ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সবার প্রিয় শিক্ষক নুরু মাস্টার আর নেই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯
  • / ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক নুর মোহাম্মদ নুরু মাস্টার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা ও বেতবাড়িয়া গ্রামে বিকেল চারটায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। তাঁর জানাজার নামাজে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, শিক্ষক আহমেদ সোহেলসহ সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরা অংশ নেন।
জানা যায়, নুর মোহাম্মদ নুরু ১৯৪৮ সালের ২০ মার্চ আলমডাঙ্গা উপজেলার বেতবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। নুরু মাস্টার ১৯৬৭ সালের ১ ফেব্রুয়ারি নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৮ সালের ১৯ মার্চ তিনি সেখান থেকে অবসর গ্রহণ করেন। তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী, যাঁরা আজ বিভিন্ন শ্রেণি-পেশায় প্রতিষ্ঠিত, তাঁদের জীবন গড়ায় এ জনপ্রিয় শিক্ষক সমাজে ‘হিরে তৈরির কারিগর’ হিসেবে পরিচিত ছিলেন। মরহুমের বড় ছেলে আনিছুজ্জামান লিটন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। তাঁর মোজো ছেলে আক্তারুজ্জামান মিলন গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং ছোট ছেলে মনিরুজ্জামান মিডুল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ঢাকায় কর্মরত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সবার প্রিয় শিক্ষক নুরু মাস্টার আর নেই

আপলোড টাইম : ১০:০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক নুর মোহাম্মদ নুরু মাস্টার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা ও বেতবাড়িয়া গ্রামে বিকেল চারটায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। তাঁর জানাজার নামাজে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, শিক্ষক আহমেদ সোহেলসহ সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরা অংশ নেন।
জানা যায়, নুর মোহাম্মদ নুরু ১৯৪৮ সালের ২০ মার্চ আলমডাঙ্গা উপজেলার বেতবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। নুরু মাস্টার ১৯৬৭ সালের ১ ফেব্রুয়ারি নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৮ সালের ১৯ মার্চ তিনি সেখান থেকে অবসর গ্রহণ করেন। তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী, যাঁরা আজ বিভিন্ন শ্রেণি-পেশায় প্রতিষ্ঠিত, তাঁদের জীবন গড়ায় এ জনপ্রিয় শিক্ষক সমাজে ‘হিরে তৈরির কারিগর’ হিসেবে পরিচিত ছিলেন। মরহুমের বড় ছেলে আনিছুজ্জামান লিটন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। তাঁর মোজো ছেলে আক্তারুজ্জামান মিলন গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং ছোট ছেলে মনিরুজ্জামান মিডুল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ঢাকায় কর্মরত।