ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সবাই নিরপেক্ষভাবে কাজ করলে, শান্তি প্রতিষ্ঠা সম্ভব

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯
  • / ২৪৭ বার পড়া হয়েছে

?

চুয়াডাঙ্গায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত : নানা বিষয়ের আলোচনায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অগ্রাধিকারের ভিত্তিতে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সরকারি সেবা সমূহের উন্নয়নের উদ্দেশ্যকে সামনে রেখে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ডেমক্রেসি ইন্টারন্যাশনাল, আত্মবিশ্বাস ও রুপান্তরের সহযোগিতায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার সকালে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ই¯্রাফিল।
জেলা ব্রাক প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধ রুবায়েত হাসান, রুপান্তরের প্রতিনিধি অসিম আনন্দ দাস, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার কাকলী, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, শিক্ষার্থীদের পক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার পাশাপাশি, সবাইকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। সরকারি সেবা সমূহের সহজ লভ্যতার জন্য সেবা সমূহের বিবরণ প্রাপ্তি পদ্ধতি ও মূল্য সম্বলিত বিবরণ যথাযথ স্থানে প্রর্দশন করতে হবে। সাধারণ মানুষের সচেতন হওয়ার পাশাপাশি, যার যার অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও হিংস্বাত্মক মনোভাব পরিহার করে পারস্পরিক সহাবস্থান এবং সহমতের ভিত্তিতে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সবাই নিরপেক্ষভাবে কাজ করলে, শান্তি প্রতিষ্ঠা সম্ভব

আপলোড টাইম : ১০:২২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯

চুয়াডাঙ্গায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত : নানা বিষয়ের আলোচনায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অগ্রাধিকারের ভিত্তিতে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সরকারি সেবা সমূহের উন্নয়নের উদ্দেশ্যকে সামনে রেখে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ডেমক্রেসি ইন্টারন্যাশনাল, আত্মবিশ্বাস ও রুপান্তরের সহযোগিতায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার সকালে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ই¯্রাফিল।
জেলা ব্রাক প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধ রুবায়েত হাসান, রুপান্তরের প্রতিনিধি অসিম আনন্দ দাস, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার কাকলী, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, শিক্ষার্থীদের পক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার পাশাপাশি, সবাইকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। সরকারি সেবা সমূহের সহজ লভ্যতার জন্য সেবা সমূহের বিবরণ প্রাপ্তি পদ্ধতি ও মূল্য সম্বলিত বিবরণ যথাযথ স্থানে প্রর্দশন করতে হবে। সাধারণ মানুষের সচেতন হওয়ার পাশাপাশি, যার যার অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও হিংস্বাত্মক মনোভাব পরিহার করে পারস্পরিক সহাবস্থান এবং সহমতের ভিত্তিতে দেশের উন্নয়নে কাজ করতে হবে।