ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সাহিত্যের নতুন ও আধুনিক সম্ভাবনা হয়ে দাড়াতে পারে এই পথ পত্রিকা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮
  • / ৫১৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় চর্চায়ন শিল্পীদের হাতে গড়া পথ পত্রিকা উদ্বোধনকালে নাজমুল হক স্বপন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজ-রেল স্টেশন রোডের পান্না সিনেমা হল এলাকায় রাস্তার পাশে বিশাল বটগাছ। একটি বিশাল বোর্ডে জল রঙে আঁকা হলেও হঠাৎ দেখে বোঝার উপায় নেই এটি তুলির পরশে আঁকা বটগাছটি। গাছের ডালে ডালে পাটের সুতোঁয় বাধা নবীণ-প্রবীণ সম্মিলিত কবিদের ২১টি কবিতা। ভিন্ন আঙ্গিকে সৌন্দর্য্য ফুটিয়ে তোলা হয়েছে কবিদের লেখা কবিতার পাতাগুলো আগুনে পুড়িয়ে। চুয়াডাঙ্গা সাহিত্য চর্চা কেন্দ্র চর্চায়ন’র উদ্যোগে সার্বিক সহযোগিতার মাধ্যমে এ আয়োজনের পূর্ণতা দিয়েছে এতদাঞ্চলের পাঠকনন্দিত জনপ্রিয় দৈনিক সময়ের সমীকরণ। গতকাল শুক্রবার বিকাল ৬টায় জমকালো এক আয়োজনে ফিতা কেটে পথপত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।
এ সময় তিনি বলেন, ‘লেখিয়েদের সৃজনশীল মেধার বিকাশ, লেখালেখি চর্চা, তথ্যপ্রবাহে প্রবেশাধিকার এবং জীবন দক্ষতা বাড়িয়ে তোলাটা খুবই জরুরি। এই লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে হবে। সাহিত্যের নতুন ও আধুনিক সম্ভাবনা হয়ে দাড়াতে পারে এই পথ পত্রিকা।’
উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ’র বার্তা সম্পাদক হুসাইন মালিক, সাহিত্য সম্পাদক কবি অমিতাভ মীর ও এম.এ মামুন, গীতিকার কবি ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাসেম, প্রগতি লেখক সংঘের সম্পাদক কাজল মাহমুদ, কবি রিগ্যান এসকান্দার, বকুল আহমেদ, আব্বাস উদ্দীন, চর্চায়নের সম্পাদনা পরিষদের সদস্য দিপু মতিয়ার, সুমন ইকবাল, জহির আহমেদ, শিল্প সম্পাদক রায়হান শাহ এবং চর্চায়ন সদস্য সুহাসিনী, চাঁদ, এনএস সাগর, নাঈম, শাকিল, আসাদ জামান শিমুল, জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দীন, পলাশসহ চুয়াডাঙ্গা সাহিত্য চর্চা কেন্দ্রের সদস্য, চর্চায়ন কর্মী, জেলার সর্বস্তরের লেখিয়েবৃন্দ। ‘চর্চায়ন পথপত্রিকা’ প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পান্না সিনেমা হলের সামনে পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, সরদার আলী হোসেন, রিগ্যান এসকান্দার ও বকুল আহমেদের সম্পাদনায় চর্চায়ন পথপত্রিকাটি আত্মপ্রকাশ করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সাহিত্যের নতুন ও আধুনিক সম্ভাবনা হয়ে দাড়াতে পারে এই পথ পত্রিকা

আপলোড টাইম : ১১:৪৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮

চুয়াডাঙ্গায় চর্চায়ন শিল্পীদের হাতে গড়া পথ পত্রিকা উদ্বোধনকালে নাজমুল হক স্বপন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজ-রেল স্টেশন রোডের পান্না সিনেমা হল এলাকায় রাস্তার পাশে বিশাল বটগাছ। একটি বিশাল বোর্ডে জল রঙে আঁকা হলেও হঠাৎ দেখে বোঝার উপায় নেই এটি তুলির পরশে আঁকা বটগাছটি। গাছের ডালে ডালে পাটের সুতোঁয় বাধা নবীণ-প্রবীণ সম্মিলিত কবিদের ২১টি কবিতা। ভিন্ন আঙ্গিকে সৌন্দর্য্য ফুটিয়ে তোলা হয়েছে কবিদের লেখা কবিতার পাতাগুলো আগুনে পুড়িয়ে। চুয়াডাঙ্গা সাহিত্য চর্চা কেন্দ্র চর্চায়ন’র উদ্যোগে সার্বিক সহযোগিতার মাধ্যমে এ আয়োজনের পূর্ণতা দিয়েছে এতদাঞ্চলের পাঠকনন্দিত জনপ্রিয় দৈনিক সময়ের সমীকরণ। গতকাল শুক্রবার বিকাল ৬টায় জমকালো এক আয়োজনে ফিতা কেটে পথপত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।
এ সময় তিনি বলেন, ‘লেখিয়েদের সৃজনশীল মেধার বিকাশ, লেখালেখি চর্চা, তথ্যপ্রবাহে প্রবেশাধিকার এবং জীবন দক্ষতা বাড়িয়ে তোলাটা খুবই জরুরি। এই লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে হবে। সাহিত্যের নতুন ও আধুনিক সম্ভাবনা হয়ে দাড়াতে পারে এই পথ পত্রিকা।’
উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ’র বার্তা সম্পাদক হুসাইন মালিক, সাহিত্য সম্পাদক কবি অমিতাভ মীর ও এম.এ মামুন, গীতিকার কবি ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাসেম, প্রগতি লেখক সংঘের সম্পাদক কাজল মাহমুদ, কবি রিগ্যান এসকান্দার, বকুল আহমেদ, আব্বাস উদ্দীন, চর্চায়নের সম্পাদনা পরিষদের সদস্য দিপু মতিয়ার, সুমন ইকবাল, জহির আহমেদ, শিল্প সম্পাদক রায়হান শাহ এবং চর্চায়ন সদস্য সুহাসিনী, চাঁদ, এনএস সাগর, নাঈম, শাকিল, আসাদ জামান শিমুল, জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দীন, পলাশসহ চুয়াডাঙ্গা সাহিত্য চর্চা কেন্দ্রের সদস্য, চর্চায়ন কর্মী, জেলার সর্বস্তরের লেখিয়েবৃন্দ। ‘চর্চায়ন পথপত্রিকা’ প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পান্না সিনেমা হলের সামনে পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, সরদার আলী হোসেন, রিগ্যান এসকান্দার ও বকুল আহমেদের সম্পাদনায় চর্চায়ন পথপত্রিকাটি আত্মপ্রকাশ করেছে।