ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সাদা জার্সিতে আবারও মাশরাফি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
  • / ৩৭৫ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক : কোনো পরিসংখ্যান দিয়ে যাকে বিচার করা যায় না, তিনি মাশরাফি বিন মুর্তজা। নামের পাশে রেকর্ডের ছড়াছড়ি নেই, তাতে কি? বাংলাদেশের সফলতার অন্যতম পুরোধা যে ধরা হয় তাঁকেই। শক্ত হাতে ওয়ানডেতে যিনি দিয়ে যাচ্ছেন বাংলাদেশের নেতৃত্ব। টেস্টের সাদা জার্সিতে নিজেকে আবারও পরখ করে নিতে আজ মাঠে নামছেন এই পেসার। খুলনায় শুরু হওয়া বিসিএলের শেষ পর্বে আজ দক্ষিণাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে মাঠে নেমেছেন এই তারকা। রঙিন পোশাকে দলকে দারুণভাবে নেতৃত্ব দিলেও সাদা পোশাকে এই ক্রিকেটারের ক্যারিয়ারটাই থেমে গিয়েছিল হঠাৎই। ২০০৯ সালে সাদা জার্সিতে শেষ টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, বিদেশের মাটিতে। তারপর থেকে ইনজুরির কারণে তুলে রেখেছিলেন এই ফরম্যাটের জার্সি। টি- টোয়েন্টিতে গত বছর হুট করেই শ্রীলঙ্কার মাটিতে এই ফরম্যাট থেকে বিদায় নেন এই তারকা। অবশ্য স্বল্প এই ফরম্যাটে যে তিনি ফুরিয়ে যাননি তাঁর প্রমাণ দিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। দলকে পাইয়ে দিয়েছেন শিরোপার স্বাদ। মাশরাফির গুরুত্ব বুঝেই বিসিবি থেকে তাঁকে টি- টোয়েন্টিতে ফেরার আমন্ত্রণ জানানো হয়। কিন্তু মাশরাফি জানান টেস্টে ফিরতে চান তিনি। বিসিএলে এটাই মাশরাফির সাদা জার্সিতে প্রথম খেলা নয়। এর আগে ২০১৪ সালে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের হয়ে খেলেছিলেন এই ৩৪ বছর বয়সী তারকা। এই মৌসুমে খুলনাতেই প্রথম শ্রেণির দুটি ম্যাচ খেলেছেন। গতবছর সেপ্টেম্বরে এবারের জাতীয় লিগের দুটি ম্যাচ খেলেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সাদা জার্সিতে আবারও মাশরাফি

আপলোড টাইম : ১১:২৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮

খেলাধুলা ডেস্ক : কোনো পরিসংখ্যান দিয়ে যাকে বিচার করা যায় না, তিনি মাশরাফি বিন মুর্তজা। নামের পাশে রেকর্ডের ছড়াছড়ি নেই, তাতে কি? বাংলাদেশের সফলতার অন্যতম পুরোধা যে ধরা হয় তাঁকেই। শক্ত হাতে ওয়ানডেতে যিনি দিয়ে যাচ্ছেন বাংলাদেশের নেতৃত্ব। টেস্টের সাদা জার্সিতে নিজেকে আবারও পরখ করে নিতে আজ মাঠে নামছেন এই পেসার। খুলনায় শুরু হওয়া বিসিএলের শেষ পর্বে আজ দক্ষিণাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে মাঠে নেমেছেন এই তারকা। রঙিন পোশাকে দলকে দারুণভাবে নেতৃত্ব দিলেও সাদা পোশাকে এই ক্রিকেটারের ক্যারিয়ারটাই থেমে গিয়েছিল হঠাৎই। ২০০৯ সালে সাদা জার্সিতে শেষ টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, বিদেশের মাটিতে। তারপর থেকে ইনজুরির কারণে তুলে রেখেছিলেন এই ফরম্যাটের জার্সি। টি- টোয়েন্টিতে গত বছর হুট করেই শ্রীলঙ্কার মাটিতে এই ফরম্যাট থেকে বিদায় নেন এই তারকা। অবশ্য স্বল্প এই ফরম্যাটে যে তিনি ফুরিয়ে যাননি তাঁর প্রমাণ দিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। দলকে পাইয়ে দিয়েছেন শিরোপার স্বাদ। মাশরাফির গুরুত্ব বুঝেই বিসিবি থেকে তাঁকে টি- টোয়েন্টিতে ফেরার আমন্ত্রণ জানানো হয়। কিন্তু মাশরাফি জানান টেস্টে ফিরতে চান তিনি। বিসিএলে এটাই মাশরাফির সাদা জার্সিতে প্রথম খেলা নয়। এর আগে ২০১৪ সালে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের হয়ে খেলেছিলেন এই ৩৪ বছর বয়সী তারকা। এই মৌসুমে খুলনাতেই প্রথম শ্রেণির দুটি ম্যাচ খেলেছেন। গতবছর সেপ্টেম্বরে এবারের জাতীয় লিগের দুটি ম্যাচ খেলেছেন।