ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা প্রত্যাহার খুলছে জাবির হল, ক্লাস-পরীক্ষা ঈদের পর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:২৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
  • / ৩০৭ বার পড়া হয়েছে

be732c09e95d0948d3d8efc046922a80-সমীকরণ ডেস্ক: অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা প্রত্যাহার করে আগামী ৮ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণায় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্থগিত হওয়া ক্লাস-পরীক্ষা আপাতত স্থগিতই থাকছে। ঈদের ছুটি শেষে আগামী ৭ জুলাই এসব ক্লাস-পরীক্ষা শুরু হবে। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, ‘গত ২৮ মে থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন, রমজান ও ঈদ-উল-ফিতরের ৪১ দিনের ছুটি শুরু হয়েছে। ছুটির মধ্যেই অনেক বিভাগ-ইনস্টিটিউট ক্লাস-পরীক্ষা চালু রেখেছিল। হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণায় শিক্ষার্থীরা বাড়িতে গিয়েছে। তারা যাতে ভোগান্তিতে না পরে তাই ছুটি শেষে ৭ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহার প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘মামলার পরবর্তী করণীয় বিষয়ে আমরা আইন বিশেষজ্ঞের পরামর্শ নেবো। সে অনুসারেই অগ্রসর হবো।’ এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারের এক জন করে সদস্যকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য।
তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারের একজন করে সদস্যকে যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুই পরিবারকে আপাতত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। এছাড়া অন্য একটি উৎস থেকে আরও পাঁচ লাখের মতো টাকা আমরা সংগ্রহ করে দিচ্ছি। দুই পরিবারকে আমরা আসতে বলেছিলাম। তারা ৮ জুনের আগে আসতে পারবেন না বলে জানিয়েছেন। তারা আসলে ক্ষতিপূরণ তাদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে।’ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবি প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কে শনিবার থেকে সরকারি উদ্যোগে স্পিডব্রেকার বসানোর কাজ শুরু হয়েছে। এতোদিন নানা কারণে তারা কাজ শুরু করতে পারেননি। আমরা লেগেই ছিলাম। এছাড়া আজ থেকে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হবে।’ বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আবেদন করেছে বলে জানান উপাচার্য।
তিনি বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয় এবং সড়ক ও জনপদ অধিদফতরে লিখিত নিয়ে শীঘ্রই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি যাবে। আশা করি খুব শীঘ্রই শিক্ষার্থীদের দাবি-দাওয়া পূরণ হবে।’
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীকে ক্ষতিপূরণ এবং নিরাপদ সড়কের দাবিতে গত শনিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকাল পাঁচটার দিকে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিলে তারা উপাচার্যের বাসভবনের ফটকের তালা ভেঙ্গে প্রাঙ্গণে অবস্থান নেয়। এসময় উত্তেজিত কিছু শিক্ষার্থী ভাঙচুর চালায়। শনিবার রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং ৩১ শিক্ষার্থীকে আসামি করে আশুলিয়া মামলা দায়ের করে বিশ্ববিদ্যায় প্রশাসন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা প্রত্যাহার খুলছে জাবির হল, ক্লাস-পরীক্ষা ঈদের পর

আপলোড টাইম : ০৬:২৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭

be732c09e95d0948d3d8efc046922a80-সমীকরণ ডেস্ক: অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা প্রত্যাহার করে আগামী ৮ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণায় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্থগিত হওয়া ক্লাস-পরীক্ষা আপাতত স্থগিতই থাকছে। ঈদের ছুটি শেষে আগামী ৭ জুলাই এসব ক্লাস-পরীক্ষা শুরু হবে। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, ‘গত ২৮ মে থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন, রমজান ও ঈদ-উল-ফিতরের ৪১ দিনের ছুটি শুরু হয়েছে। ছুটির মধ্যেই অনেক বিভাগ-ইনস্টিটিউট ক্লাস-পরীক্ষা চালু রেখেছিল। হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণায় শিক্ষার্থীরা বাড়িতে গিয়েছে। তারা যাতে ভোগান্তিতে না পরে তাই ছুটি শেষে ৭ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহার প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘মামলার পরবর্তী করণীয় বিষয়ে আমরা আইন বিশেষজ্ঞের পরামর্শ নেবো। সে অনুসারেই অগ্রসর হবো।’ এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারের এক জন করে সদস্যকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য।
তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারের একজন করে সদস্যকে যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুই পরিবারকে আপাতত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। এছাড়া অন্য একটি উৎস থেকে আরও পাঁচ লাখের মতো টাকা আমরা সংগ্রহ করে দিচ্ছি। দুই পরিবারকে আমরা আসতে বলেছিলাম। তারা ৮ জুনের আগে আসতে পারবেন না বলে জানিয়েছেন। তারা আসলে ক্ষতিপূরণ তাদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে।’ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবি প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কে শনিবার থেকে সরকারি উদ্যোগে স্পিডব্রেকার বসানোর কাজ শুরু হয়েছে। এতোদিন নানা কারণে তারা কাজ শুরু করতে পারেননি। আমরা লেগেই ছিলাম। এছাড়া আজ থেকে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হবে।’ বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আবেদন করেছে বলে জানান উপাচার্য।
তিনি বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয় এবং সড়ক ও জনপদ অধিদফতরে লিখিত নিয়ে শীঘ্রই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি যাবে। আশা করি খুব শীঘ্রই শিক্ষার্থীদের দাবি-দাওয়া পূরণ হবে।’
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীকে ক্ষতিপূরণ এবং নিরাপদ সড়কের দাবিতে গত শনিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকাল পাঁচটার দিকে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিলে তারা উপাচার্যের বাসভবনের ফটকের তালা ভেঙ্গে প্রাঙ্গণে অবস্থান নেয়। এসময় উত্তেজিত কিছু শিক্ষার্থী ভাঙচুর চালায়। শনিবার রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং ৩১ শিক্ষার্থীকে আসামি করে আশুলিয়া মামলা দায়ের করে বিশ্ববিদ্যায় প্রশাসন।