থায় শ্রীদেবীকে উদ্ধার করেন তার স্বামী বনি কাপুর। গতকাল সোমবার শ্রীদেবীর মরদেহ মুম্বাই নিয়ে আসার কথা রয়েছে। শ্রীদেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রাথমিকভাবে ভারতীয় গণমাধ্যমগুলোতে শ্রীদেবীর দেবর সঞ্জয় কাপুরের বরাতে জানানো হয়েছিল হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন অভিনেত্রী শ্রীদেবী। সংযুক্ত আরব আমিরাতে ইংরেজি ভাষায় প্রকাশিত সর্বাধিক জনপ্রিয় পত্রিকা খালিজ টাইমস- ফরেনসিক রিপোর্টের সূত্র উল্লেখ করে জানিয়েছে পানিতে ডুবে শ্রীদেবীর মৃত্যু হয়। খালিজ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, দুবাইতে ময়নাতদন্ত করার পরে ফরেন্সিক রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, হোটেলের বাথটাবে দুর্ঘটনাবশত পানিতে আটকে গিয়েই মৃত্যু হয়েছে শ্রীদেবীর। বাথটাবে আটকে যাওয়ার কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কি না, বা হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে তিনি পানি ডুবে যান কি না, তা স্পষ্ট নয় এখনও। এছাড়াও ফরেন্সিক রিপোর্টের দাবি, শ্রীদেবীর রক্তে মদের নমুনা পাওয়া গিয়েছে। যদিও ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, বাথটাবে আটকে গেলেও এর পিছনে কোনো অসৎ বা খুনের উদ্দেশ্য ছিল না। পুরোটাই দুর্ঘটনা বলে জানিয়েছেন তারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হার্ট অ্যাটাকে নয়, পানিতে ডুবে শ্রীদেবীর মৃত্যু

আপলোড টাইম : ০৯:২৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

বিনোদন ডেস্ক: বরেণ্য অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে। শনিবার দুবাইয়ের একটি হোটেলের বাথরুমের বাথটাব থেকে অচেতন অবস্থায় শ্রীদেবীকে উদ্ধার করেন তার স্বামী বনি কাপুর। গতকাল সোমবার শ্রীদেবীর মরদেহ মুম্বাই নিয়ে আসার কথা রয়েছে। শ্রীদেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রাথমিকভাবে ভারতীয় গণমাধ্যমগুলোতে শ্রীদেবীর দেবর সঞ্জয় কাপুরের বরাতে জানানো হয়েছিল হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন অভিনেত্রী শ্রীদেবী। সংযুক্ত আরব আমিরাতে ইংরেজি ভাষায় প্রকাশিত সর্বাধিক জনপ্রিয় পত্রিকা খালিজ টাইমস- ফরেনসিক রিপোর্টের সূত্র উল্লেখ করে জানিয়েছে পানিতে ডুবে শ্রীদেবীর মৃত্যু হয়। খালিজ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, দুবাইতে ময়নাতদন্ত করার পরে ফরেন্সিক রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, হোটেলের বাথটাবে দুর্ঘটনাবশত পানিতে আটকে গিয়েই মৃত্যু হয়েছে শ্রীদেবীর। বাথটাবে আটকে যাওয়ার কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কি না, বা হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে তিনি পানি ডুবে যান কি না, তা স্পষ্ট নয় এখনও। এছাড়াও ফরেন্সিক রিপোর্টের দাবি, শ্রীদেবীর রক্তে মদের নমুনা পাওয়া গিয়েছে। যদিও ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, বাথটাবে আটকে গেলেও এর পিছনে কোনো অসৎ বা খুনের উদ্দেশ্য ছিল না। পুরোটাই দুর্ঘটনা বলে জানিয়েছেন তারা।