ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সাফল্য চারটি গুণে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭
  • / ৪০৬ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: পার্থিব জীবনে আমরা সবাই সাফল্যের প্রত্যাশা করি। সাফল্য লাভের জন্যই আমাদের নিরন্তন সাধনা। কিন্তু আমরা সফলতার পদচুম্বন করতে পারি কতজন। শত চেষ্টা করেও অনেক সময় সাফল্য আমাদের ধরা দেয় না। এর কারণ হচ্ছে নীতি-নৈতিকতার পথ ছেড়ে আমরা সংক্ষিপ্ত পথে সফলতা পেতে চাই। আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘চারটি গুণ যখন তোমার মধ্যে থাকবে, তখন দুনিয়ার সবকিছু হারিয়ে গেলেও কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সেই গুণ চারটি হচ্ছে আমানত সংরক্ষণ, কথায় সততা, উত্তম চরিত্র ও হালাল খাদ্য। ইমানের অনিবার্য দাবি হলো, বিশ্বস্ত হওয়া, আমানতের খেয়ানত না করা। ইসলামি জীবন পদ্ধতির সবকিছুর সঙ্গে আমানতদারির সংশ্লিষ্টতা রয়েছে। রাষ্ট্র পরিচালনা, সরকারি ও বেসরকারি দাফতরিক কাজ-কর্ম, শিক্ষকতা, সমাজের নেতৃত্ব, ব্যবসা-বাণিজ্য, মজুরি, শ্রম-মেহনত, দেশপ্রেম ইত্যাদি সবই আমানত। তাই প্রত্যেকের জন্য আমানতদার হওয়া জরুরি। আমানতদার ব্যক্তি সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসনীয়, সুনামের অধিকারী ও সুখ্যাত। পক্ষান্তরে সমাজে খেয়ানত বেড়ে গেলে অবস্থা ভয়াবহ আকার ধারণ করে। আজ আমাদের সমাজে সবচেয়ে বড় সংকট হচ্ছে আমানতদারিতার। সত্য বলার প্রতি শুধু ইসলামই নয়, প্রতিটি ধর্মই উদ্বুদ্ধ করেছে। মিথ্যাকে সব পাপের মূল হিসেবে আখ্যায়িত করা হয়েছে ইসলামে। একটি মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে আরো দশটি মিথ্যা বলা লাগে। এভাবে মিথ্যার মাত্রা বাড়তেই থাকে। কারো মধ্যে সততা না থাকলে তার দ্বারা যা ইচ্ছা তাই করা সম্ভব। মিথ্যা বলা মুনাফিকের অন্যতম লক্ষণ। এই স্বভাবের লোকজন দেশ, জাতি ও ধর্মের জন্য ভয়ঙ্কর। মানুষের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার চরিত্র। চরিত্রহীন মানুষ পশুর মতো। পশু থেকে মানুষকে আলাদা করা হয়েছে তার চরিত্র গুণে। চারিত্রিক সৌন্দর্য দিয়ে মানুষ পৃথিবীর বুকে দীর্ঘদিন বেঁচে থাকে আর এই চরিত্রের কারণেই মানুষ সবার কাছে হয় ঘৃণিত। রাসুল (সা.) বলেছেন, ‘মানুষের প্রতি আল্লাহর শ্রেষ্ঠ দান উত্তম আখলাক।’ হালাল খাবার খাবে, হারাম থেকে বেঁচে থাকবে এটা মুমিনের অন্যতম গুণ। হারাম খেয়ে কেউ যতই ইবাদত করুক তা গ্রহণযোগ্য নয়। হালাল রিজিকের বরকতে আল্লাহ অনেক বিপদাপদ থেকেও রক্ষা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সাফল্য চারটি গুণে

আপলোড টাইম : ০৫:১৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭

ধর্ম ডেস্ক: পার্থিব জীবনে আমরা সবাই সাফল্যের প্রত্যাশা করি। সাফল্য লাভের জন্যই আমাদের নিরন্তন সাধনা। কিন্তু আমরা সফলতার পদচুম্বন করতে পারি কতজন। শত চেষ্টা করেও অনেক সময় সাফল্য আমাদের ধরা দেয় না। এর কারণ হচ্ছে নীতি-নৈতিকতার পথ ছেড়ে আমরা সংক্ষিপ্ত পথে সফলতা পেতে চাই। আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘চারটি গুণ যখন তোমার মধ্যে থাকবে, তখন দুনিয়ার সবকিছু হারিয়ে গেলেও কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সেই গুণ চারটি হচ্ছে আমানত সংরক্ষণ, কথায় সততা, উত্তম চরিত্র ও হালাল খাদ্য। ইমানের অনিবার্য দাবি হলো, বিশ্বস্ত হওয়া, আমানতের খেয়ানত না করা। ইসলামি জীবন পদ্ধতির সবকিছুর সঙ্গে আমানতদারির সংশ্লিষ্টতা রয়েছে। রাষ্ট্র পরিচালনা, সরকারি ও বেসরকারি দাফতরিক কাজ-কর্ম, শিক্ষকতা, সমাজের নেতৃত্ব, ব্যবসা-বাণিজ্য, মজুরি, শ্রম-মেহনত, দেশপ্রেম ইত্যাদি সবই আমানত। তাই প্রত্যেকের জন্য আমানতদার হওয়া জরুরি। আমানতদার ব্যক্তি সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসনীয়, সুনামের অধিকারী ও সুখ্যাত। পক্ষান্তরে সমাজে খেয়ানত বেড়ে গেলে অবস্থা ভয়াবহ আকার ধারণ করে। আজ আমাদের সমাজে সবচেয়ে বড় সংকট হচ্ছে আমানতদারিতার। সত্য বলার প্রতি শুধু ইসলামই নয়, প্রতিটি ধর্মই উদ্বুদ্ধ করেছে। মিথ্যাকে সব পাপের মূল হিসেবে আখ্যায়িত করা হয়েছে ইসলামে। একটি মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে আরো দশটি মিথ্যা বলা লাগে। এভাবে মিথ্যার মাত্রা বাড়তেই থাকে। কারো মধ্যে সততা না থাকলে তার দ্বারা যা ইচ্ছা তাই করা সম্ভব। মিথ্যা বলা মুনাফিকের অন্যতম লক্ষণ। এই স্বভাবের লোকজন দেশ, জাতি ও ধর্মের জন্য ভয়ঙ্কর। মানুষের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার চরিত্র। চরিত্রহীন মানুষ পশুর মতো। পশু থেকে মানুষকে আলাদা করা হয়েছে তার চরিত্র গুণে। চারিত্রিক সৌন্দর্য দিয়ে মানুষ পৃথিবীর বুকে দীর্ঘদিন বেঁচে থাকে আর এই চরিত্রের কারণেই মানুষ সবার কাছে হয় ঘৃণিত। রাসুল (সা.) বলেছেন, ‘মানুষের প্রতি আল্লাহর শ্রেষ্ঠ দান উত্তম আখলাক।’ হালাল খাবার খাবে, হারাম থেকে বেঁচে থাকবে এটা মুমিনের অন্যতম গুণ। হারাম খেয়ে কেউ যতই ইবাদত করুক তা গ্রহণযোগ্য নয়। হালাল রিজিকের বরকতে আল্লাহ অনেক বিপদাপদ থেকেও রক্ষা করেন।