ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সন্ধান মিলল বিশ্বের সবচেয়ে প্রাচীন মুক্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
  • / ২৫৭ বার পড়া হয়েছে

বিশ্ব প্রতিবেদন:
৮০০০ বছরের পুরনো একটি মুক্তার খোঁজ মিলল আবু ধাবিতে। এটিই বিশ্বের প্রাচীনতম মুক্তা বলে দাবি করছেন প্রতœতত্ত্ববিদরা। নিওলিথিক যুগের এই মুক্তাটি প্রাচীন ইরাকের সভ্যতা মেসোপটেমিয়া থেকে আবু ধাবিতে অন্যান্য দ্রব্যের বিনিময়ে নিয়ে আসা হয় বলে মনে করছেন ঐতিহাসিকরা। আরব আমরশাহীর মারাওয়া দ্বীপে প্রতœতাত্ত্বিক খনন কার্যের ফলে আবিষ্কার হওয়া একটি ঘরের মেঝে থেকে মুক্তাটি উদ্ধার হয়। এর গায়ে যে কার্বনের স্তর পড়েছিল, তা ৫৮০০-৫৬০০ খ্রিস্টপূর্বাব্দের। সেই নিওলিথিক যুগেও যে বাণিজ্য কতটা সম্প্রসারিত হয়েছিল, এই মুক্তাটিই তার প্রমাণ বলে মনে করা হচ্ছে। মারাওয়া দ্বীপে খোঁজ মেলা স্থাপত্যটি সেরামিকস ও নানা পাথরের তৈরি জিনিসও পাওয়া গেছে। ৩০ অক্টোবর থেকে আবু ধাবির মিউজিয়ামে প্রাচীনতম মুক্তাটি প্রদর্শিত হবে। আবু ধাবির মারাওয়া দ্বীপে ১৬শ’ শতাব্দী পর্যন্ত প্রাকৃতিক মুক্তা পাওয়া যেত। প্রাচীনকালে সৌদি আরবের অর্থনীতির মূল স্থাপত্য ছিল মুক্তা বাণিজ্য।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সন্ধান মিলল বিশ্বের সবচেয়ে প্রাচীন মুক্তার

আপলোড টাইম : ১১:০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯

বিশ্ব প্রতিবেদন:
৮০০০ বছরের পুরনো একটি মুক্তার খোঁজ মিলল আবু ধাবিতে। এটিই বিশ্বের প্রাচীনতম মুক্তা বলে দাবি করছেন প্রতœতত্ত্ববিদরা। নিওলিথিক যুগের এই মুক্তাটি প্রাচীন ইরাকের সভ্যতা মেসোপটেমিয়া থেকে আবু ধাবিতে অন্যান্য দ্রব্যের বিনিময়ে নিয়ে আসা হয় বলে মনে করছেন ঐতিহাসিকরা। আরব আমরশাহীর মারাওয়া দ্বীপে প্রতœতাত্ত্বিক খনন কার্যের ফলে আবিষ্কার হওয়া একটি ঘরের মেঝে থেকে মুক্তাটি উদ্ধার হয়। এর গায়ে যে কার্বনের স্তর পড়েছিল, তা ৫৮০০-৫৬০০ খ্রিস্টপূর্বাব্দের। সেই নিওলিথিক যুগেও যে বাণিজ্য কতটা সম্প্রসারিত হয়েছিল, এই মুক্তাটিই তার প্রমাণ বলে মনে করা হচ্ছে। মারাওয়া দ্বীপে খোঁজ মেলা স্থাপত্যটি সেরামিকস ও নানা পাথরের তৈরি জিনিসও পাওয়া গেছে। ৩০ অক্টোবর থেকে আবু ধাবির মিউজিয়ামে প্রাচীনতম মুক্তাটি প্রদর্শিত হবে। আবু ধাবির মারাওয়া দ্বীপে ১৬শ’ শতাব্দী পর্যন্ত প্রাকৃতিক মুক্তা পাওয়া যেত। প্রাচীনকালে সৌদি আরবের অর্থনীতির মূল স্থাপত্য ছিল মুক্তা বাণিজ্য।