ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সেবা: আল্লাহকে পাওয়ার পথ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:১৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭
  • / ৩৬৯ বার পড়া হয়েছে

 

ধর্ম ডেস্ক: কথায় আছে, খেদমতে খোদা মিলে। মানুষ অনেক উপরে উঠতে পারে খেদমত দ্বারা। জীবনে যারাই বড় হয়েছেন খেদমতে খালক তথা সৃষ্টির সেবার মাধ্যমেই হয়েছেন। খেদমতের গুণটি আল্লাহর কাছে খুবই প্রিয়। খেদমত এমন একটি ইবাদত যার ধরাবাধা কোনো নিয়ম নেই। আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, কেউ বোঝা একা উঠাতে পারছে না, আপনি তাকে সহযোগিতা করলেন, এটা অনেক বড় খেদমত। তেমনিভাবে কোনো বৃদ্ধ লোক গাড়ির কারণে রাস্তা পার হতে সমস্যা হচ্ছে, তাকে রাস্তা পার করিয়ে দেন। কেউ বাসে উঠতে পারছে না, তাকে বাসে উঠার ব্যবস্থা করে দিন। আপনি আগে বাসে উঠে সিটে বসলেন, এই মুহূর্তে কোনো মুরব্বি বা বৃদ্ধ এলেন নিজে উঠে তাকে জায়গা করে দিন। এমনিভাবে কোনো পিপাসার্তকে পানি পান করানো, কোনো অপরিচিত ব্যক্তিকে রাস্তা দেখিয়ে দেয়া, পারস্পরিক বিবাদে লিপ্তদের মধ্যে সমঝোতা করা এসবই খেদমতে খালকের অন্তর্ভুক্ত। খেদমতে খালকের মধ্যে ইসলাম ও বিধর্মীর মধ্যে কোনো পার্থক্য নেই। একমাত্র মানবিকতার দিক বিবেচনা করে খেদমত করতে হবে। সবার সঙ্গে সদাচরণ করতে কোনো বারণ নেই। বরং এটা সওয়াবের বিষয় এবং আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সেবা: আল্লাহকে পাওয়ার পথ

আপলোড টাইম : ০৬:১৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭

 

ধর্ম ডেস্ক: কথায় আছে, খেদমতে খোদা মিলে। মানুষ অনেক উপরে উঠতে পারে খেদমত দ্বারা। জীবনে যারাই বড় হয়েছেন খেদমতে খালক তথা সৃষ্টির সেবার মাধ্যমেই হয়েছেন। খেদমতের গুণটি আল্লাহর কাছে খুবই প্রিয়। খেদমত এমন একটি ইবাদত যার ধরাবাধা কোনো নিয়ম নেই। আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, কেউ বোঝা একা উঠাতে পারছে না, আপনি তাকে সহযোগিতা করলেন, এটা অনেক বড় খেদমত। তেমনিভাবে কোনো বৃদ্ধ লোক গাড়ির কারণে রাস্তা পার হতে সমস্যা হচ্ছে, তাকে রাস্তা পার করিয়ে দেন। কেউ বাসে উঠতে পারছে না, তাকে বাসে উঠার ব্যবস্থা করে দিন। আপনি আগে বাসে উঠে সিটে বসলেন, এই মুহূর্তে কোনো মুরব্বি বা বৃদ্ধ এলেন নিজে উঠে তাকে জায়গা করে দিন। এমনিভাবে কোনো পিপাসার্তকে পানি পান করানো, কোনো অপরিচিত ব্যক্তিকে রাস্তা দেখিয়ে দেয়া, পারস্পরিক বিবাদে লিপ্তদের মধ্যে সমঝোতা করা এসবই খেদমতে খালকের অন্তর্ভুক্ত। খেদমতে খালকের মধ্যে ইসলাম ও বিধর্মীর মধ্যে কোনো পার্থক্য নেই। একমাত্র মানবিকতার দিক বিবেচনা করে খেদমত করতে হবে। সবার সঙ্গে সদাচরণ করতে কোনো বারণ নেই। বরং এটা সওয়াবের বিষয় এবং আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের।