ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সব নবীর দীন এক ও অভিন্ন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮
  • / ৪০৮ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: আল্লাহ তায়ালা পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী-রাসুল পাঠিয়েছেন। সব নবী-রাসুলের দীন এবং মিল্লাত এক ও অভিন্ন। আদি থেকে অন্ত একই মিল্লাত চলছে, চলবে। তবে প্রত্যেক নবীর শরিয়ত ভিন্ন ভিন্ন। আমাদের শরিয়ত আগের সব শরিয়তকে রহিত করে দিয়েছে। এখন পূর্ববর্তী কোনো নবীর শরিয়ত অনুযায়ী জীবন পরিচালনা করার সুযোগ নেই। প্রত্যেককেই রাসুলুল্লাহ (সা.)-এর শরিয়ত মেনে চলতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যদি মুসা জীবিত থাকতেন, তবে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো গত্যন্তর থাকত না (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ২৬৪২১)। তিনি আরো বলেছেন, নবীরা সবাই বৈমাত্রেয় ভাই। তাদের মা ভিন্ন; কিন্তু সবার দীন এক (বুখারি, মুসলিম)। হজরত সুফিয়ান সাওরি (রহ.) বলেন, কুফর এক মিল্লাত আর ইসলাম এক মিল্লাত (মুসান্নাফে আবদুর রাজ্জাকা: ১০২৩৪)। কোরানেও এ বক্তব্যের সমর্থন পাওয়া যায়। আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য দীন শুধুই ইসলাম (সূরা আলে ইমরান: আয়াত-১৯)। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দীন অবলম্বন করার ইচ্ছা করবে, তার থেকে কিছুতেই সে দীন গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে (সূরা আলে ইমরান: আয়াত-৮৫)। মৃত্যুর সময়ে ইবরাহিম (আ.) তার সন্তান-সন্ততিদের উদ্দেশে অসিয়ত করছেন। কোরানে আছে, ইবরাহিম তার সন্তানদের অসিয়ত করল এবং ইয়াকুবও (তার সন্তানদের)- হে আমার ছেলেরা, আল্লাহ তোমাদের জন্য এ দীনকে মনোনীত করেছেন। সুতরাং তোমাদের মৃত্যু যেন এ অবস্থায়ই আসে যখন তোমরা মুসলিম থাকবে (সূরা বাকারা: আয়াত-১৩২)। এখন প্রত্যেকে একথা বলতে পারবে যে, আমি অমুক নবীর মিল্লাতের ওপর আছি। কিন্তু একথা বলার অবকাশ নেই যে, আমি অমুক নবীর শরিয়তের ওপর আছি। কেননা সব নবীর শরিয়ত ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু মিল্লাত ছিল একই। আর তা হলো ইসলাম। আল্লাহ তায়ালা বলেন, আমি তোমাদের প্রত্যেকের জন্য স্বতন্ত্র শরিয়ত এবং পথ নির্ধারণ করেছি। আল্লাহ চাইলে তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে দিতেন। কিন্তু তিনি (পৃথক শরিয়ত এজন্য দিয়েছেন) যাতে তিনি তোমাদের যা কিছু দিয়েছেন, তা দ্বারা তোমাদের পরীক্ষা করতে পারেন (সূরা মায়িদা: আয়াত-৪৮)।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সব নবীর দীন এক ও অভিন্ন

আপলোড টাইম : ০৯:১৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮

ধর্ম ডেস্ক: আল্লাহ তায়ালা পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী-রাসুল পাঠিয়েছেন। সব নবী-রাসুলের দীন এবং মিল্লাত এক ও অভিন্ন। আদি থেকে অন্ত একই মিল্লাত চলছে, চলবে। তবে প্রত্যেক নবীর শরিয়ত ভিন্ন ভিন্ন। আমাদের শরিয়ত আগের সব শরিয়তকে রহিত করে দিয়েছে। এখন পূর্ববর্তী কোনো নবীর শরিয়ত অনুযায়ী জীবন পরিচালনা করার সুযোগ নেই। প্রত্যেককেই রাসুলুল্লাহ (সা.)-এর শরিয়ত মেনে চলতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যদি মুসা জীবিত থাকতেন, তবে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো গত্যন্তর থাকত না (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ২৬৪২১)। তিনি আরো বলেছেন, নবীরা সবাই বৈমাত্রেয় ভাই। তাদের মা ভিন্ন; কিন্তু সবার দীন এক (বুখারি, মুসলিম)। হজরত সুফিয়ান সাওরি (রহ.) বলেন, কুফর এক মিল্লাত আর ইসলাম এক মিল্লাত (মুসান্নাফে আবদুর রাজ্জাকা: ১০২৩৪)। কোরানেও এ বক্তব্যের সমর্থন পাওয়া যায়। আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য দীন শুধুই ইসলাম (সূরা আলে ইমরান: আয়াত-১৯)। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দীন অবলম্বন করার ইচ্ছা করবে, তার থেকে কিছুতেই সে দীন গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে (সূরা আলে ইমরান: আয়াত-৮৫)। মৃত্যুর সময়ে ইবরাহিম (আ.) তার সন্তান-সন্ততিদের উদ্দেশে অসিয়ত করছেন। কোরানে আছে, ইবরাহিম তার সন্তানদের অসিয়ত করল এবং ইয়াকুবও (তার সন্তানদের)- হে আমার ছেলেরা, আল্লাহ তোমাদের জন্য এ দীনকে মনোনীত করেছেন। সুতরাং তোমাদের মৃত্যু যেন এ অবস্থায়ই আসে যখন তোমরা মুসলিম থাকবে (সূরা বাকারা: আয়াত-১৩২)। এখন প্রত্যেকে একথা বলতে পারবে যে, আমি অমুক নবীর মিল্লাতের ওপর আছি। কিন্তু একথা বলার অবকাশ নেই যে, আমি অমুক নবীর শরিয়তের ওপর আছি। কেননা সব নবীর শরিয়ত ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু মিল্লাত ছিল একই। আর তা হলো ইসলাম। আল্লাহ তায়ালা বলেন, আমি তোমাদের প্রত্যেকের জন্য স্বতন্ত্র শরিয়ত এবং পথ নির্ধারণ করেছি। আল্লাহ চাইলে তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে দিতেন। কিন্তু তিনি (পৃথক শরিয়ত এজন্য দিয়েছেন) যাতে তিনি তোমাদের যা কিছু দিয়েছেন, তা দ্বারা তোমাদের পরীক্ষা করতে পারেন (সূরা মায়িদা: আয়াত-৪৮)।