ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

স্বপরিবারে শারদ উৎসব উপভোগ করলেন চুয়াডাঙ্গার এসপি-ডিসি-মেয়র

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭
  • / ৫৭০ বার পড়া হয়েছে

মহানবমীতে ভক্ত সমাগমে উৎসবমূখর মন্ডপগুলোতে দর্শণার্থীদের উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক নজরদারি ও স্থানীয় সকল শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতায় জেলার ৯৬টি পূূজামন্ডপে ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসবমুখরতায় শুক্রবার মহানবমী উদযাপিত হলো। এ সময় বিভিন্ন ম-পে নারী-পুরষ একত্রিত হয়ে ফুল, বেলপাতা হাতে নিয়ে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। নগরীর প্রতিটি পূজা ম-পেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল পুণ্যার্থীদের ভিড়। প্রার্থনার পাশাপাশি এসব ম-পে গান বাজনা ও ঢাক-কাসরের শব্দে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মন্ডপগুলোর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রশাসনসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আজ শনিবার বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঙালী হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটবে। ভক্তগণ চেয়ে থাকবেন পরের বছরে দেবি দুর্গার মর্ত্যে আগমনের প্রতীক্ষায়। বিভিন্ন স্থানে দুপুরের পর থেকে রাত অবধি থেমে থেমে হওয়া হাল্কা ও মাঝারি বৃষ্টিতে পূজামন্ডপে আসা ভক্ত ও দর্শণার্থীদের কিছুটা হলেও বিপাকে পড়তে হয়েছে। তবে আবহাওয়ার বৈরিতা উপক্ষো করে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন মন্ডপে মন্ডপে। ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবে যোগ দিয়েছেন দর্শনার্থীরা। মহানবমীর উৎসবে সামিল হতে স্বপরিবারে বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও শারদ উৎসব উপভোগ করেছেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম)। এ সময় সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সুন্দর ও সৌহার্দ্য পরিবেশে আভিজাত্যের সহিত শারদীয় দুর্গা পূজা উৎযাপিত হচ্ছে। কোন ভেদাভেদ ছাড়াই সব ধর্মের মানুষের পদচারণায় মূখরিত হতে দেখেছি পূজা মন্ডপগুলো। এখানে যে যার মত ধর্ম কর্ম পালন করতে পারছে; কারো কোন অভিযোগ নাই। এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। পরবর্তীতেও এমন উৎসবে সকলে একত্রিত হয়ে আমরা এগিয়ে নেব এমনটিই প্রত্যাশা।’ এদিকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে স্বপরিবারে বড় বাজার দুর্গা মন্দির পরিদর্শনে আসেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। দীর্ঘ সময় ধরে ঢাক-কাসরের তালে তালে মহানবমীর অঞ্জলী পূজা উপভোগ করেন তাঁরা। জেলা প্রশাসক পতœী লাভলী আহমেদ ও দুই পুত্র স্পন্দন ও স্পর্শও এই উৎসবের আমেজ উপভোগ করেন। পরে পৌর মেয়র জিপু চৌধুরী কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সকলের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

স্বপরিবারে শারদ উৎসব উপভোগ করলেন চুয়াডাঙ্গার এসপি-ডিসি-মেয়র

আপলোড টাইম : ১১:২২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭

মহানবমীতে ভক্ত সমাগমে উৎসবমূখর মন্ডপগুলোতে দর্শণার্থীদের উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক নজরদারি ও স্থানীয় সকল শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতায় জেলার ৯৬টি পূূজামন্ডপে ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসবমুখরতায় শুক্রবার মহানবমী উদযাপিত হলো। এ সময় বিভিন্ন ম-পে নারী-পুরষ একত্রিত হয়ে ফুল, বেলপাতা হাতে নিয়ে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। নগরীর প্রতিটি পূজা ম-পেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল পুণ্যার্থীদের ভিড়। প্রার্থনার পাশাপাশি এসব ম-পে গান বাজনা ও ঢাক-কাসরের শব্দে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মন্ডপগুলোর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রশাসনসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আজ শনিবার বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঙালী হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটবে। ভক্তগণ চেয়ে থাকবেন পরের বছরে দেবি দুর্গার মর্ত্যে আগমনের প্রতীক্ষায়। বিভিন্ন স্থানে দুপুরের পর থেকে রাত অবধি থেমে থেমে হওয়া হাল্কা ও মাঝারি বৃষ্টিতে পূজামন্ডপে আসা ভক্ত ও দর্শণার্থীদের কিছুটা হলেও বিপাকে পড়তে হয়েছে। তবে আবহাওয়ার বৈরিতা উপক্ষো করে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন মন্ডপে মন্ডপে। ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবে যোগ দিয়েছেন দর্শনার্থীরা। মহানবমীর উৎসবে সামিল হতে স্বপরিবারে বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও শারদ উৎসব উপভোগ করেছেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম)। এ সময় সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সুন্দর ও সৌহার্দ্য পরিবেশে আভিজাত্যের সহিত শারদীয় দুর্গা পূজা উৎযাপিত হচ্ছে। কোন ভেদাভেদ ছাড়াই সব ধর্মের মানুষের পদচারণায় মূখরিত হতে দেখেছি পূজা মন্ডপগুলো। এখানে যে যার মত ধর্ম কর্ম পালন করতে পারছে; কারো কোন অভিযোগ নাই। এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। পরবর্তীতেও এমন উৎসবে সকলে একত্রিত হয়ে আমরা এগিয়ে নেব এমনটিই প্রত্যাশা।’ এদিকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে স্বপরিবারে বড় বাজার দুর্গা মন্দির পরিদর্শনে আসেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। দীর্ঘ সময় ধরে ঢাক-কাসরের তালে তালে মহানবমীর অঞ্জলী পূজা উপভোগ করেন তাঁরা। জেলা প্রশাসক পতœী লাভলী আহমেদ ও দুই পুত্র স্পন্দন ও স্পর্শও এই উৎসবের আমেজ উপভোগ করেন। পরে পৌর মেয়র জিপু চৌধুরী কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সকলের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।