ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ১৬ জুন থেকে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯
  • / ২৫৯ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদন:
চলতি বছরে সরকারি ও বেসরকারি গমনেচ্ছু হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ১৬ জুন। রাজধানীসহ সারাদেশ একযোগে এ পরীক্ষা চলবে। তবে আশকোনা হজ ক্যাম্পে এ পরীক্ষা শুরু হবে ৩০ জুন থেকে। স্বাস্থ্য পরীক্ষার সময় মূলত রোগ প্রতিরোধক ম্যানিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা দেয়া হবে। এছাড়া অন্য কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিলে তার জন্যও ব্যবস্থাপত্র ও পরামর্শ দেয়া হবে। দেয়া হবে স্বাস্থ্য সনদ, যা হজযাত্রীদের সংরক্ষণ করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা জেলা ও মহানগরীর হজযাত্রীদের জন্য নিন্মোক্ত হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হবে- (১) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা। (২) স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা (৩) শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা (৪) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা (৫) ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, মুগদা, ঢাকা (৬) সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়ীয়া, ঢাকা (৭) বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা (৮) সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। (৯) কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা। এ ছাড়াও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুর ও শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল, টংগী, গাজীপুরে দুইটি মেডিক্যাল সেন্টার চালু করা হয়েছে। অন্যান্য জেলার হজযাত্রীদের জন্য বিভাগীয় শহরে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা শহরে সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উল্লেখিত কেন্দ্রসমূহে সরকারি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষান্তে ম্যানিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে সংগৃহীত স্বাস্থ্যসনদ বিমানবন্দরে প্রদর্শনের জন্য নিজ হেফাজতে রাখতে হবে। আগামী ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরুর কথা রয়েছে। বাংলাদেশের জন্য চলতি বছরের হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ১৬ জুন থেকে

আপলোড টাইম : ১০:৫৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯
সমীকরণ প্রতিবেদন:
চলতি বছরে সরকারি ও বেসরকারি গমনেচ্ছু হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ১৬ জুন। রাজধানীসহ সারাদেশ একযোগে এ পরীক্ষা চলবে। তবে আশকোনা হজ ক্যাম্পে এ পরীক্ষা শুরু হবে ৩০ জুন থেকে। স্বাস্থ্য পরীক্ষার সময় মূলত রোগ প্রতিরোধক ম্যানিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা দেয়া হবে। এছাড়া অন্য কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিলে তার জন্যও ব্যবস্থাপত্র ও পরামর্শ দেয়া হবে। দেয়া হবে স্বাস্থ্য সনদ, যা হজযাত্রীদের সংরক্ষণ করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা জেলা ও মহানগরীর হজযাত্রীদের জন্য নিন্মোক্ত হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হবে- (১) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা। (২) স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা (৩) শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা (৪) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা (৫) ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, মুগদা, ঢাকা (৬) সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়ীয়া, ঢাকা (৭) বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা (৮) সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। (৯) কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা। এ ছাড়াও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুর ও শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল, টংগী, গাজীপুরে দুইটি মেডিক্যাল সেন্টার চালু করা হয়েছে। অন্যান্য জেলার হজযাত্রীদের জন্য বিভাগীয় শহরে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা শহরে সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উল্লেখিত কেন্দ্রসমূহে সরকারি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষান্তে ম্যানিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে সংগৃহীত স্বাস্থ্যসনদ বিমানবন্দরে প্রদর্শনের জন্য নিজ হেফাজতে রাখতে হবে। আগামী ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরুর কথা রয়েছে। বাংলাদেশের জন্য চলতি বছরের হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।