ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

‘সবাই মিলে বৃক্ষরোপণ করে আমাদের দেশকে রক্ষা করি’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • / ৩০০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় কৃষক লীগের মাসব্যাপী বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রক্তদান, এতিমদের মধ্যে মৌসুমী ফল বিতরণ, মাসব্যাপী বৃক্ষরোপণ, মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে এ অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগ। এ উপলক্ষে জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ, ফুল দিয়ে শুভেচ্ছা এবং পবিত্র কোরআন তিলাওয়াত পাঠ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
এ সময় তিনি বলেন, ‘আসুন সবাই মিলে গাছ লাগাই। গাছ লাগিয়ে দেশের পরিবেশ রক্ষা করি। আবার নিজেরা লাভবান হই, কারণ গাছ বিক্রির টাকা আপনাদেরই সংসারে কাজে দেবে। আসুন মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে আমাদের দেশকে রক্ষা করি। দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি।’ বেশি করে ফলগাছ লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ব্যাপকভাবে ফলের গাছ লাগোনো দরকার। কারণ পুষ্টির যোগান ফল থেকে আসে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের সাংগঠনিক সমন্বয়ক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, বাংলাদেশ কৃষক লীগের সাবেক দপ্তর সম্পাদক ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক নাজমুল ইসলাম পানু, বাংলাদেশ কৃষক লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক সাগিরুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ দুদু, দামুড়হুদা উপজেলা কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম ও আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। আলোচনা সভার সার্বিক সঞ্চালনায় ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জান কবীর।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃষিবিদ সমীর চন্দ্রের হাতে এক হাজার পিস মাস্ক তুলে দেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। চুয়াডাঙ্গার পৌর পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথির নিকট ১ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার উপহার হিসেবে দেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। আলোচনা সভা শেষে এতিম শিশুদের মধ্যে পুষ্টিকর মৌসুমি ফলমুল উপহার হিসেবে বিতরণ করা হয়। পরে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। জেলা কৃষকলীগ নেত্রী ঝর্ণা আহম্মেদ তাঁর নিজের শরীর থেকে রক্ত দেওয়ার মাধ্যমে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। অপর দিকে, জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির শুভ সূচনা করেন। পরে অনুষ্ঠানে আগত সবার মধ্যে একটি করে মাস্ক ও একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

‘সবাই মিলে বৃক্ষরোপণ করে আমাদের দেশকে রক্ষা করি’

আপলোড টাইম : ০৯:০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০

চুয়াডাঙ্গায় কৃষক লীগের মাসব্যাপী বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রক্তদান, এতিমদের মধ্যে মৌসুমী ফল বিতরণ, মাসব্যাপী বৃক্ষরোপণ, মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে এ অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগ। এ উপলক্ষে জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ, ফুল দিয়ে শুভেচ্ছা এবং পবিত্র কোরআন তিলাওয়াত পাঠ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
এ সময় তিনি বলেন, ‘আসুন সবাই মিলে গাছ লাগাই। গাছ লাগিয়ে দেশের পরিবেশ রক্ষা করি। আবার নিজেরা লাভবান হই, কারণ গাছ বিক্রির টাকা আপনাদেরই সংসারে কাজে দেবে। আসুন মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে আমাদের দেশকে রক্ষা করি। দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি।’ বেশি করে ফলগাছ লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ব্যাপকভাবে ফলের গাছ লাগোনো দরকার। কারণ পুষ্টির যোগান ফল থেকে আসে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের সাংগঠনিক সমন্বয়ক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, বাংলাদেশ কৃষক লীগের সাবেক দপ্তর সম্পাদক ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক নাজমুল ইসলাম পানু, বাংলাদেশ কৃষক লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক সাগিরুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ দুদু, দামুড়হুদা উপজেলা কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম ও আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। আলোচনা সভার সার্বিক সঞ্চালনায় ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জান কবীর।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃষিবিদ সমীর চন্দ্রের হাতে এক হাজার পিস মাস্ক তুলে দেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। চুয়াডাঙ্গার পৌর পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথির নিকট ১ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার উপহার হিসেবে দেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। আলোচনা সভা শেষে এতিম শিশুদের মধ্যে পুষ্টিকর মৌসুমি ফলমুল উপহার হিসেবে বিতরণ করা হয়। পরে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। জেলা কৃষকলীগ নেত্রী ঝর্ণা আহম্মেদ তাঁর নিজের শরীর থেকে রক্ত দেওয়ার মাধ্যমে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। অপর দিকে, জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির শুভ সূচনা করেন। পরে অনুষ্ঠানে আগত সবার মধ্যে একটি করে মাস্ক ও একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।