ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হঠাৎ ব্যাটিং ধস, হারের শঙ্কায় ইংল্যান্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
  • / ১৩০ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন:
লক্ষ্য ২৭৭ রানের। শেষ দুইদিনের উইকেটে কাজটা একদম সহজ নয়। তবে ওল্ড ট্রাফোর্ড টেস্টে পাকিস্তানের ছুড়ে দেয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ভালোভাবেই এগোচ্ছিল স্বাগতিক ইংল্যান্ড। একটা সময় ২ উইকেটেই ৯৬ রান তুলে ফেলেছিল ইংলিশরা। সেখান থেকে হঠাৎ ব্যাটিং ধস। ২১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বসেছে জো রুটের দল। পড়ে গেছে হারের শঙ্কায়। রান তাড়ায় শুরুটা বেশ দেখেশুনে করেছিল ইংল্যান্ড। ১১ ওভারের উদ্বোধনী জুটিতে ২২ রান তুলেন ররি বার্নস আর ডম সিবলি। ১০ রান করা বার্নসকে এলবিডব্লিউ করে জুটিটি ভাঙেন মোহাম্মদ আব্বাস।
এরপর জো রুট আর সিবলির ৬৪ রানের প্রতিরোধ গড়া জুটি। ৩৬ রানে সিবলিকে ফিরিয়ে ইংলিশদের ফের ধাক্কা দেন ইয়াসির শাহ। এরপর নাসিম শাহর দুর্দান্ত এক ডেলিভারিতে প্রথম স্লিপে ক্যাচ রুট (৪২)। সেখান থেকে টপাটপ উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানি বোলাররা। ইয়াসির শাহর ঘূর্ণিতে বোকা বনে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়েছেন বেন স্টোকস (৯)। প্রথম ইনিংসে ইংলিশদের ভরসা দেয়া অলি পোপকে (৭) সাজঘরের পথ দেখিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। ফলে ১১৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৪০ রান। জস বাটলার ২৪ আর ক্রিস ওকস ৭ রানে অপরাজিত আছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হঠাৎ ব্যাটিং ধস, হারের শঙ্কায় ইংল্যান্ড

আপলোড টাইম : ০৯:১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০

খেলাধুলা প্রতিবেদন:
লক্ষ্য ২৭৭ রানের। শেষ দুইদিনের উইকেটে কাজটা একদম সহজ নয়। তবে ওল্ড ট্রাফোর্ড টেস্টে পাকিস্তানের ছুড়ে দেয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ভালোভাবেই এগোচ্ছিল স্বাগতিক ইংল্যান্ড। একটা সময় ২ উইকেটেই ৯৬ রান তুলে ফেলেছিল ইংলিশরা। সেখান থেকে হঠাৎ ব্যাটিং ধস। ২১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বসেছে জো রুটের দল। পড়ে গেছে হারের শঙ্কায়। রান তাড়ায় শুরুটা বেশ দেখেশুনে করেছিল ইংল্যান্ড। ১১ ওভারের উদ্বোধনী জুটিতে ২২ রান তুলেন ররি বার্নস আর ডম সিবলি। ১০ রান করা বার্নসকে এলবিডব্লিউ করে জুটিটি ভাঙেন মোহাম্মদ আব্বাস।
এরপর জো রুট আর সিবলির ৬৪ রানের প্রতিরোধ গড়া জুটি। ৩৬ রানে সিবলিকে ফিরিয়ে ইংলিশদের ফের ধাক্কা দেন ইয়াসির শাহ। এরপর নাসিম শাহর দুর্দান্ত এক ডেলিভারিতে প্রথম স্লিপে ক্যাচ রুট (৪২)। সেখান থেকে টপাটপ উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানি বোলাররা। ইয়াসির শাহর ঘূর্ণিতে বোকা বনে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়েছেন বেন স্টোকস (৯)। প্রথম ইনিংসে ইংলিশদের ভরসা দেয়া অলি পোপকে (৭) সাজঘরের পথ দেখিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। ফলে ১১৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৪০ রান। জস বাটলার ২৪ আর ক্রিস ওকস ৭ রানে অপরাজিত আছেন।