ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সন্ধ্যারাতে ব্যবসায়ীর বাড়ী থেকে ৫ লাখ টাকা লুট!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯
  • / ৩৬৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরে আবারও সক্রিয় চোর সিন্ডিকেট : বাড়ছে চুরির ঘটনা
সন্ধ্যারাতে ব্যবসায়ীর বাড়ী থেকে ৫ লাখ টাকা লুট!
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হল পাড়ায় সন্ধ্যারাতে জানালার গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ৫ লাখ চুরি করে নিয়ে যায় চোরচক্র। গত বুধবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে সিনেমা হল পাড়ার মৃত ফকির শেখের ছেলে কাঠ ব্যবসায়ী নাসির উদ্দিন লালুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাসির উদ্দিন লালু অভিযোগ করে বলেন, গত বুধবার রাতে নিজ স্ত্রী ও মেয়েকে রাজশাহীর উদ্দেশ্যে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে তুলে দেন। ঘন্টা খানেক পর বাড়ির দ্বিতীয়তলায় গিয়ে দেখি, দরজা ভিতর থেকে ছিটকিনি দেয়া। এ সময় তার সন্দেহ হলে আশেপাশের কয়েকজনকে ডেকে, বাইরে থেকে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখি একটি ঘরের জানালার রড কাটা। ড্রয়ার ভেঙ্গে ঋণ ও ব্যবসার টাকা নগদ ৫ লাখ ৪০ হাজার টাকা চুরি করলেও পাশের একটি ওয়ারড্রপে থাকা স্বর্ণের অলঙ্কার নিতে পারেনি। এছাড়াও প্রত্যেক ঘরের আবসাবপত্র ছিটিয়ে ছড়িয়ে রাখলেও টাকা ছাড়া অন্য কিছু নেইনি চোরচক্র। তিনি আরও বলেন, এর আগেও পাশের বিল্ডিং এর শানসেট থেকে আমার বাড়ির জানালা দিয়ে দুইটি ভ্যানিটি ব্যাগ চুরি হয়ে যায়। সেই রাতে পাশের বিল্ডিং থেকে ব্যাগটি উদ্ধার করা হয়, তবে একটি ব্যাগে থাকা নগত ৩৫ হাজার টাকার সোনার গহনা ও আরেকটিতে ৯শ’ টাকা নিয়ে যায়।
এদিকে, বাড়ির নিচতলায় থাকা ছাত্রী মেসে কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা চুরির রাতে কিছুক্ষণ যাবত একটা শব্দ শুনতে পেয়েছিলাম। তবে অন্য কিছুর শব্দ হতে পারে ভেবে এ বিষয় এড়িয়ে যায়। এ ঘটনার পর পুরো এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে।
পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার অপারেশন (ওসি) মাসুদ হোসেন ও সদর ফাঁড়ি পুলিশে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। অপারেশন (ওসি) মাসুদ হোসেন বলেন, চুরির সংবাদ শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। তবে এটা পূর্বপরিকল্পিত হতে পারে। আমরা এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আমরা খুব দ্রুত এই চুরির ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আটক করতে সক্ষম হবো।
এদিকে, বাড়ির মালিক নাসির উদ্দিন লালু টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। তিনি শারিরীক অসুস্থ থাকায় থানায় অভিযোগ করতে পারেনি। আজ চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করবেন বলে জানান তিনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সন্ধ্যারাতে ব্যবসায়ীর বাড়ী থেকে ৫ লাখ টাকা লুট!

আপলোড টাইম : ০২:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯

চুয়াডাঙ্গা শহরে আবারও সক্রিয় চোর সিন্ডিকেট : বাড়ছে চুরির ঘটনা
সন্ধ্যারাতে ব্যবসায়ীর বাড়ী থেকে ৫ লাখ টাকা লুট!
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হল পাড়ায় সন্ধ্যারাতে জানালার গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ৫ লাখ চুরি করে নিয়ে যায় চোরচক্র। গত বুধবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে সিনেমা হল পাড়ার মৃত ফকির শেখের ছেলে কাঠ ব্যবসায়ী নাসির উদ্দিন লালুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাসির উদ্দিন লালু অভিযোগ করে বলেন, গত বুধবার রাতে নিজ স্ত্রী ও মেয়েকে রাজশাহীর উদ্দেশ্যে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে তুলে দেন। ঘন্টা খানেক পর বাড়ির দ্বিতীয়তলায় গিয়ে দেখি, দরজা ভিতর থেকে ছিটকিনি দেয়া। এ সময় তার সন্দেহ হলে আশেপাশের কয়েকজনকে ডেকে, বাইরে থেকে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখি একটি ঘরের জানালার রড কাটা। ড্রয়ার ভেঙ্গে ঋণ ও ব্যবসার টাকা নগদ ৫ লাখ ৪০ হাজার টাকা চুরি করলেও পাশের একটি ওয়ারড্রপে থাকা স্বর্ণের অলঙ্কার নিতে পারেনি। এছাড়াও প্রত্যেক ঘরের আবসাবপত্র ছিটিয়ে ছড়িয়ে রাখলেও টাকা ছাড়া অন্য কিছু নেইনি চোরচক্র। তিনি আরও বলেন, এর আগেও পাশের বিল্ডিং এর শানসেট থেকে আমার বাড়ির জানালা দিয়ে দুইটি ভ্যানিটি ব্যাগ চুরি হয়ে যায়। সেই রাতে পাশের বিল্ডিং থেকে ব্যাগটি উদ্ধার করা হয়, তবে একটি ব্যাগে থাকা নগত ৩৫ হাজার টাকার সোনার গহনা ও আরেকটিতে ৯শ’ টাকা নিয়ে যায়।
এদিকে, বাড়ির নিচতলায় থাকা ছাত্রী মেসে কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা চুরির রাতে কিছুক্ষণ যাবত একটা শব্দ শুনতে পেয়েছিলাম। তবে অন্য কিছুর শব্দ হতে পারে ভেবে এ বিষয় এড়িয়ে যায়। এ ঘটনার পর পুরো এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে।
পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার অপারেশন (ওসি) মাসুদ হোসেন ও সদর ফাঁড়ি পুলিশে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। অপারেশন (ওসি) মাসুদ হোসেন বলেন, চুরির সংবাদ শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। তবে এটা পূর্বপরিকল্পিত হতে পারে। আমরা এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আমরা খুব দ্রুত এই চুরির ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আটক করতে সক্ষম হবো।
এদিকে, বাড়ির মালিক নাসির উদ্দিন লালু টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। তিনি শারিরীক অসুস্থ থাকায় থানায় অভিযোগ করতে পারেনি। আজ চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করবেন বলে জানান তিনি।