ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সীমান্তে পাকিস্তানের গুলিতে বিএসএফ অফিসার নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
  • / ১০২ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক:
জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সীমান্তরেখায় পাকিস্তানি সেনার ছোঁড়া গুলিতে নিহত হলেন এক বিএসএফ অফিসার। ভারতীয় সেনার পক্ষ থেকে পাকিস্তানের আক্রমণের পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএসএফ জানিয়েছে, কোনও কারণ ছাড়াই এদিন রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাতে শুরু করে পাকিস্তান। তাদের ছোঁড়া গুলিতে বিএসএফের সাব ইন্সপেক্টর নিহত হন। মৃত্যুর আগে তিনি সাহসের পরিচয় দিয়েছেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে। ওপার থেকে ছোঁড়া গুলির জবাব দেওয়ার পাশাপাশি নিজের কয়েকজন সহকর্মীর প্রাণ বাঁচান তিনি। উল্লেখ্য, এবছর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের একাধিক অভিযোগ করে আসছে ভারত। ভারতের দাবি, ২০০৩ সালে হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর থেকে নিয়মিত পাকিস্তান তা ভঙ্গ করে আসছে। এবছর সব পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে তারা। সূত্র : হিন্দুস্তান টাইমস।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সীমান্তে পাকিস্তানের গুলিতে বিএসএফ অফিসার নিহত

আপলোড টাইম : ১০:৩৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০

বিশ্ব ডেস্ক:
জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সীমান্তরেখায় পাকিস্তানি সেনার ছোঁড়া গুলিতে নিহত হলেন এক বিএসএফ অফিসার। ভারতীয় সেনার পক্ষ থেকে পাকিস্তানের আক্রমণের পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএসএফ জানিয়েছে, কোনও কারণ ছাড়াই এদিন রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাতে শুরু করে পাকিস্তান। তাদের ছোঁড়া গুলিতে বিএসএফের সাব ইন্সপেক্টর নিহত হন। মৃত্যুর আগে তিনি সাহসের পরিচয় দিয়েছেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে। ওপার থেকে ছোঁড়া গুলির জবাব দেওয়ার পাশাপাশি নিজের কয়েকজন সহকর্মীর প্রাণ বাঁচান তিনি। উল্লেখ্য, এবছর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের একাধিক অভিযোগ করে আসছে ভারত। ভারতের দাবি, ২০০৩ সালে হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর থেকে নিয়মিত পাকিস্তান তা ভঙ্গ করে আসছে। এবছর সব পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে তারা। সূত্র : হিন্দুস্তান টাইমস।