ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সাব্বির নাসিরের ‘মৃত জোনাকি’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
  • / ২৫৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদন
দুই ভাই শেখ সামী মাহমুদ ও শেখ শাফি মাহমুদের গানের প্রজেক্ট ‘এপিরাস’। বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের গানের সংগীতায়োজন করেন তারা। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডে তারা চার বছর ধরে কাজ করছেন। তাদের সংগীতায়োজনে মিকা সিং ও আলী কুলি মির্জার ‘ইশকাম’সহ বেশকিছু গান সাড়া ফেলেছে। এবার তাদের সুর ও সংগীতে কাজ করলেন সংগীতশিল্পী সাব্বির নাসির। তিনি বলেন, ‘হর্ষ’ গানটি শোনার পর শাফি মুগ্ধ হয়ে মুম্বই থেকে আমাকে ফোন করে তাদের গানে আমাকে নেয়ার আগ্রহ প্রকাশ করেন। এরপর নতুন গানের কাজ শুরু হয়। সাব্বির নাসির একজন ব্লুজ এবং রক ঘরানার সংগীতশিল্পী। প্রথম দিকে কিছুটা সিদ্ধান্তহীনতায় ছিলেন। তারপর সিদ্ধান্তে আসেন ‘এপিরাস’ এর সাথে ই ডি এম এর উপর এই নিরীক্ষাধর্মী কাজটি করার। এ গানটির কন্ঠ ধারণ হয় মুম্বইয়ে। ‘মৃত জোনাকি’ শীর্ষক এ গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন তানিম রহমান অংশু। আর তাতে মডেল হিসেবে সালহা খানম নাদিয়া এবং আশফাক কাজ করেছেন। সাব্বির নাসিরের কণ্ঠে ‘মৃত জোনাকি’ গানটি গানচিল থেকে আজ প্রকাশ হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সাব্বির নাসিরের ‘মৃত জোনাকি’

আপলোড টাইম : ১০:১৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০

বিনোদন প্রতিবেদন
দুই ভাই শেখ সামী মাহমুদ ও শেখ শাফি মাহমুদের গানের প্রজেক্ট ‘এপিরাস’। বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের গানের সংগীতায়োজন করেন তারা। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডে তারা চার বছর ধরে কাজ করছেন। তাদের সংগীতায়োজনে মিকা সিং ও আলী কুলি মির্জার ‘ইশকাম’সহ বেশকিছু গান সাড়া ফেলেছে। এবার তাদের সুর ও সংগীতে কাজ করলেন সংগীতশিল্পী সাব্বির নাসির। তিনি বলেন, ‘হর্ষ’ গানটি শোনার পর শাফি মুগ্ধ হয়ে মুম্বই থেকে আমাকে ফোন করে তাদের গানে আমাকে নেয়ার আগ্রহ প্রকাশ করেন। এরপর নতুন গানের কাজ শুরু হয়। সাব্বির নাসির একজন ব্লুজ এবং রক ঘরানার সংগীতশিল্পী। প্রথম দিকে কিছুটা সিদ্ধান্তহীনতায় ছিলেন। তারপর সিদ্ধান্তে আসেন ‘এপিরাস’ এর সাথে ই ডি এম এর উপর এই নিরীক্ষাধর্মী কাজটি করার। এ গানটির কন্ঠ ধারণ হয় মুম্বইয়ে। ‘মৃত জোনাকি’ শীর্ষক এ গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন তানিম রহমান অংশু। আর তাতে মডেল হিসেবে সালহা খানম নাদিয়া এবং আশফাক কাজ করেছেন। সাব্বির নাসিরের কণ্ঠে ‘মৃত জোনাকি’ গানটি গানচিল থেকে আজ প্রকাশ হবে।