ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

স্বয়ম্ভর লাইব্রেরিতে অধ্যাপক ডা. বুলবুলের আর্থিক সহযোগিতা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯
  • / ২৬২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা শহরের স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিকে আর্থিক সহযোগিতা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-র কার্ডিয়াক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রেজওয়ানুল হক বুলবুল। এলাকার মানুষকে বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার কর্মসূচিকে উৎসাহিত করতে তিনি স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির পাশে দাঁড়িয়েছেন। অধ্যাপক ডাক্তার রেজওয়ানুল বুলবুল আলমডাঙ্গার কৃতি সন্তান। গতকাল শনিবার পুলিশ তার অফিস থেকে ঢাকাস্থ জার্নালিস্ট এ্যাসোসিয়েশন অফ চুয়াডাঙ্গার সভাপতি ও স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি কমিটির সভাপতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সিনিয়র সাংবাদিক এনামুল হকের হাতে তিনি ১০ হাজার টাকা প্রদান করেন।
অধ্যাপক ডা. মো. রেজওয়ানুল হক বুলবুল বলেন, একটি সভ্য, মানবিক ও আলোকিত সমাজ গড়তে সবাইকে বই পড়তে হতে হবে। কেবল বই পড়ার মাধ্যমেই সমাজের ইতিবাচক পরিবতন এনে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। তিনি ‘স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির কার্যক্রমকে সহযোগিতা করতে এলাকার সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
আর্থিক সাহায্য প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শান্তন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অফ আলমডাঙ্গার সভাপতি পলাশ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ চুয়াডাঙ্গা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি অনন্ত পাল ও ঢাকা কলেজের ছাত্র চন্দন পাল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

স্বয়ম্ভর লাইব্রেরিতে অধ্যাপক ডা. বুলবুলের আর্থিক সহযোগিতা

আপলোড টাইম : ০৯:৩৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা শহরের স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিকে আর্থিক সহযোগিতা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-র কার্ডিয়াক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রেজওয়ানুল হক বুলবুল। এলাকার মানুষকে বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার কর্মসূচিকে উৎসাহিত করতে তিনি স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির পাশে দাঁড়িয়েছেন। অধ্যাপক ডাক্তার রেজওয়ানুল বুলবুল আলমডাঙ্গার কৃতি সন্তান। গতকাল শনিবার পুলিশ তার অফিস থেকে ঢাকাস্থ জার্নালিস্ট এ্যাসোসিয়েশন অফ চুয়াডাঙ্গার সভাপতি ও স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি কমিটির সভাপতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সিনিয়র সাংবাদিক এনামুল হকের হাতে তিনি ১০ হাজার টাকা প্রদান করেন।
অধ্যাপক ডা. মো. রেজওয়ানুল হক বুলবুল বলেন, একটি সভ্য, মানবিক ও আলোকিত সমাজ গড়তে সবাইকে বই পড়তে হতে হবে। কেবল বই পড়ার মাধ্যমেই সমাজের ইতিবাচক পরিবতন এনে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। তিনি ‘স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির কার্যক্রমকে সহযোগিতা করতে এলাকার সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
আর্থিক সাহায্য প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শান্তন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অফ আলমডাঙ্গার সভাপতি পলাশ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ চুয়াডাঙ্গা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি অনন্ত পাল ও ঢাকা কলেজের ছাত্র চন্দন পাল।