ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হরিণাকু-ুতে কৃষকের রহস্যজনক মৃত্যু!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
  • / ১৮০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার হরিশপুর গ্রামে আব্দুল মান্নান (৪৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় হরিণাকু-ু থানায় নিহত ওই ব্যক্তির মেয়ে নিলা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেছেন। যার নম্বর ২১। এলাকাবাসী জানান, গত রোববার নিজ বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন আব্দুল মান্নান। তাঁর গলায় আঘাতের চিহ্ন থাকায় পুলিশ ময়নাতদন্ত করেছে। এ ঘটনায় পুলিশ তাঁর স্ত্রী রাজিয়া খাতুন ও ভাই জাফিরুল ইসলামকে পুলিশ আটক করে নিয়ে এলেও পড়ে ছেড়ে দেওয়া হয়। মামলার বাদী নিলা খাতুন অভিযোগ করেন, তাঁর পিতাকে হত্যা করা হয়েছে। হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ‘প্রথমে আমরা অপমৃত্যু মামলা গ্রহণ করি। তারপর এলাকায় হত্যার গুঞ্জন উঠছে পরে হত্যা মামলা রেকর্ড করা হয়।’ তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এখনো কিছুই বলা যাচ্ছে না। তিনি বলেন, জমিজাতি নিয়ে ভাই জাফিরুলের সালে কিছুটা দ্বন্দ্ব ছিল। সেই সূত্র ধরে কিছু ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো মৃত্যুর কারণ উদ্ধার করা সম্ভব হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা হরিণাকু-ুু থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ কর্মকার জানান, ‘আমরা আব্দুল মান্নানের মৃত্যুর কারণ উদ্ঘাটনের চেষ্টা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।’ তিনি বলেন, নিহত ওই ব্যক্তির স্ত্রী ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। তাঁদের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করা যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হরিণাকু-ুতে কৃষকের রহস্যজনক মৃত্যু!

আপলোড টাইম : ১০:২৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার হরিশপুর গ্রামে আব্দুল মান্নান (৪৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় হরিণাকু-ু থানায় নিহত ওই ব্যক্তির মেয়ে নিলা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেছেন। যার নম্বর ২১। এলাকাবাসী জানান, গত রোববার নিজ বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন আব্দুল মান্নান। তাঁর গলায় আঘাতের চিহ্ন থাকায় পুলিশ ময়নাতদন্ত করেছে। এ ঘটনায় পুলিশ তাঁর স্ত্রী রাজিয়া খাতুন ও ভাই জাফিরুল ইসলামকে পুলিশ আটক করে নিয়ে এলেও পড়ে ছেড়ে দেওয়া হয়। মামলার বাদী নিলা খাতুন অভিযোগ করেন, তাঁর পিতাকে হত্যা করা হয়েছে। হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ‘প্রথমে আমরা অপমৃত্যু মামলা গ্রহণ করি। তারপর এলাকায় হত্যার গুঞ্জন উঠছে পরে হত্যা মামলা রেকর্ড করা হয়।’ তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এখনো কিছুই বলা যাচ্ছে না। তিনি বলেন, জমিজাতি নিয়ে ভাই জাফিরুলের সালে কিছুটা দ্বন্দ্ব ছিল। সেই সূত্র ধরে কিছু ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো মৃত্যুর কারণ উদ্ধার করা সম্ভব হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা হরিণাকু-ুু থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ কর্মকার জানান, ‘আমরা আব্দুল মান্নানের মৃত্যুর কারণ উদ্ঘাটনের চেষ্টা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।’ তিনি বলেন, নিহত ওই ব্যক্তির স্ত্রী ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। তাঁদের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করা যায়।