ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হঠাৎ করেই সব নারকেল গাছের পাতা সাদা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • / ৯২৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
একই সময়ে সব নারিকেল গাছের পাতায় সাদা সাদা রং ফুটে উঠতে দেখা গেছে। এ দৃশ্যটি নিজ চোখে দেখতে চারিদিকে সাধারণ মানুষের মধ্যে হৈ চৈ পড়ে যায়। গত সোমবার রাতে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ শহর ও গ্রামাঞ্চলজুড়েই এমন দৃশ্যটি সবার নজরে এসেছে। আজব ঘটনার মতো এমন খবরটি রাত নয়টার পর ছড়িয়ে পড়লে তা নিজের চোখে দেখে মানুষের মধ্যে এক ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই সাংবাদিকদের নিকট ঘটনাটি তুলে ধরতে ফোন করেন। অন্যদিকে, এমন ঘটনাটি আজব থেকে গজব ভেবেও বিভিন্ন ধর্মের মানুষেরা তাৎক্ষণিক দোয়া-দুরুদ পাঠ ও ধর্মভেদে ওইসব গাছের নিচে কেউ কেউ পূজা আর্চণা করছেন বলে শোনা গেছে।
এদিকে, এমন আজব ঘটনায় আতঙ্কিত না হওয়ার কথা জানিয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকতা জাহিদুল করিম বলেন, এটি একটি ছত্রাক জাতীয় গাছের ভাইরাস। তার নাম জয়েন্ট লিলিবাগ ছত্রাক পোকা। শুষ্ক মৌসুমে এটির দেখা মিলে। এরা সাধারণত নারিকেল, পেপে, পেয়ারাসহ বিভিন্ন গাছের সবুজ পাতায় আক্রমন করে থাকে। ম্যালাথিয়ন নামের ওষুধ ব্যবহার করলে এটি বিনাশ করা সম্ভব।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হঠাৎ করেই সব নারকেল গাছের পাতা সাদা!

আপলোড টাইম : ০৯:৪৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০

সমীকরণ প্রতিবেদক:
একই সময়ে সব নারিকেল গাছের পাতায় সাদা সাদা রং ফুটে উঠতে দেখা গেছে। এ দৃশ্যটি নিজ চোখে দেখতে চারিদিকে সাধারণ মানুষের মধ্যে হৈ চৈ পড়ে যায়। গত সোমবার রাতে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ শহর ও গ্রামাঞ্চলজুড়েই এমন দৃশ্যটি সবার নজরে এসেছে। আজব ঘটনার মতো এমন খবরটি রাত নয়টার পর ছড়িয়ে পড়লে তা নিজের চোখে দেখে মানুষের মধ্যে এক ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই সাংবাদিকদের নিকট ঘটনাটি তুলে ধরতে ফোন করেন। অন্যদিকে, এমন ঘটনাটি আজব থেকে গজব ভেবেও বিভিন্ন ধর্মের মানুষেরা তাৎক্ষণিক দোয়া-দুরুদ পাঠ ও ধর্মভেদে ওইসব গাছের নিচে কেউ কেউ পূজা আর্চণা করছেন বলে শোনা গেছে।
এদিকে, এমন আজব ঘটনায় আতঙ্কিত না হওয়ার কথা জানিয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকতা জাহিদুল করিম বলেন, এটি একটি ছত্রাক জাতীয় গাছের ভাইরাস। তার নাম জয়েন্ট লিলিবাগ ছত্রাক পোকা। শুষ্ক মৌসুমে এটির দেখা মিলে। এরা সাধারণত নারিকেল, পেপে, পেয়ারাসহ বিভিন্ন গাছের সবুজ পাতায় আক্রমন করে থাকে। ম্যালাথিয়ন নামের ওষুধ ব্যবহার করলে এটি বিনাশ করা সম্ভব।