ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা নিজেকে সমৃদ্ধ করে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯
  • / ২৭৮ বার পড়া হয়েছে

?

চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজে প্রতিযোগিতা উদ্বোধনকালে অধ্যক্ষ আজিজ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে দুইদিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষা ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে গড়ে উঠে একটি আলোকিত এবং আধুনিক সমাজ। শিক্ষার্থীদের মধ্যে হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সঞ্চারিত করার মধ্য দিয়ে কাঙ্খিত সোনার বাংলা গড়ার প্রত্যয় আমাদের। সংস্কৃতিচর্চা মননশীলতা বাড়ায়, শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে। নানা ধরনের সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত হলে এর মাধ্যমে মেধার বিকাশ ঘটে, এছাড়া নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধও তৈরি হয়। সাহিত্য ও সংস্কৃতিচর্চা নিজেকে সমৃদ্ধ করে।
উদ্বোধন অনুষ্ঠানে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার আহ্বায়ক মাসুদ পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ রেজাউল করিম ও শিক্ষক পরিষদের সম্পাদক মামুন আর-রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, শাহজাহান আলী, সাজ্জাত হোসেন, মাহমুদ কবির, প্রভাষক মারুফুল ইসলাম, রহিমা খাতুন, নুসরান জাহান চুমকী, নাজনীন নাহার, সালমান পারভেজ, প্রফুল্ল কুমার দত্ত প্রমুখ।
বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় প্রথমদিনে কেরাত, হামদ/নাত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, কৌতুক ও ধারাবহিক গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, আধুনিক গান, পল্লী গীতি, ভাটিয়াল, ভাওয়াইয়া, লালনগীতি এবং নৃত্য (ক্লাসিক/সাধারণ/উচ্চাঙ্গ) পরিবেশনসহ ১৩টি বিষয়ে ছাত্রীরা অংশগ্রহন করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা নিজেকে সমৃদ্ধ করে

আপলোড টাইম : ১০:২০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯

চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজে প্রতিযোগিতা উদ্বোধনকালে অধ্যক্ষ আজিজ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে দুইদিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষা ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে গড়ে উঠে একটি আলোকিত এবং আধুনিক সমাজ। শিক্ষার্থীদের মধ্যে হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সঞ্চারিত করার মধ্য দিয়ে কাঙ্খিত সোনার বাংলা গড়ার প্রত্যয় আমাদের। সংস্কৃতিচর্চা মননশীলতা বাড়ায়, শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে। নানা ধরনের সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত হলে এর মাধ্যমে মেধার বিকাশ ঘটে, এছাড়া নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধও তৈরি হয়। সাহিত্য ও সংস্কৃতিচর্চা নিজেকে সমৃদ্ধ করে।
উদ্বোধন অনুষ্ঠানে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার আহ্বায়ক মাসুদ পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ রেজাউল করিম ও শিক্ষক পরিষদের সম্পাদক মামুন আর-রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, শাহজাহান আলী, সাজ্জাত হোসেন, মাহমুদ কবির, প্রভাষক মারুফুল ইসলাম, রহিমা খাতুন, নুসরান জাহান চুমকী, নাজনীন নাহার, সালমান পারভেজ, প্রফুল্ল কুমার দত্ত প্রমুখ।
বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় প্রথমদিনে কেরাত, হামদ/নাত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, কৌতুক ও ধারাবহিক গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, আধুনিক গান, পল্লী গীতি, ভাটিয়াল, ভাওয়াইয়া, লালনগীতি এবং নৃত্য (ক্লাসিক/সাধারণ/উচ্চাঙ্গ) পরিবেশনসহ ১৩টি বিষয়ে ছাত্রীরা অংশগ্রহন করে।