ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শ্রদ্ধা ও ভালোবাসায় অন্তিম শয়নে সাংবাদিক জেড আলম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • / ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
একটি বিদায় যেন শেষ হয়েও হয় না। বিদায় দিতে চেয়েও যেন দেওয়া যায় না। অশ্রুসিক্ত নয়ন শতবার মুছলেও গুণীর কদরে ঝরা অশ্রু মুছে শেষ করা যায় না। চোখ যেন বলে, এ কান্না থামার নয়। মন যেন বলে, বুক ফাটা হাহাকারের গল্প। বলছিলাম, চুয়াডাঙ্গার প্রবীণ সাংবাদিক, সাহিত্যমোদী, উপস্থাপক, দৈনিক খাসখবরের প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর আলমের (জেড আলম) শেষ বিদায়ের সময়ে শত শত মানুষের হৃদয়ের কথা। হাজার মানুষকে কাঁদিয়ে চলে গেলেন তিনি। চুয়াডাঙ্গা জেলা শহরের আরামপাড়ার নিজ বাসভবনে গত শনিবার রাত তিনটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল রোববার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মরহুমের মরদেহ তাঁর চিরচেনা জায়গা চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।
এসময় শেষ শ্রদ্ধা জানান, সাবেক পৌর মেয়র ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি হামিদুল হক মুন্সী, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি তৌহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সরদার আলী হোসেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল মাহমুদ প্রমুখ।
এসময় চুয়াডাঙ্গা জেলা পুলিশ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ, উদীচী শিল্পীগোষ্ঠী, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, রিসো, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, সাবেক এমপি শিরীন নঈম পুনমের পক্ষেসহ বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর জানাজা শেষে জেলা শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়।
চুয়াডাঙ্গার প্রবীণ সাংবাদিক, সাহিত্যমোদী, উপস্থাপক, দৈনিক খাসখবরের প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর আলম (জেড আলম) ছিলেন একজন গুণী মানুষ। নব্বই দশকের প্রথম দিকে ঢাকা থেকে প্রকাশিত শামসুজ্জামান দুদু সম্পাদিত সাপ্তাহিক স্বাধীনতা পত্রিকায় নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। নব্বইয়ের দশকের শেষদিকে এলবার্ট বিশ্বাস প্রকাশিত পাক্ষিক দিনবদলের কাগজের সম্পাদক, দৈনিক খাসখবর পত্রিকার সম্পাদক, দৈনিক অন্য আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের খাসখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক খোঁজখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে এক উজ্জ্বল নক্ষত্র হারাল চুয়াডাঙ্গার সাংবাদিক সমাজ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শ্রদ্ধা ও ভালোবাসায় অন্তিম শয়নে সাংবাদিক জেড আলম

আপলোড টাইম : ১০:৫৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক:
একটি বিদায় যেন শেষ হয়েও হয় না। বিদায় দিতে চেয়েও যেন দেওয়া যায় না। অশ্রুসিক্ত নয়ন শতবার মুছলেও গুণীর কদরে ঝরা অশ্রু মুছে শেষ করা যায় না। চোখ যেন বলে, এ কান্না থামার নয়। মন যেন বলে, বুক ফাটা হাহাকারের গল্প। বলছিলাম, চুয়াডাঙ্গার প্রবীণ সাংবাদিক, সাহিত্যমোদী, উপস্থাপক, দৈনিক খাসখবরের প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর আলমের (জেড আলম) শেষ বিদায়ের সময়ে শত শত মানুষের হৃদয়ের কথা। হাজার মানুষকে কাঁদিয়ে চলে গেলেন তিনি। চুয়াডাঙ্গা জেলা শহরের আরামপাড়ার নিজ বাসভবনে গত শনিবার রাত তিনটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল রোববার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মরহুমের মরদেহ তাঁর চিরচেনা জায়গা চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।
এসময় শেষ শ্রদ্ধা জানান, সাবেক পৌর মেয়র ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি হামিদুল হক মুন্সী, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি তৌহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সরদার আলী হোসেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল মাহমুদ প্রমুখ।
এসময় চুয়াডাঙ্গা জেলা পুলিশ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ, উদীচী শিল্পীগোষ্ঠী, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, রিসো, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, সাবেক এমপি শিরীন নঈম পুনমের পক্ষেসহ বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর জানাজা শেষে জেলা শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়।
চুয়াডাঙ্গার প্রবীণ সাংবাদিক, সাহিত্যমোদী, উপস্থাপক, দৈনিক খাসখবরের প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর আলম (জেড আলম) ছিলেন একজন গুণী মানুষ। নব্বই দশকের প্রথম দিকে ঢাকা থেকে প্রকাশিত শামসুজ্জামান দুদু সম্পাদিত সাপ্তাহিক স্বাধীনতা পত্রিকায় নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। নব্বইয়ের দশকের শেষদিকে এলবার্ট বিশ্বাস প্রকাশিত পাক্ষিক দিনবদলের কাগজের সম্পাদক, দৈনিক খাসখবর পত্রিকার সম্পাদক, দৈনিক অন্য আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের খাসখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক খোঁজখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে এক উজ্জ্বল নক্ষত্র হারাল চুয়াডাঙ্গার সাংবাদিক সমাজ।