ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সরকার প্রবীণদের নানা সুযোগ-সুবিধা দিচ্ছে : ডিসি নজরুল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • / ২০৭ বার পড়া হয়েছে

নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বয়সের সমতার পথে যাত্রা’।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘বয়সের সমতার পথে যাত্রা’। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ইদ্রিস হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টিই এ দিবসের মূল লক্ষ্য। এখন দেখা যায়, অনেক সন্তান তাঁর বৃদ্ধ পিতা-মাতার খেয়াল রাখে না, পরিবারে রাখতে চায় না। যা ওই সন্তান ও সমাজের জন্য কলঙ্কের। বিষয়টি মাথায় রেখে সরকার প্রবীণদের নানা সুযোগ-সুবিধা দিচ্ছে, নিরাপদ আবাসনের ব্যবস্থার অংশ হিসেবে বৃদ্ধাশ্রম নির্মাণ করেছে। এখন দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে, ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সে দিন প্রবীণদের পুরো দায়িত্ব নিতে পারবে সরকার।
জেলা প্রবীণ হিতৈষী সংঘের নির্বাহী সদস্য আলাউদ্দিনের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ ও শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আবুল বাশার, প্রফেসর সিদ্দিকুর রহমান ও প্রফেসর এস এম ই¯্রাফিল। সভায় আরও বক্তব্য দেন জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান ও ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা কানিজ সুলতানা। পরে পিতা-মাতার প্রতি অতি যতœশীল ব্যাংক কর্মকর্তা শাহিনুল ইসলাম ও মমতাময়ী ফাতেমা বেগমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, জালাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, আব্দুল লতিফ, মাহবুবুল ইসলাম, মিজানুর রহমান, জামাল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।
দর্শনা:
‘বয়সের সমতার পথে যাত্রা’ এ স্লোগানে দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ওয়েভ ফাউন্ডেশন ও দর্শনা পৌর প্রবীণ কমিটির আয়োজনে দর্শনা রেলবাজার বটতলা নামক স্থান থেকে এ আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুরাতন বাজার পৌর প্রবীণ কমিটির অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি মোশররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুমিন লিংকন। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক হাজি আকমত আলী, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমান, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ, অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক, পৌর প্রবীণ কমিটির সহসভাপতি ফজলুল হক, উপদেষ্টা খালেকুজ্জামান, আবু ওয়াছেদ, হাসিনা আক্তার টুসি, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, হাবিবুর রহমান হবি, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন প্রমুখ।
জীবননগর:
‘বয়সের সমতার পথে যাত্রা’ এ প্রতিপাদ্যে জীবননগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় এ প্রবীণ দিবস পালিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের বটতলায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান ও সীমান্ত ইউনিয় প্রবীণ কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহন মিয়া। একই দিনে ওয়েভ ফাউন্ডেশন ও বাঁকা ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে প্রবীণ দিবস উপলক্ষে বাঁকা ইউনিয়ন পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকতা মাসুদুর রহমান, সাবেক শিক্ষক গোলাম রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা নুঝাত পারভিন।
আন্দুলবাড়ীয়া:
‘বয়সের সমতার পথে অগ্রযাত্রা’ স্লোগানে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া প্রবীণ সামাজিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ সামাজিক কেন্দ্রের সামনে থেকে এক র‌্যালিটি বের হয়ে আন্দুলবাড়ীয়া বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া প্রবীণ সামাজিক কেন্দ্রের ইউনিয়ন কমিটির সভাপতি মহাসিন আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মনিরুজ্জামান মুক্ত। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রবীণ সামাজিক কেন্দ্রের সহসভাপতি মোল্লা আলতাফ হোসেন ফেলা, সমাজ উন্নয়ন কর্মকর্তা আরিফ হোসেন ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা কাউছার আলী, নুরাইয়া কুলছুম সুমি, আসাদউল্লাহ, শাখা ব্যবস্থাপক ওয়াদুদ হোসেন, সুমন আহমেদ, সদস্য আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুর রহমান মিয়া, শিক্ষক শেখ সেকেন্দার আলী, মির্জা শাহাব উদ্দীন, আমির হোসেনসহ সদস্যরা।
মেহেরপুর:
র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে দিবসটি উপলক্ষে শহরে একটি র‌্যালি বের হয়। প্রবীণ হিতৈষী সংঘ মেহেরপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু তাহের ও কে এম আতাউল হাকিম লাল মিয়া। এ সময় প্রবীণদের মধ্যে তাঁদের হাঁটার সহযোগিতার জন্য বেতের লাঠি বিতরণ করা হয়।
কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণ সেবায় স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয়েছে। আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাংবাদিক শিপলু জামান ও তাঁর মা মর্জিনা খাতুনকে এ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সংগঠনের কালীগঞ্জ হাসপাতাল সড়কের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবীণ হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আনসার আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্না রাণী সাহা, সাধারণ সম্পাদক সদরউদ্দীন মিয়া, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সরকার প্রবীণদের নানা সুযোগ-সুবিধা দিচ্ছে : ডিসি নজরুল ইসলাম

আপলোড টাইম : ১০:১৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯

নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বয়সের সমতার পথে যাত্রা’।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘বয়সের সমতার পথে যাত্রা’। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ইদ্রিস হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টিই এ দিবসের মূল লক্ষ্য। এখন দেখা যায়, অনেক সন্তান তাঁর বৃদ্ধ পিতা-মাতার খেয়াল রাখে না, পরিবারে রাখতে চায় না। যা ওই সন্তান ও সমাজের জন্য কলঙ্কের। বিষয়টি মাথায় রেখে সরকার প্রবীণদের নানা সুযোগ-সুবিধা দিচ্ছে, নিরাপদ আবাসনের ব্যবস্থার অংশ হিসেবে বৃদ্ধাশ্রম নির্মাণ করেছে। এখন দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে, ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সে দিন প্রবীণদের পুরো দায়িত্ব নিতে পারবে সরকার।
জেলা প্রবীণ হিতৈষী সংঘের নির্বাহী সদস্য আলাউদ্দিনের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ ও শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আবুল বাশার, প্রফেসর সিদ্দিকুর রহমান ও প্রফেসর এস এম ই¯্রাফিল। সভায় আরও বক্তব্য দেন জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান ও ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা কানিজ সুলতানা। পরে পিতা-মাতার প্রতি অতি যতœশীল ব্যাংক কর্মকর্তা শাহিনুল ইসলাম ও মমতাময়ী ফাতেমা বেগমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, জালাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, আব্দুল লতিফ, মাহবুবুল ইসলাম, মিজানুর রহমান, জামাল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।
দর্শনা:
‘বয়সের সমতার পথে যাত্রা’ এ স্লোগানে দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ওয়েভ ফাউন্ডেশন ও দর্শনা পৌর প্রবীণ কমিটির আয়োজনে দর্শনা রেলবাজার বটতলা নামক স্থান থেকে এ আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুরাতন বাজার পৌর প্রবীণ কমিটির অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি মোশররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুমিন লিংকন। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক হাজি আকমত আলী, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমান, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ, অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক, পৌর প্রবীণ কমিটির সহসভাপতি ফজলুল হক, উপদেষ্টা খালেকুজ্জামান, আবু ওয়াছেদ, হাসিনা আক্তার টুসি, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, হাবিবুর রহমান হবি, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন প্রমুখ।
জীবননগর:
‘বয়সের সমতার পথে যাত্রা’ এ প্রতিপাদ্যে জীবননগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় এ প্রবীণ দিবস পালিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের বটতলায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান ও সীমান্ত ইউনিয় প্রবীণ কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহন মিয়া। একই দিনে ওয়েভ ফাউন্ডেশন ও বাঁকা ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে প্রবীণ দিবস উপলক্ষে বাঁকা ইউনিয়ন পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকতা মাসুদুর রহমান, সাবেক শিক্ষক গোলাম রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা নুঝাত পারভিন।
আন্দুলবাড়ীয়া:
‘বয়সের সমতার পথে অগ্রযাত্রা’ স্লোগানে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া প্রবীণ সামাজিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ সামাজিক কেন্দ্রের সামনে থেকে এক র‌্যালিটি বের হয়ে আন্দুলবাড়ীয়া বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া প্রবীণ সামাজিক কেন্দ্রের ইউনিয়ন কমিটির সভাপতি মহাসিন আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মনিরুজ্জামান মুক্ত। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রবীণ সামাজিক কেন্দ্রের সহসভাপতি মোল্লা আলতাফ হোসেন ফেলা, সমাজ উন্নয়ন কর্মকর্তা আরিফ হোসেন ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা কাউছার আলী, নুরাইয়া কুলছুম সুমি, আসাদউল্লাহ, শাখা ব্যবস্থাপক ওয়াদুদ হোসেন, সুমন আহমেদ, সদস্য আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুর রহমান মিয়া, শিক্ষক শেখ সেকেন্দার আলী, মির্জা শাহাব উদ্দীন, আমির হোসেনসহ সদস্যরা।
মেহেরপুর:
র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে দিবসটি উপলক্ষে শহরে একটি র‌্যালি বের হয়। প্রবীণ হিতৈষী সংঘ মেহেরপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু তাহের ও কে এম আতাউল হাকিম লাল মিয়া। এ সময় প্রবীণদের মধ্যে তাঁদের হাঁটার সহযোগিতার জন্য বেতের লাঠি বিতরণ করা হয়।
কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণ সেবায় স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয়েছে। আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাংবাদিক শিপলু জামান ও তাঁর মা মর্জিনা খাতুনকে এ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সংগঠনের কালীগঞ্জ হাসপাতাল সড়কের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবীণ হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আনসার আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্না রাণী সাহা, সাধারণ সম্পাদক সদরউদ্দীন মিয়া, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী প্রমুখ।