ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সোনাক্ষীর খানদানি মিশন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • / ২৩৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:
‘প্যাডম্যান’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘বধাই হো’, ‘টয়লেট এক প্রেমকথা’-এর মতো ছবি একের পর এক বার্তা দিয়েছে সমাজকে। এবার সেই তালিকাতেই নাম লেখাচ্ছে ‘খানদানি সাফাখানা’। ভারতীয় সমাজে ‘যৌনতা’ শব্দটি চিরকাল ‘নিষিদ্ধ’। যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনা তো দূরের কথা, ‘সেক্স’ উচ্চারণও ঘোরতর পাপ। সমাজের সেকেলে চিন্তাধারায় আঘাত হানতে চলেছে সোনাক্ষী সিনহার নতুন ছবি ‘খানদানি সাফাখানা’। যৌনতা, যৌনরোগ-সংক্রান্ত অনেক ঘটনাই লোকলজ্জার ভয়ে অনেকেই সামনে আনতে চান না। কোনোভাবেই সামাজিক ক্ষেত্রে প্রসঙ্গ তুলতে চাওয়া হয় না যৌনতার। সেই সামাজিক ধ্যানধারণা, ভাবনা-চিন্তা নিয়েই ‘খানদানি সাফাখানা’। ভারতের কথা বাদ দিয়ে এখন যদি আমাদের দেশের কথা বলি, আমাদের দেশে প্রায়ই পাবলিক টয়লেটে, ট্রেনে-বাসে বা চলতি পথে অনেকেই হাতে ছোট একটি কাগজ ধরিয়ে দেয়। যাতে লেখা থাকে ‘গ্যারান্টি সহকারে যৌন সমস্যার চিকিৎসা করা হয়। বিফলে মূল্য ফেরত’। এই বিজ্ঞাপনটি অনেকেই আড়চোখে দেখেন। যৌনতার বিষয়ে খোলাখুলি আলোচনা তো দূরের কথা, টিভিতে এই বিষয়ের কোনো দৃশ্য এলে বাবা-মায়েরা টিভির চ্যানেল ঘুরিয়ে দেন যাতে ওই দৃশ্য একসঙ্গে বসে না দেখতে হয়। সমাজের এসব সেকেলে চিন্তাধারায় আঘাত হানতে চলেছে সোনাক্ষীর ‘খানদানি সাফাখানা’ একদিকে যেমন সামাজিকব্যাধি, অন্যদিকে নারীদের নিয়ে সামাজিক সমানাধিকারের প্রশ্নও এই ছবিতে থাকছে। ছবিতে সোনাক্ষী অভিনয় করেছেন বেবী চরিত্রে। আর বাদশা রয়েছেন ‘গুরুর’ চরিত্রে। ‘খানদানি সাফাখানা’ ছবির গল্পের মূলকথাই হলো সেক্স নিয়ে সামাজিক ছুঁতমার্গ। ইতিমধ্যেই ইউটিউবে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার, যা দেখে বোঝা যাচ্ছে হাস্যরসের মধ্যে দিয়ে গুরুগম্ভীর ‘ব্যাধি’কে তুলে ধরেছেন পরিচালক শিল্পী দাশগুপ্তা। পরিচালক বলেন, ‘যৌনতা নিয়ে স্বাস্থ্যসচেতনতা নানা কথা কমেডির আড়ালে বলা হয়েছে এই ছবিতে। আশা করছি দর্শকের পছন্দ হবে।’ আগামীকাল বলিউডে ছবিটি মুক্তি পাবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সোনাক্ষীর খানদানি মিশন

আপলোড টাইম : ১০:১৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯

বিনোদন ডেস্ক:
‘প্যাডম্যান’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘বধাই হো’, ‘টয়লেট এক প্রেমকথা’-এর মতো ছবি একের পর এক বার্তা দিয়েছে সমাজকে। এবার সেই তালিকাতেই নাম লেখাচ্ছে ‘খানদানি সাফাখানা’। ভারতীয় সমাজে ‘যৌনতা’ শব্দটি চিরকাল ‘নিষিদ্ধ’। যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনা তো দূরের কথা, ‘সেক্স’ উচ্চারণও ঘোরতর পাপ। সমাজের সেকেলে চিন্তাধারায় আঘাত হানতে চলেছে সোনাক্ষী সিনহার নতুন ছবি ‘খানদানি সাফাখানা’। যৌনতা, যৌনরোগ-সংক্রান্ত অনেক ঘটনাই লোকলজ্জার ভয়ে অনেকেই সামনে আনতে চান না। কোনোভাবেই সামাজিক ক্ষেত্রে প্রসঙ্গ তুলতে চাওয়া হয় না যৌনতার। সেই সামাজিক ধ্যানধারণা, ভাবনা-চিন্তা নিয়েই ‘খানদানি সাফাখানা’। ভারতের কথা বাদ দিয়ে এখন যদি আমাদের দেশের কথা বলি, আমাদের দেশে প্রায়ই পাবলিক টয়লেটে, ট্রেনে-বাসে বা চলতি পথে অনেকেই হাতে ছোট একটি কাগজ ধরিয়ে দেয়। যাতে লেখা থাকে ‘গ্যারান্টি সহকারে যৌন সমস্যার চিকিৎসা করা হয়। বিফলে মূল্য ফেরত’। এই বিজ্ঞাপনটি অনেকেই আড়চোখে দেখেন। যৌনতার বিষয়ে খোলাখুলি আলোচনা তো দূরের কথা, টিভিতে এই বিষয়ের কোনো দৃশ্য এলে বাবা-মায়েরা টিভির চ্যানেল ঘুরিয়ে দেন যাতে ওই দৃশ্য একসঙ্গে বসে না দেখতে হয়। সমাজের এসব সেকেলে চিন্তাধারায় আঘাত হানতে চলেছে সোনাক্ষীর ‘খানদানি সাফাখানা’ একদিকে যেমন সামাজিকব্যাধি, অন্যদিকে নারীদের নিয়ে সামাজিক সমানাধিকারের প্রশ্নও এই ছবিতে থাকছে। ছবিতে সোনাক্ষী অভিনয় করেছেন বেবী চরিত্রে। আর বাদশা রয়েছেন ‘গুরুর’ চরিত্রে। ‘খানদানি সাফাখানা’ ছবির গল্পের মূলকথাই হলো সেক্স নিয়ে সামাজিক ছুঁতমার্গ। ইতিমধ্যেই ইউটিউবে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার, যা দেখে বোঝা যাচ্ছে হাস্যরসের মধ্যে দিয়ে গুরুগম্ভীর ‘ব্যাধি’কে তুলে ধরেছেন পরিচালক শিল্পী দাশগুপ্তা। পরিচালক বলেন, ‘যৌনতা নিয়ে স্বাস্থ্যসচেতনতা নানা কথা কমেডির আড়ালে বলা হয়েছে এই ছবিতে। আশা করছি দর্শকের পছন্দ হবে।’ আগামীকাল বলিউডে ছবিটি মুক্তি পাবে।