ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সভাপতি হলেন শেন ওয়াটসন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
  • / ৩০৬ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন:
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংগঠনের (এসিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সোমবার রাতে সংগঠনটির বার্ষিক সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। সংগঠনটির ১০ সদস্যের বোর্ডেরও প্রধান হয়েছেন তিনি। সদস্যদের তালিকায় পরিচিত নতুন মুখের মধ্যে আছেন প্যাট কামিন্স, ক্রিস্টিন বিমস ও সাবেক নারী ক্রিকেটার লিসা স্টালেকার। সভাপতি নির্বাচিত হওয়ার পর ওয়াটসন বলেছেন, ‘আমি সত্যিই খুব সম্মানিতবোধ করছি এসিএ এর সভাপতি নির্বাচিত হয়ে। আমার পূর্বে যারা ভালোভাবে দায়িত্ব পালন করেছেন তাদের পথ ধরে হাঁটতে হবে আমাকে। আসলে অনেক পথ পাড়ি দিতে হবে। তবে আমি খুবই উচ্ছ্বসিত এই ভেবে যেই খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে সেটাকে কিছু দেওয়ার সুযোগ পেতে যাচ্ছি। সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু খেলোয়াড়রা খেলে যাচ্ছে। তারা খেলে যাবে। আমাদের খেলা ‘ক্রিকেটকে’ টিকিয়ে রাখতে সব সময় শক্তিশালী অবস্থান নেব আমরা।’ সভাপতির পাশাপাশি একজন চেয়ারম্যান পদও সৃষ্টি করা হয়েছে। সেই দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক গ্রেগ ডায়ের। কয়েকজন প্রমিনেন্ট ক্রিকেটারকে পরিচালক পদে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন অ্যারোন ফিঞ্চ, আলিয়াস হেলি ও মইসেস হেনরিক। পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কয়েকজনকে। তারা হলেন স্টালেকার, নেইল ম্যাক্সওয়েল ও জানেট টরনি। তারা মূলত অর্থনৈতিক, বিনিয়োগ ও করপোরেট বিষয় নিয়ে কাজ করবেন। ওয়াটসন ২০০২ থেকে ২০১৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫৯টি টেস্ট, ১৯০টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ড নৈপূণ্যের জন্য তিনি সুপরিচিত। অস্ট্রেলিয়ার সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ক্ষেত্রে তিনি এখনো উন্মুক্ত। সবশেষ তিনি ২০১৯ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সভাপতি হলেন শেন ওয়াটসন

আপলোড টাইম : ০৯:১৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯

খেলাধুলা প্রতিবেদন:
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংগঠনের (এসিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সোমবার রাতে সংগঠনটির বার্ষিক সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। সংগঠনটির ১০ সদস্যের বোর্ডেরও প্রধান হয়েছেন তিনি। সদস্যদের তালিকায় পরিচিত নতুন মুখের মধ্যে আছেন প্যাট কামিন্স, ক্রিস্টিন বিমস ও সাবেক নারী ক্রিকেটার লিসা স্টালেকার। সভাপতি নির্বাচিত হওয়ার পর ওয়াটসন বলেছেন, ‘আমি সত্যিই খুব সম্মানিতবোধ করছি এসিএ এর সভাপতি নির্বাচিত হয়ে। আমার পূর্বে যারা ভালোভাবে দায়িত্ব পালন করেছেন তাদের পথ ধরে হাঁটতে হবে আমাকে। আসলে অনেক পথ পাড়ি দিতে হবে। তবে আমি খুবই উচ্ছ্বসিত এই ভেবে যেই খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে সেটাকে কিছু দেওয়ার সুযোগ পেতে যাচ্ছি। সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু খেলোয়াড়রা খেলে যাচ্ছে। তারা খেলে যাবে। আমাদের খেলা ‘ক্রিকেটকে’ টিকিয়ে রাখতে সব সময় শক্তিশালী অবস্থান নেব আমরা।’ সভাপতির পাশাপাশি একজন চেয়ারম্যান পদও সৃষ্টি করা হয়েছে। সেই দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক গ্রেগ ডায়ের। কয়েকজন প্রমিনেন্ট ক্রিকেটারকে পরিচালক পদে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন অ্যারোন ফিঞ্চ, আলিয়াস হেলি ও মইসেস হেনরিক। পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কয়েকজনকে। তারা হলেন স্টালেকার, নেইল ম্যাক্সওয়েল ও জানেট টরনি। তারা মূলত অর্থনৈতিক, বিনিয়োগ ও করপোরেট বিষয় নিয়ে কাজ করবেন। ওয়াটসন ২০০২ থেকে ২০১৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫৯টি টেস্ট, ১৯০টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ড নৈপূণ্যের জন্য তিনি সুপরিচিত। অস্ট্রেলিয়ার সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ক্ষেত্রে তিনি এখনো উন্মুক্ত। সবশেষ তিনি ২০১৯ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।