ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সরোজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ও আহতদের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • / ১৩৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়। এরমধ্যে চারজনের বাড়ি তিতুদহে। স্থানীয় যুবসমাজ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় তিতুদহ ইউনিয়ন পরিষদ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে নিহত চারজন ও আহত একজনের পরিবারের মধ্যে নগদ অর্থসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুল হোসেন জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে ও বড়শলুয়া নিউ মডেল কলেজের প্রভাষক রিপন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘সরোজগঞ্জ বাজারে বাসের ধাক্কায় যারা মারা গেছেন, তাঁরা সবাই ছিলেন দিনমজুর। সামান্য কিছু অর্থের বিনিময়ে এটাকে মিটিয়ে ফেলা উচিৎ হয়নি। রয়েল পরিবহনের উচিত ছিল প্রত্যোক পরিবারকে আরও বেশি অর্থ দেওয়া।’
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খবির উদ্দীন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক টুকু, তিতুদহ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মঈনউদ্দীন, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল হক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, জালাল উদ্দীন মাস্টার, ইমা মোল্লা, শফিউল্লা মন্ডল, ওয়াহেদ আলী, মনিরুজ্জামান মনো প্রমুখ।
আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘনায় নিহত তিতুদহ গ্রামের আকতার হোসেনের ছেলে রাজু আহম্মেদ, তাহাজ্জেল হোসেনের ছেলে সোহাগ মিয়া, মৃত রহিমের ছেলে শরিফুল, হায়দারের ছেলে শরিফ ও গুরুতর আহত একই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আলমগীর হোসেনের পরিবারকে নগদ সাড়ে ১৭ হাজার টাকা, এক বস্তা চাল, ডাল, শাড়ি, তেল, সাবান ও আলু বিতরণ করা হয়।
উল্লেখ্য, তিতুদহ গ্রামের রিপন, ঝণ্টু, আলো, সাগর, ডালিমসহ কয়েকজন যুবক তাঁদের নিজ প্রচেষ্টায় গ্রামের বিভিন্নজনের কাছ থেকে এক লাখ সাত হাজার টাকা সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে গতকাল অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সরোজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ও আহতদের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড টাইম : ০৯:২২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়। এরমধ্যে চারজনের বাড়ি তিতুদহে। স্থানীয় যুবসমাজ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় তিতুদহ ইউনিয়ন পরিষদ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে নিহত চারজন ও আহত একজনের পরিবারের মধ্যে নগদ অর্থসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুল হোসেন জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে ও বড়শলুয়া নিউ মডেল কলেজের প্রভাষক রিপন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘সরোজগঞ্জ বাজারে বাসের ধাক্কায় যারা মারা গেছেন, তাঁরা সবাই ছিলেন দিনমজুর। সামান্য কিছু অর্থের বিনিময়ে এটাকে মিটিয়ে ফেলা উচিৎ হয়নি। রয়েল পরিবহনের উচিত ছিল প্রত্যোক পরিবারকে আরও বেশি অর্থ দেওয়া।’
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খবির উদ্দীন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক টুকু, তিতুদহ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মঈনউদ্দীন, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল হক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, জালাল উদ্দীন মাস্টার, ইমা মোল্লা, শফিউল্লা মন্ডল, ওয়াহেদ আলী, মনিরুজ্জামান মনো প্রমুখ।
আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘনায় নিহত তিতুদহ গ্রামের আকতার হোসেনের ছেলে রাজু আহম্মেদ, তাহাজ্জেল হোসেনের ছেলে সোহাগ মিয়া, মৃত রহিমের ছেলে শরিফুল, হায়দারের ছেলে শরিফ ও গুরুতর আহত একই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আলমগীর হোসেনের পরিবারকে নগদ সাড়ে ১৭ হাজার টাকা, এক বস্তা চাল, ডাল, শাড়ি, তেল, সাবান ও আলু বিতরণ করা হয়।
উল্লেখ্য, তিতুদহ গ্রামের রিপন, ঝণ্টু, আলো, সাগর, ডালিমসহ কয়েকজন যুবক তাঁদের নিজ প্রচেষ্টায় গ্রামের বিভিন্নজনের কাছ থেকে এক লাখ সাত হাজার টাকা সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে গতকাল অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করে।