ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সকলের সহযোগিতা পেলে আগামীতে সকল স্কুলে মিড-ডে মিল চালু করা হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭
  • / ৪৮২ বার পড়া হয়েছে

দামুড়হুদার নাস্তিপুর বিদ্যালয়ে মিড-ডে মিলের উদ্বোধন : মহাজনপুরে উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক

দর্শনা অফিস: দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা করলেন ফররুক আহম্মেদ স্বপন। গতকাল দেড়টার দিকে বিদ্যালয়ের তৃতীয় শ্রেনী থেকে ৫ম শ্রেনীর ১৭৮জন ছাত্রছাত্রীকে এ মিড-ডে প্রদান করা হয়। ছাত্রছাত্রী যাতে ঝরে না পড়ে সে কারণে এ ধরনের আয়োজন করা হয় বলে দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকি ছালাম জানান। মিড ডে মিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে মিড ডে মিল দেওয়ার ব্যাপারে এগিয়ে আসতে হবে। যারা যাকাত দেন কিম্বা বাবা মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে লোকজনকে খেতে দেন, সেই খাওয়ানো যদি এসব ছেলেমেয়েদের খেতে দেন অথবা সমাজের বিত্তবানরা যদি স্কুলগামী ছেলেমেয়েদের জন্য মিড ডে মিলের ব্যাবস্থা করেন, তাহলে একদিকে যেমন দরিদ্র ছেলেমেয়েরা স্কুল থেকে ঝরে পড়বে না, অপরদিকে আমাদের দেশে শিক্ষার হার বৃদ্ধি পাবে। মিড ডে মিল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, স্কুল কমিটির সভাপতি হুমায়ন কবির, সদস্য মহিউদ্দিন, জাকির হোসেন চৌধুরী, আব্দুল কাদের, শিক্ষক মিজানুর রহমান, শিক্ষীকা ইয়াসমিন সুলতানা, আছমা খাতুন, মাহমুদা খাতুন, কারুন্নাহারসহ গ্রামের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ।
এদিকে আমাদের মুজিবনগর অফিস জানিয়েছে, শিশুদের মানসম্মত শিক্ষা, পুষ্টির চাহিদা পূরণ ও তাদের ঝরে পড়া রোধকল্পে এবং শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শতভাগ শিক্ষা নিশ্চিত করণে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে জেলা প্রশাসক, মুজিবনগর ইউএনও, উপজেলা শিক্ষা অফিস, মহাজনপুর ইউপি চেয়ারম্যানসহ এলাকার বিত্তবান ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দের সহযোগিতায় মিড ডে মিলের উদ্বোধন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপত্বিতে মিড ডে মিলের উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, এ উদ্যোগ একটি মহৎ উদ্যোগ। আমরা যদি এই মিড ডে মিল চালু রাখতে পারি তাহলে দেশে শিশু শিক্ষার হার অনেক বেড়ে যাবে। তিনি আরও বলেন, মেহেরপুরে ১৫টি স্কুলে মিড ডে মিল চালু আছে। আগামীতে সবার সহযোগিতা পেলে সকল স্কুলে পর্যায়ক্রমে এ মিড ডে মিল চালু করা হবে। নিজেদের ছেলেমেয়েদের শিক্ষিত করার মধ্যদিয়ে অভিভাবকদের বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখার অনুরোধ করেন। স্কুলে মিড ডে মিল চালু রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।
মহাজনপুর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় মিড-ডে মিল উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাজনপুর ইউপি চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতি মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার বলেন, আমরা শিশুদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করেছি তাদের যেন খালিপেটে পড়ালেখা না করতে হয়। তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের সন্তানদের খাবারের ব্যস্থা করেছি, এর বিনিময় হিসাবে আপনারা আমাদের সন্তানদের শতভাগ স্কুলের আসার এবং ঝরে না পড়ার গ্যারেন্টি এবং মানসন্মত শিক্ষা নিশ্চিত করার গ্যারেন্টি দিবেন। তিনি মিড ডে মিল চালু করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা সহকারি শিক্ষা অফিসার আলাউদ্দীন, আবুল ফজল, ইন্সট্র্যাক্টর শাহেদুজ্জামান, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সকলের সহযোগিতা পেলে আগামীতে সকল স্কুলে মিড-ডে মিল চালু করা হবে

আপলোড টাইম : ১০:৫২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭

দামুড়হুদার নাস্তিপুর বিদ্যালয়ে মিড-ডে মিলের উদ্বোধন : মহাজনপুরে উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক

দর্শনা অফিস: দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা করলেন ফররুক আহম্মেদ স্বপন। গতকাল দেড়টার দিকে বিদ্যালয়ের তৃতীয় শ্রেনী থেকে ৫ম শ্রেনীর ১৭৮জন ছাত্রছাত্রীকে এ মিড-ডে প্রদান করা হয়। ছাত্রছাত্রী যাতে ঝরে না পড়ে সে কারণে এ ধরনের আয়োজন করা হয় বলে দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকি ছালাম জানান। মিড ডে মিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে মিড ডে মিল দেওয়ার ব্যাপারে এগিয়ে আসতে হবে। যারা যাকাত দেন কিম্বা বাবা মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে লোকজনকে খেতে দেন, সেই খাওয়ানো যদি এসব ছেলেমেয়েদের খেতে দেন অথবা সমাজের বিত্তবানরা যদি স্কুলগামী ছেলেমেয়েদের জন্য মিড ডে মিলের ব্যাবস্থা করেন, তাহলে একদিকে যেমন দরিদ্র ছেলেমেয়েরা স্কুল থেকে ঝরে পড়বে না, অপরদিকে আমাদের দেশে শিক্ষার হার বৃদ্ধি পাবে। মিড ডে মিল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, স্কুল কমিটির সভাপতি হুমায়ন কবির, সদস্য মহিউদ্দিন, জাকির হোসেন চৌধুরী, আব্দুল কাদের, শিক্ষক মিজানুর রহমান, শিক্ষীকা ইয়াসমিন সুলতানা, আছমা খাতুন, মাহমুদা খাতুন, কারুন্নাহারসহ গ্রামের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ।
এদিকে আমাদের মুজিবনগর অফিস জানিয়েছে, শিশুদের মানসম্মত শিক্ষা, পুষ্টির চাহিদা পূরণ ও তাদের ঝরে পড়া রোধকল্পে এবং শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শতভাগ শিক্ষা নিশ্চিত করণে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে জেলা প্রশাসক, মুজিবনগর ইউএনও, উপজেলা শিক্ষা অফিস, মহাজনপুর ইউপি চেয়ারম্যানসহ এলাকার বিত্তবান ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দের সহযোগিতায় মিড ডে মিলের উদ্বোধন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপত্বিতে মিড ডে মিলের উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, এ উদ্যোগ একটি মহৎ উদ্যোগ। আমরা যদি এই মিড ডে মিল চালু রাখতে পারি তাহলে দেশে শিশু শিক্ষার হার অনেক বেড়ে যাবে। তিনি আরও বলেন, মেহেরপুরে ১৫টি স্কুলে মিড ডে মিল চালু আছে। আগামীতে সবার সহযোগিতা পেলে সকল স্কুলে পর্যায়ক্রমে এ মিড ডে মিল চালু করা হবে। নিজেদের ছেলেমেয়েদের শিক্ষিত করার মধ্যদিয়ে অভিভাবকদের বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখার অনুরোধ করেন। স্কুলে মিড ডে মিল চালু রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।
মহাজনপুর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় মিড-ডে মিল উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাজনপুর ইউপি চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতি মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার বলেন, আমরা শিশুদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করেছি তাদের যেন খালিপেটে পড়ালেখা না করতে হয়। তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের সন্তানদের খাবারের ব্যস্থা করেছি, এর বিনিময় হিসাবে আপনারা আমাদের সন্তানদের শতভাগ স্কুলের আসার এবং ঝরে না পড়ার গ্যারেন্টি এবং মানসন্মত শিক্ষা নিশ্চিত করার গ্যারেন্টি দিবেন। তিনি মিড ডে মিল চালু করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা সহকারি শিক্ষা অফিসার আলাউদ্দীন, আবুল ফজল, ইন্সট্র্যাক্টর শাহেদুজ্জামান, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।