ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সুন্দর সমাজ গঠনে সকলকে ভালো মানুষ হতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮
  • / ৪৮৯ বার পড়া হয়েছে

সরিষাডাঙ্গায় বিশু শাহ্ বাৎসরিক বাউল মেলার সমাপনীতে বক্তারা
নিজস্ব প্রতিবেদক: ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি, নইলে পরে ক্ষ্যাপারে তুই মূল হারাবি’ এই বিখ্যাত উক্তিকে সামনে রেখে শুরু হওয়া বিশু শাহ বাৎসরিক সাধু সংঘ ও বাউল মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ১০টায় চুয়াডাঙ্গার মোমিনপুরের সরিষাডাঙ্গায় বিশুশাহ মাজার সংলগ্ন মুক্তমঞ্চে এ সম্পনী অনুষ্ঠিত হয়। মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল খালেক। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক। সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুস সালাম জোয়ার্দ্দার, মোস্তাফিজুর রহমান মাজু, খালেক শাহ ও রানা আহমেদ। সঙ্গীতানুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক অনিক সাইফুল ও ভারতীয় চ্যানেল স্টার জলসা’র উপস্থাপক মনি। সমাপনী অনুষ্ঠানে বক্তারা সুন্দর সমাজ গঠনে সকলকে ভালো মানুষ হওয়ার আহ্বান জানান।
সমাপনী দিনে বিশু শাহ্ মুক্তমঞ্চে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে বাউল গান পরিবেশন করেন কুষ্টিয়া লালন আখড়ার শিল্পী অঞ্জলী ঘোষ, বাউল শিল্পী স্বপন বৈরাগী, কৃষ্ণ ব্যান্ডের মৌসুমী, সুমন, খালিদ, বাউল লালিম ও পাগলা মুন্নাসহ এপার বাংলা ওপার বাংলার সঙ্গীত শিল্পীরা। এছাড়া জি-বাংলার জনপ্রিয় শো মীরাক্কেল স্টার প্যাঙ্গা পার্থ ভিন্নধর্মী অভিনয় প্রদর্শন করে দর্শকের মন জয় করে। এছাড়া জি-বাংলা স্টার কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ভাস্কর সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বাউল সঙ্গীত উপভোগ করেন সদর থানার এসআই কিশোর কুমার, এসআই খালিদ, এসআই খাইরুল আলম, এসআই ভবতোষ, চুয়াডাঙ্গা অটোস্টার ক্লাবের সভাপতি এমএ মারুফ ও আরএইচএম ফ্রেন্ডস সার্কেলের সভাপতি অমিত হাসান রবিন প্রমুখ।
এর আগে ৪ মার্চ রোববার রাত ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। সেসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আলম সনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানের সভপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান মাজু। স্বাগত বক্তব্য রাখেন বিশু শাহ্ মাজার কমিটির সভাপতি আব্দুস সালাম জোয়ার্দ্দার। উদ্বোধনী দিনে সঙ্গীত পরিবশেন করেন গঞ্জের শাহ, আব্বু বাক্কা শাহ, আকলিমা, লতিফ শাহ, উস্তাদ রেজাউল, লালিম শাহ, মুন্সি শাহ, জুয়েল শাহ, মৌসুমীসহ এপার বাংলা ওপার বাংলার শিল্পীবৃন্দ। উদ্বোধনী দিনে আজিজ শাহ, আজিজুল শাহ, আবু বক্কর শাহ, পাচু শাহ, আলাউদ্দিন শাহ, ইসলাম শাহ, লিটু শাহ, শান্ত ফকির, জামাত ফকির, আহসান কাবীব, খলিল শাহ, শাহিন, জুয়েল বাউল, ওমর পাশা প্রমুখ সাধুরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামে আধ্ম্যতিক সাধক বিশু শাহ এর ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত রবিবার থেকে বার্ষিক ওরশ মোবারক ও তিন দিনব্যাপি বাউল মেলা শুরু হয়। গতকাল এ মেলার সমাপ্তি ঘোষণা করা হলেও আজও এ মেলার স্টলগুলো খোলা থাকবে এবং বাউল শিল্পীদের পালাগান চলবে। আজ রাত পর্যন্ত এ গান চলবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সুন্দর সমাজ গঠনে সকলকে ভালো মানুষ হতে হবে

আপলোড টাইম : ০৯:৫৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮

সরিষাডাঙ্গায় বিশু শাহ্ বাৎসরিক বাউল মেলার সমাপনীতে বক্তারা
নিজস্ব প্রতিবেদক: ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি, নইলে পরে ক্ষ্যাপারে তুই মূল হারাবি’ এই বিখ্যাত উক্তিকে সামনে রেখে শুরু হওয়া বিশু শাহ বাৎসরিক সাধু সংঘ ও বাউল মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ১০টায় চুয়াডাঙ্গার মোমিনপুরের সরিষাডাঙ্গায় বিশুশাহ মাজার সংলগ্ন মুক্তমঞ্চে এ সম্পনী অনুষ্ঠিত হয়। মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল খালেক। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক। সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুস সালাম জোয়ার্দ্দার, মোস্তাফিজুর রহমান মাজু, খালেক শাহ ও রানা আহমেদ। সঙ্গীতানুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক অনিক সাইফুল ও ভারতীয় চ্যানেল স্টার জলসা’র উপস্থাপক মনি। সমাপনী অনুষ্ঠানে বক্তারা সুন্দর সমাজ গঠনে সকলকে ভালো মানুষ হওয়ার আহ্বান জানান।
সমাপনী দিনে বিশু শাহ্ মুক্তমঞ্চে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে বাউল গান পরিবেশন করেন কুষ্টিয়া লালন আখড়ার শিল্পী অঞ্জলী ঘোষ, বাউল শিল্পী স্বপন বৈরাগী, কৃষ্ণ ব্যান্ডের মৌসুমী, সুমন, খালিদ, বাউল লালিম ও পাগলা মুন্নাসহ এপার বাংলা ওপার বাংলার সঙ্গীত শিল্পীরা। এছাড়া জি-বাংলার জনপ্রিয় শো মীরাক্কেল স্টার প্যাঙ্গা পার্থ ভিন্নধর্মী অভিনয় প্রদর্শন করে দর্শকের মন জয় করে। এছাড়া জি-বাংলা স্টার কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ভাস্কর সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বাউল সঙ্গীত উপভোগ করেন সদর থানার এসআই কিশোর কুমার, এসআই খালিদ, এসআই খাইরুল আলম, এসআই ভবতোষ, চুয়াডাঙ্গা অটোস্টার ক্লাবের সভাপতি এমএ মারুফ ও আরএইচএম ফ্রেন্ডস সার্কেলের সভাপতি অমিত হাসান রবিন প্রমুখ।
এর আগে ৪ মার্চ রোববার রাত ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। সেসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আলম সনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানের সভপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান মাজু। স্বাগত বক্তব্য রাখেন বিশু শাহ্ মাজার কমিটির সভাপতি আব্দুস সালাম জোয়ার্দ্দার। উদ্বোধনী দিনে সঙ্গীত পরিবশেন করেন গঞ্জের শাহ, আব্বু বাক্কা শাহ, আকলিমা, লতিফ শাহ, উস্তাদ রেজাউল, লালিম শাহ, মুন্সি শাহ, জুয়েল শাহ, মৌসুমীসহ এপার বাংলা ওপার বাংলার শিল্পীবৃন্দ। উদ্বোধনী দিনে আজিজ শাহ, আজিজুল শাহ, আবু বক্কর শাহ, পাচু শাহ, আলাউদ্দিন শাহ, ইসলাম শাহ, লিটু শাহ, শান্ত ফকির, জামাত ফকির, আহসান কাবীব, খলিল শাহ, শাহিন, জুয়েল বাউল, ওমর পাশা প্রমুখ সাধুরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামে আধ্ম্যতিক সাধক বিশু শাহ এর ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত রবিবার থেকে বার্ষিক ওরশ মোবারক ও তিন দিনব্যাপি বাউল মেলা শুরু হয়। গতকাল এ মেলার সমাপ্তি ঘোষণা করা হলেও আজও এ মেলার স্টলগুলো খোলা থাকবে এবং বাউল শিল্পীদের পালাগান চলবে। আজ রাত পর্যন্ত এ গান চলবে।