ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সমাজ ও জাতির উন্নয়নে লেখাপড়ার কোনো বিকল্প নেই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • / ২২৪ বার পড়া হয়েছে

মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের নবনির্মিত ভবন উদ্ধোধনকালে প্রতিমন্ত্রী
মুনশী মোকাদ্দেস/শেরখান:
‘সমাজ ও জাতির উন্নয়নে লেখাপড়ার কোনো বিকল্প নেই। একটি শিক্ষিত জাতিই পারে একটি উন্নত দেশ গঠনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখতে। সে লক্ষ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নতি সাধন করেছে, ছেলে-মেয়েরা যাতে সুন্দর পরিবেশে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়নে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ভূমিকা রাখতে পারে। সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখার জন্য সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দিয়েছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার। বর্তমান সরকারের একটাই লক্ষ্য, সব ছেলে-মেয়ে সুশিক্ষায় শিক্ষালাভ করে মানুষের মতো মানুষ হোক। তাই সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’
গতকাল রোববার বেলা ১১টার দিকে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের নতুন ভবন উদ্ধোধন, নবীন ছাত্র-ছাত্রীদের বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের দায়িত্বে আছেন বলেই দেশ আজ শান্তিতে আছে। স্কুল-কলেজে নতুন বিল্ডিং তৈরি করে দেওয়া হয়েছে। নতুন নতুন স্কুল-কলেজ স্থাপন করা হচ্ছে। মেহেরপুরের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, মেহেরপুরবাসীর ভালোভাবে যাতায়াতের জন্য খুব অল্প সময়ের মধ্যে রেললাইনের ব্যবস্থা করা হবে। কাউকে যেন হয়রানি হতে না হয়, সে জন্য মেহেরপুর, মুজিবনগর ও মোনাখালীতে একটি করে স্টেশনের ব্যবস্থা করে দেওয়া হবে।
মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল ও মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান। এ ছাড়া আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীসহ কলেজের প্রভাষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক মুরাদ আলী।
এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। পরে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন তিনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সমাজ ও জাতির উন্নয়নে লেখাপড়ার কোনো বিকল্প নেই

আপলোড টাইম : ১০:২১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯

মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের নবনির্মিত ভবন উদ্ধোধনকালে প্রতিমন্ত্রী
মুনশী মোকাদ্দেস/শেরখান:
‘সমাজ ও জাতির উন্নয়নে লেখাপড়ার কোনো বিকল্প নেই। একটি শিক্ষিত জাতিই পারে একটি উন্নত দেশ গঠনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখতে। সে লক্ষ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নতি সাধন করেছে, ছেলে-মেয়েরা যাতে সুন্দর পরিবেশে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়নে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ভূমিকা রাখতে পারে। সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখার জন্য সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দিয়েছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার। বর্তমান সরকারের একটাই লক্ষ্য, সব ছেলে-মেয়ে সুশিক্ষায় শিক্ষালাভ করে মানুষের মতো মানুষ হোক। তাই সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’
গতকাল রোববার বেলা ১১টার দিকে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের নতুন ভবন উদ্ধোধন, নবীন ছাত্র-ছাত্রীদের বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের দায়িত্বে আছেন বলেই দেশ আজ শান্তিতে আছে। স্কুল-কলেজে নতুন বিল্ডিং তৈরি করে দেওয়া হয়েছে। নতুন নতুন স্কুল-কলেজ স্থাপন করা হচ্ছে। মেহেরপুরের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, মেহেরপুরবাসীর ভালোভাবে যাতায়াতের জন্য খুব অল্প সময়ের মধ্যে রেললাইনের ব্যবস্থা করা হবে। কাউকে যেন হয়রানি হতে না হয়, সে জন্য মেহেরপুর, মুজিবনগর ও মোনাখালীতে একটি করে স্টেশনের ব্যবস্থা করে দেওয়া হবে।
মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল ও মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান। এ ছাড়া আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীসহ কলেজের প্রভাষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক মুরাদ আলী।
এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। পরে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন তিনি।