ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সেনেগালের পোল্যান্ড চ্যালেঞ্জ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
  • / ৬৪০ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: নিজেদের ফুটবল ইতিহাসে একবারই (২০০২) বিশ্বকাপ খেলে সেনেগাল। অভিষেকে কোয়ার্টার ফাইনাল খেলে বিশ্বকে চমকে দেয় আফ্রিকার দেশটি। আর সেবার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই শিরোপাধারী ফ্রান্সের বিপক্ষে জয় দেখে তারা। এবার দ্বিতীয় বিশ্বকাপ মিশনে নামছে সেনেগাল। রাশিয়ায় তাদের প্রথম চ্যালেঞ্জ রবার্ট লেভানদোস্কির পোল্যান্ড। মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে আজ রাত ৯টায় মুখোমুখি হবে পোল্যান্ড ও সেনেগাল। আন্তর্জাতিক ম্যাচে এটাই দুইদলের প্রথম সাক্ষাৎ। সেনেগাল গত তিন আসরে এবং পোল্যান্ড গত দুই বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে পারেনি। তার আগে ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেয় পোল্যান্ড। নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নামছেন পোলিশ অধিনায়ক রবার্ট লেভানদোস্কি। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে গোলের বন্যা বইয়ে দেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। বাছাইপর্বে ১০ ম্যাচে সর্বোচ্চ ১৬ গোল করেন এই ‘গোলমেশিন’। বিশ্বকাপে গোলের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যের কথা আগেই জানিয়েছেন ২৯ বছর বয়সী লেভানদোস্কি। তাকে আটকানোটাই হবে সেনেগালের প্রধান টার্গেট। এটি পোল্যান্ডের জন্য সহায়ক হবে বলে মনে করেন লেভানদোস্কি, ‘আমি জানি না গোলের কত ভালো সুযোগ পাব। কিন্তু যখন আমাকে কড়া মার্কিংয়ে রাখা হবে তা আমার সতীর্থদের জন্য জায়গা করে দেবে। আমরা এই সুযোগটি নিতে চাইবো।’ বিশ্বকাপে পোল্যান্ডের সর্বোচ্চ সাফল্য তৃতীয় স্থান। ১৯৭৪ ও ১৯৮২ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল পোল্যান্ড। বিশ্বকাপে ৩৬ বছর পর আফ্রিকান দেশের মুখোমুখি হচ্ছে তারা। সবশেষ ১৯৮২ আসরে ক্যামেরুনের সঙ্গে গোলশূন্য ড্র করে পোল্যান্ড। ‘এইচ’ গ্রুপে পোল্যান্ড ও সেনেগালের সঙ্গী কলম্বিয়া ও জাপান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সেনেগালের পোল্যান্ড চ্যালেঞ্জ

আপলোড টাইম : ০৮:৫৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮

খেলাধুলা ডেস্ক: নিজেদের ফুটবল ইতিহাসে একবারই (২০০২) বিশ্বকাপ খেলে সেনেগাল। অভিষেকে কোয়ার্টার ফাইনাল খেলে বিশ্বকে চমকে দেয় আফ্রিকার দেশটি। আর সেবার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই শিরোপাধারী ফ্রান্সের বিপক্ষে জয় দেখে তারা। এবার দ্বিতীয় বিশ্বকাপ মিশনে নামছে সেনেগাল। রাশিয়ায় তাদের প্রথম চ্যালেঞ্জ রবার্ট লেভানদোস্কির পোল্যান্ড। মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে আজ রাত ৯টায় মুখোমুখি হবে পোল্যান্ড ও সেনেগাল। আন্তর্জাতিক ম্যাচে এটাই দুইদলের প্রথম সাক্ষাৎ। সেনেগাল গত তিন আসরে এবং পোল্যান্ড গত দুই বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে পারেনি। তার আগে ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেয় পোল্যান্ড। নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নামছেন পোলিশ অধিনায়ক রবার্ট লেভানদোস্কি। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে গোলের বন্যা বইয়ে দেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। বাছাইপর্বে ১০ ম্যাচে সর্বোচ্চ ১৬ গোল করেন এই ‘গোলমেশিন’। বিশ্বকাপে গোলের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যের কথা আগেই জানিয়েছেন ২৯ বছর বয়সী লেভানদোস্কি। তাকে আটকানোটাই হবে সেনেগালের প্রধান টার্গেট। এটি পোল্যান্ডের জন্য সহায়ক হবে বলে মনে করেন লেভানদোস্কি, ‘আমি জানি না গোলের কত ভালো সুযোগ পাব। কিন্তু যখন আমাকে কড়া মার্কিংয়ে রাখা হবে তা আমার সতীর্থদের জন্য জায়গা করে দেবে। আমরা এই সুযোগটি নিতে চাইবো।’ বিশ্বকাপে পোল্যান্ডের সর্বোচ্চ সাফল্য তৃতীয় স্থান। ১৯৭৪ ও ১৯৮২ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল পোল্যান্ড। বিশ্বকাপে ৩৬ বছর পর আফ্রিকান দেশের মুখোমুখি হচ্ছে তারা। সবশেষ ১৯৮২ আসরে ক্যামেরুনের সঙ্গে গোলশূন্য ড্র করে পোল্যান্ড। ‘এইচ’ গ্রুপে পোল্যান্ড ও সেনেগালের সঙ্গী কলম্বিয়া ও জাপান।