ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনে বিরোধীদল বিজয়ী হলে পদত্যাগ করব : নিকোলাস মাদুরো

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
  • / ১০৫ বার পড়া হয়েছে

বিশ্ব প্রতিবেদন:
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি বিরোধীদল বিজয়ী হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। মাদুরো বলেন, “যদি আমরা বিজয়ী হই তাহলে আমরা সামনে এগিয়ে যাব কিন্তু যদি বিরোধীদল বিজয়ী হয় তাহলে আমি পদত্যাগ করবো। বিরোধীদল বিজয়ী হলে আমি ক্ষমতায় থাকবো না। আমার ভাগ্য ভেনিজুয়েলার জনগণের হাতে।” নকোলাস মাদুরো টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেয়া ভাষণে এসব কথা বলেছেন এবং রুশ বার্তা সংস্থা স্পুতনিক গতকাল বুধবার তার এ বক্তব্য তুলে ধরেছে। আগামী রবিবার ভেনিজুয়েলায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১০৭টি রাজনৈতিক দল ও অ্যাসোসিয়েশন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও বিরোধী গুরুত্বপূর্ণ নেতা হুয়ান গুয়াইডো নির্বাচন বয়কট করেছেন তবে বহুসংখ্যক বিরোধী শক্তি নির্বাচনে অংশ নিচ্ছে। এমনকি গুয়াইডোর নিজের রাজনৈতিক জোটের বেশকিছ সদস্য এ নির্বাচনে অংশ নেবেন। ২০১৯ সালের জানুয়ারি মাস গুয়াইডো নিজেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। তার এ ঘোষণার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থন ছিল। কিন্তু গুয়াইডোর প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা দখলের সে প্রচেষ্টা সফল হয়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সংসদ নির্বাচনে বিরোধীদল বিজয়ী হলে পদত্যাগ করব : নিকোলাস মাদুরো

আপলোড টাইম : ১০:০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০

বিশ্ব প্রতিবেদন:
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি বিরোধীদল বিজয়ী হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। মাদুরো বলেন, “যদি আমরা বিজয়ী হই তাহলে আমরা সামনে এগিয়ে যাব কিন্তু যদি বিরোধীদল বিজয়ী হয় তাহলে আমি পদত্যাগ করবো। বিরোধীদল বিজয়ী হলে আমি ক্ষমতায় থাকবো না। আমার ভাগ্য ভেনিজুয়েলার জনগণের হাতে।” নকোলাস মাদুরো টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেয়া ভাষণে এসব কথা বলেছেন এবং রুশ বার্তা সংস্থা স্পুতনিক গতকাল বুধবার তার এ বক্তব্য তুলে ধরেছে। আগামী রবিবার ভেনিজুয়েলায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১০৭টি রাজনৈতিক দল ও অ্যাসোসিয়েশন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও বিরোধী গুরুত্বপূর্ণ নেতা হুয়ান গুয়াইডো নির্বাচন বয়কট করেছেন তবে বহুসংখ্যক বিরোধী শক্তি নির্বাচনে অংশ নিচ্ছে। এমনকি গুয়াইডোর নিজের রাজনৈতিক জোটের বেশকিছ সদস্য এ নির্বাচনে অংশ নেবেন। ২০১৯ সালের জানুয়ারি মাস গুয়াইডো নিজেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। তার এ ঘোষণার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থন ছিল। কিন্তু গুয়াইডোর প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা দখলের সে প্রচেষ্টা সফল হয়নি।