ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
  • / ১১৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হাসেম (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরসভাধীন জোড়াপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাসেম ওই গ্রামের মহিউদ্দন শেখের ছেলে। এ সময় আহত ব্যক্তির স্ত্রী নারগিস খাতুনকেও দুর্বৃত্তরা মারধর করেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহতের পিতা মহিউদ্দিন শেখ বাদী হয়ে একই গ্রামের জামাল, কামাল, জীবনসহ ৮-১০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
স্থানীয়রা জানায়, দুপুরে আহত হাসেম গরু কেনার জন্য গ্রামের শিমুল নামের এক ব্যক্তির বাড়িতে যায়। সেখান থেকে বের হয়ে আসার পর একই গ্রামের ইজাল উদ্দিনের ছেলে জামাল, কামাল, জীবনসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি জানান, তিনি গরু কেনা-বেচার ব্যবসা করেন। ঘটনার দিন দুপুরে তিনি গ্রামের মুঙলার ছেলে শিমুলের বাড়িতে যান। পরে তাঁদের সঙ্গে কথা বলে বেরিয়ে রাস্তার ওপর আসার পর একই গ্রামের জামাল, কামাল, জীবনসহ ৮-১০ জন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত আক্রমণ করে তাঁকে উপর্যুপুরি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় তাঁর কাছে থাকা ১ লাখ ৬৫ হাজার টাকাও তাঁরা ছিনিয়ে নেয় বলে তিনি জানান। হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হরিণাকুণ্ডুতে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

আপলোড টাইম : ১০:০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হাসেম (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরসভাধীন জোড়াপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাসেম ওই গ্রামের মহিউদ্দন শেখের ছেলে। এ সময় আহত ব্যক্তির স্ত্রী নারগিস খাতুনকেও দুর্বৃত্তরা মারধর করেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহতের পিতা মহিউদ্দিন শেখ বাদী হয়ে একই গ্রামের জামাল, কামাল, জীবনসহ ৮-১০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
স্থানীয়রা জানায়, দুপুরে আহত হাসেম গরু কেনার জন্য গ্রামের শিমুল নামের এক ব্যক্তির বাড়িতে যায়। সেখান থেকে বের হয়ে আসার পর একই গ্রামের ইজাল উদ্দিনের ছেলে জামাল, কামাল, জীবনসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি জানান, তিনি গরু কেনা-বেচার ব্যবসা করেন। ঘটনার দিন দুপুরে তিনি গ্রামের মুঙলার ছেলে শিমুলের বাড়িতে যান। পরে তাঁদের সঙ্গে কথা বলে বেরিয়ে রাস্তার ওপর আসার পর একই গ্রামের জামাল, কামাল, জীবনসহ ৮-১০ জন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত আক্রমণ করে তাঁকে উপর্যুপুরি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় তাঁর কাছে থাকা ১ লাখ ৬৫ হাজার টাকাও তাঁরা ছিনিয়ে নেয় বলে তিনি জানান। হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।