ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সন্ধ্যার পর বাইরে থাকায় আলমডাঙ্গার ৫২ ছাত্র আটক : অভিভাবকের জিম্মায় মুক্তি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
  • / ৩০২ বার পড়া হয়েছে

স্কুল-কলেজের শিক্ষার্থীরা যেন অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়ে সে লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: সন্ধ্যার পর অহেতুক বাড়ির বাইরে থাকায় স্কুল-কলেজের ৫২ শিক্ষার্থীকে আটক করে আলমডাঙ্গা থানায় নেয় পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের অভিভাবকদের ডেকে শিক্ষার্থীদের কড়াভাবে সতর্ক করে দেয়া হয়। রাতেই অভিভাকদের মুচলেকা নিয়ে রাতে অহেতুক বাড়ির বাইরে না থাকার শর্তে আটককৃত ৫২ শিক্ষার্থীকে ছেড়ে দেয় পুলিশ। এর আগে আলমডাঙ্গা শহরে সন্ধ্যার পর কারণ ছাড়া কোন চায়ের দোকানে বা শহরের কোন স্থানে আড্ডা দেয়া থেকে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের বিরত থাকার জন্য মাইকিং করা হয়। তারপরও শহরের বিভিন্ন স্থানে আড্ডা দিচ্ছিলো শিক্ষার্থীরা। ফলে তাদের আটক করা হয়। শিক্ষার্থীরা যেন অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়ে সে লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
আলমডাঙ্গা থানা পুলিশ সুত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খানের নেতৃত্বে গতকাল রোববার আলমডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় থানা পুলিশ। শহরের স্টেশন এলাকা, হাউসপুর, লালব্রীজমোড়, সাদাব্রীজ মোড়, ব-বিল গেট, গোবিন্দপুরসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। পরে আটককৃত ৫২ শিক্ষার্থীকে থানা হেফাজতে নেয়া হয়। এরপর তাদের অভিভাবকদের খবর দিয়ে থানায় ডাকে পুলিশ। পরে শিক্ষার্থীদের শেষবারের মত সতর্ক করে এবং অভিভাবকদের মোচলেকা নিয়ে তাদের জিম্মায় ৫২ শিক্ষার্থীকে ছেড়ে দেয় পুলিশ। শিক্ষার্থীদের আটক অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা থানার এসআই একরামুল হক, এসআই জিয়াউর রহমান, এসআই মহাব্বতসহ সঙ্গীয় ফোর্স।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, শিক্ষার্থীরা সন্ধ্যার পর বিনা কারণে বাড়ির বাইরে থাকলে আটক করা হয়। তারা যেন কোনো অন্যায় ও অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়ে সে কারণে জেলা পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সুফল পাওয়া যাবে। এর আগে শিক্ষার্থীদের সন্ধ্যার পর বিনা কারণে বাড়ির বাইরে না থাকার আহ্বান জানিয়ে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। তারপরও শিক্ষার্থীরা অকারণে বাইরে আড্ডা দেয়। শিক্ষার্থীদের আটক করে শেষবারের মত সতর্ক করে দেয়া হয়েছে। অভিভাবকদের মোচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেয়া আটককৃতদের ছেড়ে দেয়া হয়। তবে, এরপন যদি কোন স্কুল-কলেজের শিক্ষার্থী বিনা কারণে সন্ধ্যার পর বাড়ির বাইরে অবস্থান করে তবে তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সন্ধ্যার পর বাইরে থাকায় আলমডাঙ্গার ৫২ ছাত্র আটক : অভিভাবকের জিম্মায় মুক্তি

আপলোড টাইম : ০৭:৫৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮

স্কুল-কলেজের শিক্ষার্থীরা যেন অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়ে সে লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: সন্ধ্যার পর অহেতুক বাড়ির বাইরে থাকায় স্কুল-কলেজের ৫২ শিক্ষার্থীকে আটক করে আলমডাঙ্গা থানায় নেয় পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের অভিভাবকদের ডেকে শিক্ষার্থীদের কড়াভাবে সতর্ক করে দেয়া হয়। রাতেই অভিভাকদের মুচলেকা নিয়ে রাতে অহেতুক বাড়ির বাইরে না থাকার শর্তে আটককৃত ৫২ শিক্ষার্থীকে ছেড়ে দেয় পুলিশ। এর আগে আলমডাঙ্গা শহরে সন্ধ্যার পর কারণ ছাড়া কোন চায়ের দোকানে বা শহরের কোন স্থানে আড্ডা দেয়া থেকে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের বিরত থাকার জন্য মাইকিং করা হয়। তারপরও শহরের বিভিন্ন স্থানে আড্ডা দিচ্ছিলো শিক্ষার্থীরা। ফলে তাদের আটক করা হয়। শিক্ষার্থীরা যেন অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়ে সে লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
আলমডাঙ্গা থানা পুলিশ সুত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খানের নেতৃত্বে গতকাল রোববার আলমডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় থানা পুলিশ। শহরের স্টেশন এলাকা, হাউসপুর, লালব্রীজমোড়, সাদাব্রীজ মোড়, ব-বিল গেট, গোবিন্দপুরসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। পরে আটককৃত ৫২ শিক্ষার্থীকে থানা হেফাজতে নেয়া হয়। এরপর তাদের অভিভাবকদের খবর দিয়ে থানায় ডাকে পুলিশ। পরে শিক্ষার্থীদের শেষবারের মত সতর্ক করে এবং অভিভাবকদের মোচলেকা নিয়ে তাদের জিম্মায় ৫২ শিক্ষার্থীকে ছেড়ে দেয় পুলিশ। শিক্ষার্থীদের আটক অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা থানার এসআই একরামুল হক, এসআই জিয়াউর রহমান, এসআই মহাব্বতসহ সঙ্গীয় ফোর্স।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, শিক্ষার্থীরা সন্ধ্যার পর বিনা কারণে বাড়ির বাইরে থাকলে আটক করা হয়। তারা যেন কোনো অন্যায় ও অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়ে সে কারণে জেলা পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সুফল পাওয়া যাবে। এর আগে শিক্ষার্থীদের সন্ধ্যার পর বিনা কারণে বাড়ির বাইরে না থাকার আহ্বান জানিয়ে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। তারপরও শিক্ষার্থীরা অকারণে বাইরে আড্ডা দেয়। শিক্ষার্থীদের আটক করে শেষবারের মত সতর্ক করে দেয়া হয়েছে। অভিভাবকদের মোচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেয়া আটককৃতদের ছেড়ে দেয়া হয়। তবে, এরপন যদি কোন স্কুল-কলেজের শিক্ষার্থী বিনা কারণে সন্ধ্যার পর বাড়ির বাইরে অবস্থান করে তবে তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।