ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সেমিফাইনালের দৌড়ে এগিয়ে কিংস ইলেভেন জীবননগর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩৩৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় এনপিএল ক্রিকেট লীগের ১০ম ম্যাচে জয়লাভ
নিজস্ব প্রতিবেদক: ৪র্থ এনপিএল ক্রিকেট লিগের ১০ম ম্যাচে কিংস ইলেভেন জীবননগর ৫ উইকেটে ওয়ালটন কিংসকে হারিয়ে লীগ পর্বের ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট অর্জন করে “বি” গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে রইলো। আলমডাঙ্গা নাইট রাইডারস ও সানরাইজার দশমাইলের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে জয়-পরাজয়ের উপর নির্ভর করছে কিংস ইলেভেন জীবননগরের সেমিফাইনাল খেলা। সানরাইজার জিতলে সরাসরি সেমিফাইনালে উন্নীত হবে জীবননগর। আর সানরাইজার দশমাইল পরাজিত হলে ৩ দলেরই সমান ৬ পয়েন্ট করে অর্জন হবে। সেক্ষেত্রে রান রেটের ভিত্তিতে কোন দুইটি দল সেমিফাইনাল খেলবে তা নিশ্চিত হবে। গতকাল রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে ওয়ালটন কিংস সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। জবাবে কিংস ইলেভেন জীবননগর ৫ উইকেট হারিয়ে ৩৬ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌছে যায়। গতকালের ম্যাচে বিজয়ী দলের শাহরিয়ার তামিম ম্যান অব দি ম্যাচ, এরফান হাইয়েস্ট উইকেট টেকার ও শাহিন হাইয়েস্ট স্কোরারের পুরস্কার লাভ করে। গতকালের ম্যাচে দু-দলের কোন খেলোয়াড়ই সিক্স হাঁকাতে সক্ষম হয়নি। ফলে বিগ সিক্সারের পুরস্কার কেউ লাভ করতে পারেনি। ম্যাচ শেষে পুরস্কার বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড ও প্রাইজমানি তুলে দেন চুয়াডাঙ্গা জেলা বস্ত্রালয় ও ইউনিলিভারের ব্যবস্থাপক আ. রহিম, চুয়াডাঙ্গা অনন্যা ফুডের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব সাইজুল ইসলাম, টোব্যাকোর লিফ ফিল্ড অফিসার আল-আমিন, দু-আম্পায়ার র.ই রবিন ও এস.এ শুভ। আজ একই মাঠে সকাল ৯টায় লীগের ১১তম ম্যাচে মুখোমুখি হবে মুন্সিগঞ্জ টাইটান্স ও ফ্রীডম ফাইটার আটকবর।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সেমিফাইনালের দৌড়ে এগিয়ে কিংস ইলেভেন জীবননগর

আপলোড টাইম : ০৯:৫২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮

চুয়াডাঙ্গায় এনপিএল ক্রিকেট লীগের ১০ম ম্যাচে জয়লাভ
নিজস্ব প্রতিবেদক: ৪র্থ এনপিএল ক্রিকেট লিগের ১০ম ম্যাচে কিংস ইলেভেন জীবননগর ৫ উইকেটে ওয়ালটন কিংসকে হারিয়ে লীগ পর্বের ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট অর্জন করে “বি” গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে রইলো। আলমডাঙ্গা নাইট রাইডারস ও সানরাইজার দশমাইলের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে জয়-পরাজয়ের উপর নির্ভর করছে কিংস ইলেভেন জীবননগরের সেমিফাইনাল খেলা। সানরাইজার জিতলে সরাসরি সেমিফাইনালে উন্নীত হবে জীবননগর। আর সানরাইজার দশমাইল পরাজিত হলে ৩ দলেরই সমান ৬ পয়েন্ট করে অর্জন হবে। সেক্ষেত্রে রান রেটের ভিত্তিতে কোন দুইটি দল সেমিফাইনাল খেলবে তা নিশ্চিত হবে। গতকাল রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে ওয়ালটন কিংস সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। জবাবে কিংস ইলেভেন জীবননগর ৫ উইকেট হারিয়ে ৩৬ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌছে যায়। গতকালের ম্যাচে বিজয়ী দলের শাহরিয়ার তামিম ম্যান অব দি ম্যাচ, এরফান হাইয়েস্ট উইকেট টেকার ও শাহিন হাইয়েস্ট স্কোরারের পুরস্কার লাভ করে। গতকালের ম্যাচে দু-দলের কোন খেলোয়াড়ই সিক্স হাঁকাতে সক্ষম হয়নি। ফলে বিগ সিক্সারের পুরস্কার কেউ লাভ করতে পারেনি। ম্যাচ শেষে পুরস্কার বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড ও প্রাইজমানি তুলে দেন চুয়াডাঙ্গা জেলা বস্ত্রালয় ও ইউনিলিভারের ব্যবস্থাপক আ. রহিম, চুয়াডাঙ্গা অনন্যা ফুডের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব সাইজুল ইসলাম, টোব্যাকোর লিফ ফিল্ড অফিসার আল-আমিন, দু-আম্পায়ার র.ই রবিন ও এস.এ শুভ। আজ একই মাঠে সকাল ৯টায় লীগের ১১তম ম্যাচে মুখোমুখি হবে মুন্সিগঞ্জ টাইটান্স ও ফ্রীডম ফাইটার আটকবর।