ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

স্বাগত ২০১৮ : সাফল্যে ভর করে পেরোতে হবে বাধা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮
  • / ৩৪৫ বার পড়া হয়েছে

স্বাগত ২০১৮। আজ ১ জানুয়ারি যাত্রা শুরু হলো আরো একটি ইংরেজি সালের। মানুষ প্রত্যয় ব্যক্ত করেছে সব অন্ধকার মুছে, বাধা ডিঙিয়ে আরো উঁচু চূড়ায় ওঠার। এ বছর বড় চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন। বছরটিতে একের পর এক ভোট উৎসব হবে। ভোটের বছরজুড়ে রাজনীতি কোন পথে চলবে-এই কৌতূহল আজ প্রবলভাবে অনুভূত হবে। এক বছর থেকে আরেক বছরে এই যে যাত্রা- এ কেবল পঞ্জিকার বদলই নয়। প্রগতির পথে এগিয়ে চলছে দেশ। আজ বছর শুরুর দিনটিতে বই উৎসব হবে। লক্ষাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটিতেই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। গত বছর ছন্দে পতন ঘটায় উত্তরের বন্যা, হাওরে ফসলডুবি, পাহাড়ে প্রাণহানি। রোহিঙ্গা সংকট আমাদের জন্য আরো বড় হয়ে দেখা দিয়েছে। সমস্যাটির দ্রুত সমাধান আমাদের কাম্য। রোহিঙ্গাদের তাদের দেশে ফেরা ও নিরাপদে অবস্থান নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। চালের দাম সহনীয় স্তরে আনা, মাদকের আগ্রাসন নিয়ন্ত্রণ, খুনখারাবির লাগাম টেনে ধরাও বছরের বড় চ্যালেঞ্জগুলোর একটি। তবে খাদ্যঘাটতি মেটাতে আমদানি বাড়ানো হয়েছে। এছাড়া অতীতে অনেক বড় বিপত্তি আমরা সামাল দিয়েছি, ভবিষ্যতেও পারব। ৪৬ বছরের স্বাধীন বদ্বীপ এই ভূখ-ে না খেয়ে আজ মানুষ মরছে না। উত্তরে মঙ্গা জয় করেছে মানুষ। দুর্যোগ মোকাবেলায় সক্ষম দেশের উদাহরণ হয়েছে দেশটি। বাল্যবিয়ে প্রতিরোধে যেন নীরব আন্দোলন শুরু হয়ে গেছে। উন্নয়নের অর্ধেক অংশ নারীরাই প্রতিরোধ গড়ছে সামাজিকভাবে। চলার পথের প্রকৃতি এভাবেই পাল্টে গেছে। আরো সামনে চলার প্রত্যয় দৃঢ় হয়েছে নানা কারণে। মানুষের জীবনমানের উন্নতি ঘটছে। অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন সূচকে এগিয়েছে দেশ। বিশ্বব্যাংকসহ কোনো উন্নয়ন সহযোগীর কাছে হাত না পেতেই নিজস্ব অর্থায়নের ওপর ভর করে পাখা মেলছে ছয় কিলোমিটারের বেশি দীর্ঘ পদ্মা সেতু। বিদ্যুত ও গ্যাসের ব্যবহারকারী বেড়েছে। গত বছর দেশের সামষ্টিক অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, অবকাঠামো, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়। এত অর্জনের পর এই নতুন বছরের শুরুতে প্রত্যাশার জায়গাটাও বড় হয়েছে। তাই সামনের দিনগুলো অতিক্রম করতে হলে সকল বাধাকে সাফল্যর সাথে ভর করে পেরাতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

স্বাগত ২০১৮ : সাফল্যে ভর করে পেরোতে হবে বাধা

আপলোড টাইম : ১০:১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮

স্বাগত ২০১৮। আজ ১ জানুয়ারি যাত্রা শুরু হলো আরো একটি ইংরেজি সালের। মানুষ প্রত্যয় ব্যক্ত করেছে সব অন্ধকার মুছে, বাধা ডিঙিয়ে আরো উঁচু চূড়ায় ওঠার। এ বছর বড় চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন। বছরটিতে একের পর এক ভোট উৎসব হবে। ভোটের বছরজুড়ে রাজনীতি কোন পথে চলবে-এই কৌতূহল আজ প্রবলভাবে অনুভূত হবে। এক বছর থেকে আরেক বছরে এই যে যাত্রা- এ কেবল পঞ্জিকার বদলই নয়। প্রগতির পথে এগিয়ে চলছে দেশ। আজ বছর শুরুর দিনটিতে বই উৎসব হবে। লক্ষাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটিতেই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। গত বছর ছন্দে পতন ঘটায় উত্তরের বন্যা, হাওরে ফসলডুবি, পাহাড়ে প্রাণহানি। রোহিঙ্গা সংকট আমাদের জন্য আরো বড় হয়ে দেখা দিয়েছে। সমস্যাটির দ্রুত সমাধান আমাদের কাম্য। রোহিঙ্গাদের তাদের দেশে ফেরা ও নিরাপদে অবস্থান নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। চালের দাম সহনীয় স্তরে আনা, মাদকের আগ্রাসন নিয়ন্ত্রণ, খুনখারাবির লাগাম টেনে ধরাও বছরের বড় চ্যালেঞ্জগুলোর একটি। তবে খাদ্যঘাটতি মেটাতে আমদানি বাড়ানো হয়েছে। এছাড়া অতীতে অনেক বড় বিপত্তি আমরা সামাল দিয়েছি, ভবিষ্যতেও পারব। ৪৬ বছরের স্বাধীন বদ্বীপ এই ভূখ-ে না খেয়ে আজ মানুষ মরছে না। উত্তরে মঙ্গা জয় করেছে মানুষ। দুর্যোগ মোকাবেলায় সক্ষম দেশের উদাহরণ হয়েছে দেশটি। বাল্যবিয়ে প্রতিরোধে যেন নীরব আন্দোলন শুরু হয়ে গেছে। উন্নয়নের অর্ধেক অংশ নারীরাই প্রতিরোধ গড়ছে সামাজিকভাবে। চলার পথের প্রকৃতি এভাবেই পাল্টে গেছে। আরো সামনে চলার প্রত্যয় দৃঢ় হয়েছে নানা কারণে। মানুষের জীবনমানের উন্নতি ঘটছে। অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন সূচকে এগিয়েছে দেশ। বিশ্বব্যাংকসহ কোনো উন্নয়ন সহযোগীর কাছে হাত না পেতেই নিজস্ব অর্থায়নের ওপর ভর করে পাখা মেলছে ছয় কিলোমিটারের বেশি দীর্ঘ পদ্মা সেতু। বিদ্যুত ও গ্যাসের ব্যবহারকারী বেড়েছে। গত বছর দেশের সামষ্টিক অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, অবকাঠামো, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়। এত অর্জনের পর এই নতুন বছরের শুরুতে প্রত্যাশার জায়গাটাও বড় হয়েছে। তাই সামনের দিনগুলো অতিক্রম করতে হলে সকল বাধাকে সাফল্যর সাথে ভর করে পেরাতে হবে।